Gourbani Newsmoulvibazar

Gourbani Newsmoulvibazar মাসিক শ্রী গৌরবাণী পড়ুন
বিভাগীয় সাংব?

🌹🌹 ছবিতে :~ ভুতপূর্ব  #কাঞ্চি_শঙ্করাচার্য্য স্বামী  #জয়েন্দ্র_সরস্বতী ও গৌড়ীয়বৈষ্ণবাচার্য্য নিত্যানন্দবংশজ প্রভুপাদ প্রা...
23/01/2025

🌹🌹 ছবিতে :~ ভুতপূর্ব #কাঞ্চি_শঙ্করাচার্য্য স্বামী #জয়েন্দ্র_সরস্বতী ও গৌড়ীয়বৈষ্ণবাচার্য্য নিত্যানন্দবংশজ প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী।।🌹🌹

#প্রভুপাদ_প্রাণকিশোর_গোস্বামী গৌড়ীয় গগনের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। মহান পণ্ডিত, ঐতিহাসিক তথা গবেষক ছিলেন।
অগণিত গ্রন্থ প্রণয়ন,পর্যালোচনা এবং অশেষবিশেষভাবে তিনি গৌড়ীয় বৈষ্ণব ভাবাদর্শ প্রচারে অবদান রেখেছেন।


------এক নজরে প্রভুপাদ------

শুভ_নাম----প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী।

বংশ_পরিচয়------দ্বাদশতম শ্রীনিত্যানন্দ বংশাত্মজ।

আবির্ভাব------১৩০৬ বঙ্গাব্দ ১৪ই অগ্রহায়ণ, বুধবার কৃষ্ণা একাদশী (ইং-২৭শে নভেঃ ১৮৯৯খ্রীঃ)।

আবির্ভাব_স্থান-----বড় গোঁসাইবাড়ী, ঢাকা নবাবপুর, বাংলাদেশ।

পিতা------শ্রীগৌরকিশোর গোস্বামী।
মাতা------শ্রীমতী সুশীলা গোস্বামী (ভট্টাচার্য্য)

শিক্ষা------৬ বৎসর বয়সে (১৯০৬) ঢাকা উকীল ইন্সটিটিউট বিদ্যালয়ে শিক্ষারম্ভ, ১৭ বর্ষে (১৯১৭) প্রথমবিভাগে মাধ্যমিক পাশ, ১৯ বর্ষে (১৯৭৯) ঢাকা জগন্নাথ কলেজ হইতে প্রথম বিভাগে আই. এ. পাশ, ২২ বর্ষে (১৯২২) প্রথম বিভাগে বি. এ. পাশ (সংস্কৃতে স্নাতক) ২৩ বর্ষে (১৯২৫) প্রথম বিভাগে ২য় স্থান নিয়া এম. এ. পাশ।

দীক্ষা------অধ্যয়নকালে ১৩২৪ বঙ্গাব্দে প্রভুপাদ অতুলকৃষ্ণ গোস্বামীর নিকট দীক্ষাগ্রহণ।

কর্মজীবন-----ফরিদপুর জিলাস্কুলে শিক্ষকতা, অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক, ঢাকা কলেজিয়েট স্কুলে সংস্কৃতে প্রধান শিক্ষক, ঢাকা ইম্পিরিয়াল সলিমুল্লা কলেজে অধ্যাপক, বঙ্গ ও আসাম সংস্কৃত বোর্ড ও ঢাকা সারস্বত সমাজের পরীক্ষক। কাশিমবাজার ভাগবত বিদ্যালয়ে আচার্য্য। ১৯২০খ্রীঃ অসহযোগ ও ১৯৩০খ্রীঃ আইন অমান্য আন্দোলন, ১৯৪২খ্রীঃ ভারতছাড় আন্দোলনে কারাবরণ।

গ্রন্থরচনা-----সোনার গৌরাঙ্গ, সঙ্কর্ষণ, ভারতবর্ষ, প্রাণগৌর, উজ্জীবন, কল্যাণ, তথা আনন্দবাজার, যুগান্তর, প্রতিদিন, East Bengal Times ইত্যাদি। তদতিরিক্ত বাঙলা, হিন্দী, ইংরাজীতে অসংখ্য প্রবন্ধ, বিভিন্ন পত্র-পত্রিকায় উভয় প্রকাশিত হয়।

বিশেষ_কৃতিত্ব------নবদ্বীপ নদীয়া ধর্মসভা কর্তৃক 'বিদ্যাভূষণ সাহিত্যরত্ন' উপাধি লাভ (১৯২৬)। নিখিল ভারত বৈষ্ণব সম্মিলনীর প্রতিষ্ঠাতা সভাপতি। গীতা, ভাগবত ও চৈতন্য চরিতামৃত জয়ন্তী মহোৎসব প্রবর্তন (১৯৩৫-৫৩)। কলিকাতা বেতার কেন্দ্রের নিয়মিত ধর্মালোচক (১৯৫২)। নতুন দিল্লীতে অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিনিধিত্ব (১৯৫৭)। সঙ্কর্ষণ (১৯৫০), প্রাণগৌর (১৯৫৫), জয়গৌর (১৯৭১), শ্রীগৌরাঙ্গ (১৯৭৪) পত্রিকা প্রকাশ। নিখিলবঙ্গ সংস্কৃত সেবা সমিতির মহা সম্মেলনে প্রধান অতিথি (১৯৭৪)। শিলিগুড়ি বেতার কেন্দ্রের বৈষ্ণবধর্ম ও দর্শন বিষয়ে ভাষণ (১৯৭৫)। জ্যোতিষ সম্মেলনে অ্যাস্ট্রলজিক্যাল ও অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটি কর্তৃক সম্বর্দ্ধনা (১৯৭৯)। বঙ্গ বিহার উড়িষ্যা আসাম উত্তর প্রদেশাদি ভারতের বিভিন্নস্থানে ভাগবত সমাজ মন্দির হরিসভাদি স্থাপন।

তিরোভাব----১৩৮৬ বঙ্গাব্দে ৩রা ফাল্গুন, (ইং ১৯৮০, ১৬ই ফেব্রুঃ) অমাবস্যা, শনিবার, মধ্যাহ্ন-০১:০৫ মিঃ, (৮০ বৎসর বয়সে)
সংগ্রহে: Soumya Sudarshan

*কোনো হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয় যে-দেবী সরস্বতী কে ? বলবে, "জ্ঞানের দেবী","বিদ্যার দেবী"।আরকোনো তথ্য তার কাছে নেই। এরপ...
21/01/2025

*কোনো হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয় যে-দেবী সরস্বতী কে ? বলবে, "জ্ঞানের দেবী","বিদ্যার দেবী"।আরকোনো তথ্য তার কাছে নেই। এরপর হয়তো দু’চার জন হিন্দু বলবে যে, সরস্বতী ব্রহ্মার স্ত্রী; কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মার স্ত্রী বলে কিছু নেই বা কিছু হয় না। তাহলে-
*দেবী সরস্বতী কে ?

পরমব্রহ্ম বা ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা আর ব্রহ্মার নারী শক্তির নাম সরস্বতী; এর মানে হলো সরস্বতীই ব্রহ্মা, আর ব্রহ্মা মানেই পরমব্রহ্ম বা ঈশ্বর, অর্থাৎ সরস্বতীই পরমেশ্বর বা ঈশ্বর।
অনেকেই সরস্বতীকে ছোটো দেবী হিসেবে মনে করে, প্রকৃতপক্ষে দেব-দেবীদের মধ্যে ছোট বা বড় বলে কিছু নেই, সব দেব-দেবী ই সমান; সুতরাং সরস্বতী, ঈশ্বরেরই একটা রূপের নাম এবং স্ত্রীলিঙ্গে স্বয়ং ঈশ্বরীরূপে সরস্বতীই পরমব্রহ্ম বা ঈশ্বর।

*সরস্বতীর গায়ের রং সাদা কেনো?

দেবী সরস্বতীর শুভ্রমূর্তি নিষ্কলুষ চরিত্রের প্রতীক; এটা এই শিক্ষা দেয় যে, প্রত্যেক ছেলে মেয়েকে হতে হবে নিষ্কলুষ নির্মল চরিত্রের অধিকারী; যে ছেলে মেয়ে বাল্যকাল থেকে নিজেকে নিষ্কলুষ রাখার চেষ্টা করবে, সে যে সারাজীবন তার সকল কর্ম ও চিন্তায় নিজেকে নিষ্কলুষ রাখতে পারবে, তাতে তো আর কোনো সন্দেহ নেই।

*সরস্বতীর সাথে রাজহাঁস থাকে কেনো ?
রাজহাসেঁর মধ্যে এমন ক্ষমতা আছে যে, এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে।সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা, সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে, রাজহাসেঁর এই তথ্য শিক্ষার্থীদেরকে এই শিক্ষা দেয় যে, সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মধ্যে থেকে তোমাদেরকে শুধু ভালোটুকু শুষে নিতে হবে।

*সরস্বতীর হাতে বীণা থাকে কেনো ?
এর কারণ হচ্ছে-হিন্দু ধর্ম হলো নাচ, গান সমৃদ্ধ শিল্পকলার ধর্ম; যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। কারণ, প্রত্যেক ছেলে মেয়েই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহন করে। প্রকৃতির ধর্ম হিসেবে হিন্দুধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে, এই কারণেই দেবী সরস্বতীর হাতের বীণা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক।
আর এটা সুধীজন স্বীকৃত যে, যারা- নাচ, গান, কবিতা লেখা বা নাট্যচর্চার মতো শিল্পকলার সাথে জড়িত, তারা সাধারণত কখনো মিথ্যাও বলে না; চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো দূরের ব্যাপার।

*সরস্বতীর হাতে পুস্তক থাকে কেনাো ?
পুস্তক হলো "জ্ঞানের ভাণ্ডার" বা জ্ঞানের বাস হলো পুস্তকে। যেহেতু সরস্বতী হলো জ্ঞানের দেবী, তাই তাঁর হাতে থাকে পুস্তক বা পূজায় পাঠ্যপুস্তক দিতে হয়। পৃথিবীতে হিন্দুরাই একমাত্র জাতি যারা জ্ঞানার্জনের জন্য পূজা প্রার্থনা করে। একারণেই হিন্দুরা একটি জ্ঞান পিপাসু এবং জ্ঞান সমৃদ্ধ জাতি।
*সরস্বতীর দুই হাত না চার হাত ?
বর্তমানে দেবী সরস্বতীকে দুই হাত বিশিষ্ট দেখা গেলেও দেবী সরস্বতীর মূল মূর্তি আসলে চার হাত বিশিষ্ট। সরস্বতীর মূল থিমের সাথে এই চার হাত ই মানানসই; কারণ হলো- পড়াশুনার পাশাপাশি কেউ যদি নাচ গান বা অন্য যে কোনো শিল্পকলায় এক্সপার্ট হতে চায়, তাকে দুই হাতের শক্তি ও ব্যস্ততা নিয়ে কাজ করলে চলবে না, তাকে চার হাতের শক্তি ও ব্যস্ততা নিয়ে কাজ করত হবে।

*সরস্বতীর আসন রাজহাঁস নাকি পদ্মফুল ?
অনেক কাঠামোতে দেখা যায়, সরস্বতী দেবী হাঁসের উপর বসে আছে আবার কোনো কাঠামোয় দেখা যায় পদ্মফুলের উপর। পদ্মফুলের উপর সরস্বতীর আসন ই সঠিক আসন। এর কারণ- পূর্ণ প্রস্ফুটিত পদ্মফুল হলো সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক।অর্থাৎ ফুলের বিকাশের সাথে মানুষের জীবনের বিকাশকে তুলনা করা হয়েছে। পূর্ণ বিকশিত একটি পদ্মফুলের উপর সরস্বতীর বসে থাকার মানে হলো- সরস্বতীর আদর্শকে লালন করে নিজের জীবনকে বিকশিত করতে পারলে সেই জীবনও ফুলের মতোই পবিত্র, সুন্দর, বিকশিত ও সমৃদ্ধ হবে।

*সরস্বতী কেনো মাতৃ মূর্তি ?
স্বয়ং ঈশ্বর হলেও সরস্বতী নারী মূর্তি অর্থাৎ মাতৃমূর্তি।এর কারণ হলো- পিতার চেয়ে মায়ের কাছে কোনো কথা বলা সহজ বা কোনো কিছু চাওয়া সহজ। সরস্বতীর পূজারীরা যেহেতু সাধারণভাবে শিশু বা বালক-বালিকা অর্থাৎ শিক্ষার্থী, তাই তারা যাতে সহজে নিজের মনের কথা নিজের মনের আকুতি, দেবী মায়ের কাছে জানাতে পারে, এজন্যই সরস্বতীকে কল্পনা করা হয়েছে মাতৃরূপে।

সরস্বতী পূজার শুভেচ্ছা রইল সকলের প্রতি।

মাসিক শ্রীগৌরবাণী
21/01/2025

মাসিক শ্রীগৌরবাণী

প্রবীণ রাজনৈতিক,সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাবু অপূর্ব কান্তি ধর এঁর মৃত্যু তে    ---- মাসিক শ্রী গৌরবাণী  পক্ষ থেক...
03/09/2024

প্রবীণ রাজনৈতিক,সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাবু অপূর্ব কান্তি ধর এঁর মৃত্যু তে ---- মাসিক শ্রী গৌরবাণী পক্ষ থেকে -গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি ।।

16/05/2024

মাসিক গৌরবানী পত্রিকার গ্রাহক ও এজেন্ট যারা বকেয়া বিল আছে তাদের কাছে অনুরোধ বিল পরিশোধ করুন।
০১৮৪২৯৭১৩১০
এই বিকাশ নম্বরে।

15/05/2024

আমার আই ডি টা এক বছর পর ফিরে পেলাম! কি আনন্দ!

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের রবিনসভিলেতে “স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির”-এর উদ্বো...
09/10/2023

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের রবিনসভিলেতে “স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির”-এর উদ্বোধন হবে আজ। এই রাজকীয় মন্দির উৎসর্গ করা হয়েছে স্বামীনারায়ণকে। উনবিংশ শতকের এই মহাপুরুষ ছিলেন প্রমুখ স্বামী মহারাজের আধ্যাত্মিক উত্তরসুরি। এই মন্দির ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত ১২ বছর ধরে নির্মাণ হয়েছে।
১৮৩ একর জমি জুড়ে তৈরি এই মন্দিরে রয়েছে ১০ হাজারটি মূর্তি ও শিল্পকীর্তি। এতে রয়েছে প্রাচীন ভারতের নানান মূর্তির আদলে তৈরি শিল্পসজ্জা, নক্সা। এই মন্দিরে রয়েছে ৯ টি চূড়া।
BANGLADESH HINDU RELEGIOUS WELFARE ORGANIZATION OF NEW JERSEY (BHRWO NJ)

05/10/2023

Address

Moulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gourbani Newsmoulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gourbani Newsmoulvibazar:

Share