সাইফুর রাজা

সাইফুর রাজা আওয়ামী লীগ CDI,
হা*সি*না চু*দি
মুজিবের দা-লা*লদের CDI

ভাষাহীন এই নির্বাক চোখ চোখ আর কতোদিন? নীল অভিমানে পুড়ে একা আর কতোটা জীবন?
আরো কিছুদিন, আরো কিছুদিন- আর কতোদিন?
ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে?
কতো আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়?

✊❤️  #শাপলাকলি
20/11/2025

✊❤️ #শাপলাকলি

আলহামদুলিল্লাহ
17/11/2025

আলহামদুলিল্লাহ

বিনম্র শ্রদ্ধা- আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃ''ত্যুবার্ষিকী।
16/11/2025

বিনম্র শ্রদ্ধা-
আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃ''ত্যুবার্ষিকী।

সবুজ মাটির বুকে যে স্বপ্ন বপন করে তরণ্যের হাত, সেই স্বপ্নই একদিন হয়ে ওঠে জাতির অর্থনীতির নতুন প্রভাত। ধানের শীষ দোলে, মা...
14/11/2025

সবুজ মাটির বুকে যে স্বপ্ন বপন করে তরণ্যের হাত, সেই স্বপ্নই একদিন হয়ে ওঠে জাতির অর্থনীতির নতুন প্রভাত। ধানের শীষ দোলে, মাটির গন্ধে জাগে আগামী দিনের আশা,যে আশায় কৃষকের ঘামে রচিত হয় স্বাধীনতার ভাষা।

তরুণ কৃষি আজ শুধু পেশা নয়, এটি নবযুগের জাগরণ,
টেকসই প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে খামার, বদলাচ্ছে জীবনধারণ।উদ্ভাবনের পথে হাঁটছে নতুন প্রজন্ম, মাটির শক্তিই হয়ে উঠছে উন্নতির আসন্ন সঙ্গম।
সবুজ ভবিষ্যৎ মানে শুধু আরো ফসল নয়, বরং প্রতিটি তরণ্যের মনে নতুন সম্ভাবনার আলোয় ভরা জয়।যেখানে আইডিয়া জন্ম দেয় পরিবর্তনের,আর কৃষির প্রতিটি উদ্যোগ খুলে দেয় সমৃদ্ধির দরজার অধিকার।কৃষি শুধু জমিতে বীজ ছড়ানো নয়,এটি উদ্ভাবনী চিন্তার অস্ত্র, প্রযুক্তির আলোয় ভবিষ্যৎ গড়ার নতুন পরিচয়।

BARC-এর সেমিনার রুমে আজ জড়ো হবে যারা, তারা শুধু অংশগ্রহণকারী নয়, তারা আগামী উন্নয়নের রাখালসোনা।
১৫ নভেম্বর বিকেল তিনটায় শুরু হবে যে যাত্রা, তা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি কৃষি বিপ্লবের প্রতিশ্রুতিময় পথচলা।
তরুণ উদ্যোগের শক্তি, প্রযুক্তির সম্ভাবনা আর সবুজ স্বপ্নের মিলনে।জেগে উঠবে নতুন অর্থনীতি, নতুন বাংলাদেশ।
আজকের তারুণ্যই আগামী দিনের কৃষি-নবযুগের স্থপতিতারা লিখবে সময়ের খাতায় টেকসই উন্নয়নের নতুন গল্প, মাটি, মন আর মমতায় গড়া অনন্ত শক্তির কবিতা।

Mohammed Saifur Rahman

নতুন বাংলাদেশে বিনির্মানে - শাপলা কলির সাথে থাকুন
08/11/2025

নতুন বাংলাদেশে বিনির্মানে -
শাপলা কলির সাথে থাকুন

05/11/2025

আহমেদ রিয়াজ,
আওয়ামী*লীগের দা*লাল
ভালা অইযা-
নাহলে তুই যে কতো বড় বাটপার সব কিছ ভাইরাল অইযাইবো

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি 🇧🇩আজ ২৯ নভেম্বর, মহান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট ...
29/10/2025

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি 🇧🇩

আজ ২৯ নভেম্বর, মহান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মদিন।
১৯৪১ সালের এই দিনে নোয়াখালী জেলায় জন্ম নেওয়া এই বীর সন্তান দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।

স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দিতে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। সেই সাহসিক অভিযানে তিনি শহীদ হন—কিন্তু তাঁর আত্মত্যাগ চিরদিনের জন্য অম্লান হয়ে আছে আমাদের ইতিহাসে।

🇧🇩 সালাম জানাই বীরের আত্মাকে।
তোমার ত্যাগে আমরা স্বাধীন, তোমার নাম চির অমর! ✈️🕊️
#বীরশ্রেষ্ঠ #মতিউররহমান #শ্রদ্ধাঞ্জলি

28/10/2025

..

Address

950
Moulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when সাইফুর রাজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাইফুর রাজা:

Share