12/02/2025
অনেকেই আমরা চৌষট্টি মোহন্তের কথা শুনেছি। কিন্তু তাঁদের নাম জানিনা। যাঁরা চৌষট্টি মোহন্ত ছিলেন, তাঁদের নামসমুহ আমরা ভক্তিময় চিত্তে স্মরণ করার চেষ্টা করছিঃ-
=====================================
পঞ্চ তত্ত্ব:- ৫, জন।
=====================================
১/ শ্রীমন্নহাপ্রভু।
২/ শ্রীনিত্যানন্দ প্রভু।
৩/ শ্রী অদ্বৈত আচার্য।
৪/ শ্রীগদাধর পণ্ডিত।
৫/ শ্রীবাস পণ্ডিত।
=====================================
অষ্ট গোস্বামী:- ৮, জন।
=====================================
১/ শ্রীরুপ গোস্বামী।
২/ শ্রীসনাতন গোস্বামী।
৩/ শ্রীরঘুনাথ দাস গোস্বামী।
৪/ শ্রীরঘুনাথ ভট্র গোস্বামী।
৫/ শ্রীগোপালভট্র গোস্বামী।
৬/ শ্রীজীব গোস্বামী।
৭/ শ্রীলোকনাথ গোস্বামী।
৮/ শ্রীভূগর্ভ গোস্বামী।
=====================================
দ্বাদশ গোপাল:- ১২, জন।
=====================================
১/ অভিরাম ঠাকুর।
২/ সোন্দরানন্দ ঠাকুর।
৩/ ধনঞ্জয় পণ্ডিত।
৪/ গোরীদাস পণ্ডিত।
৫/ উদ্ধারণ দত্ত।
৬/ খোলাবেচা শ্রীধর।
৭/ কালাকৃষ্ণ দাস।
৮/ পরমেশ্বর দাস।
৯/ পুরুষোত্তম দাস।
১০/ নাগর পুরুষোত্তম দাস।
১১/ কমলাকর পিপ্পলাই।
১২/ মহেশ পণ্ডিত।
=====================================
গুরুবর্গ সপ্তম ভারতী:- ৭, জন।
=====================================
১/ কেশব ভারতী।
২/ ব্রহ্মানন্দ ভারতী।
৩/ বলরাম ভারতী।
৪/ রামানন্দ ভারতী।
৫/ বল্লভ ভারতী।
৬/ যদুনন্দন ভারতী।
৭/ শ্যামানন্দ ভারতী।
=====================================
গুরুবর্গ দশম পুরী:- ১০, জন।
=====================================
১/ মাধবেন্দ্র পুরী।
২/ ঈশ্বর পুরী।
৩/ পরমানন্দ পুরী।
৪/ বিষ্ণু পুরী।
৫/ রঘুনাথ পুরী।
৬/ কৃষ্ণানন্দ পুরী।
৭/ নৃসিংহানন্দ পুরী।
৮/ সুখানন্দ পুরী।
৯/ অনন্ত পুরী।
১০/ রামচন্দ্র পুরী।
=====================================
অষ্ট প্রধান মহোন্ত:- ৮, জন।
=====================================
১/ স্বরুপ দামোদর।
২/ রায় রামানন্দ।
৩/ সেন শিবানন্দ।
৪/ রামানন্দ বসু।
৫/ মাধব ঘোষ।
৬/ গোবিন্দানন্দ ঠাকুর।
৭/ গোবিন্দ ঘোষ।
৮/ বাসুদেব ঘোষ।
=====================================
ছয় চক্রবর্ত্তী:- ৬, জন।
=====================================
১/ শ্রীবাস।
২/ গোকুলানন্দ।
৩/ শ্যামদাস।
৪/শ্রীদাস।
৫/ গোবিন্দ।
৬/ রামচরণ।
=====================================
অষ্ট কবিরাজ:- ৮, জন।
=====================================
১/ রামচন্দ্র।
২/গোবিন্দ।
৩/ কর্ণপুর।
৪/ নৃসিংহ।
৫/ভগবান।
৬/বল্লভ দাস।
৭/ গোপীরমণ।
৮/ গোকুল।
=====================================
এছাড়া আরো আছে আবেশ বা শক্ত্যাবেশ অবতার ভগবানের নিত্য পার্ষদঃ- ৪, জন।
=====================================
১/ নরোত্তম দাস ঠাকুর।
২/ হরিদাস ঠাকুর।
৩/ শ্যামানন্দ দাস।
৪/ শ্রী নিবাস আচার্য্য।
=====================================
ভুল ক্রুটি ক্ষমা করবেন।
হরে কৃষ্ণ 🙏🏼