14/11/2025
সবুজ মাটির বুকে যে স্বপ্ন বপন করে তরণ্যের হাত, সেই স্বপ্নই একদিন হয়ে ওঠে জাতির অর্থনীতির নতুন প্রভাত। ধানের শীষ দোলে, মাটির গন্ধে জাগে আগামী দিনের আশা,যে আশায় কৃষকের ঘামে রচিত হয় স্বাধীনতার ভাষা।
তরুণ কৃষি আজ শুধু পেশা নয়, এটি নবযুগের জাগরণ,
টেকসই প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে খামার, বদলাচ্ছে জীবনধারণ।উদ্ভাবনের পথে হাঁটছে নতুন প্রজন্ম, মাটির শক্তিই হয়ে উঠছে উন্নতির আসন্ন সঙ্গম।
সবুজ ভবিষ্যৎ মানে শুধু আরো ফসল নয়, বরং প্রতিটি তরণ্যের মনে নতুন সম্ভাবনার আলোয় ভরা জয়।যেখানে আইডিয়া জন্ম দেয় পরিবর্তনের,আর কৃষির প্রতিটি উদ্যোগ খুলে দেয় সমৃদ্ধির দরজার অধিকার।কৃষি শুধু জমিতে বীজ ছড়ানো নয়,এটি উদ্ভাবনী চিন্তার অস্ত্র, প্রযুক্তির আলোয় ভবিষ্যৎ গড়ার নতুন পরিচয়।
BARC-এর সেমিনার রুমে আজ জড়ো হবে যারা, তারা শুধু অংশগ্রহণকারী নয়, তারা আগামী উন্নয়নের রাখালসোনা।
১৫ নভেম্বর বিকেল তিনটায় শুরু হবে যে যাত্রা, তা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি কৃষি বিপ্লবের প্রতিশ্রুতিময় পথচলা।
তরুণ উদ্যোগের শক্তি, প্রযুক্তির সম্ভাবনা আর সবুজ স্বপ্নের মিলনে।জেগে উঠবে নতুন অর্থনীতি, নতুন বাংলাদেশ।
আজকের তারুণ্যই আগামী দিনের কৃষি-নবযুগের স্থপতিতারা লিখবে সময়ের খাতায় টেকসই উন্নয়নের নতুন গল্প, মাটি, মন আর মমতায় গড়া অনন্ত শক্তির কবিতা।
Mohammed Saifur Rahman