Journalist/Reporter & Literary man

Journalist/Reporter & Literary man Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journalist/Reporter & Literary man, Magazine, কুলাউড়া, Moulvi Bazar.

আমি বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি সংবাদমাধ্যমে পেশাগতভাবে নিয়োজিত নই। তবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সত্য ও কল্যাণকর সংবাদ প্রচারে ব্যক্তিগতভাবে সক্রিয় আছি। ইনশা আল্লাহ, ভবিষ্যতে আবার পেশাগতভাবে সংবাদমাধ্যমে যুক্ত হওয়ার ইচ্ছা ও চেষ্টা রয়েছে।

♦ ১৫ আগস্ট থেকে বন্ধ হয়ে যাবে যেই ৬৭ লক্ষ সিম।♦ মোবাইল সিম ব্যবহারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নি...
11/08/2025

♦ ১৫ আগস্ট থেকে বন্ধ হয়ে যাবে যেই ৬৭ লক্ষ সিম।

♦ মোবাইল সিম ব্যবহারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

♦ সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে।

♦ যাদের নামে অতিরিক্ত সিম রয়েছে সেগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
♦ নতুন এই সিদ্ধান্ত আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। ফলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে।

♦ সম্প্রতি সিম জালি'য়াতি, অপ'রাধমূলক কর্মকাণ্ড ও ভু'য়া নিবন্ধনের মাধ্যমে প্র'তারণা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

♦ জানা গেছে, যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের একটি তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে।

♦ অপারেটররা ওই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে, কোন ১০টি সিম তারা রাখতে চান।

♦ এ ছাড়া সিম বাছাইয়ের ক্ষেত্রে যেসব নম্বর থেকে বেশি কল বা ডেটা ব্যবহৃত হয় এবং যেগুলো মোবাইল ফিন্যান্সিয়ালসার্ভিসের (যেমন বিকাশ, নগদ, রকেট) সঙ্গে যুক্ত সেগুলো অগ্রাধিকার পাবে।

♦ আগামী ১৫ জুলাই অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেবে বিটিআরসি।

♦ উল্লেখ্য, বর্তমানে দেশে নিবন্ধিত প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ গ্রাহকের নামে, আর ১১ থেকে ১৫টি সিম ব্যবহার করছেন মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ গ্রাহক।

কপি পোস্ট
Journalist/Reporter & Literary man #10

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুততম সময়ের মাঝে বডিক্যাম ক্রয় এবং পুলিশ স...
10/08/2025

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুততম সময়ের মাঝে বডিক্যাম ক্রয় এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(এডমিন) কপি পোস্ট সম্মানিত উপদেষ্টা আসিফ ভাইয়ের টাইম লাইন হতে


হ্যাশট্যাগ :











#বাংলাদেশ
#ভোটনিরাপত্তা
#আইনশৃঙ্খলা
#ইলেকশন২০২৫
#বডিক্যাম

*Post (English):*
The interim government is purchasing 40,000 body cameras to ensure security at polling stations. Authorities are working swiftly to procure the devices and train police personnel accordingly.
(Credit: Admin | Copy post from respected advisor Asif Bhai's timeline)

*Hashtags:*














ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুততম সময়ের মাঝে বডিক্যাম ক্রয় এবং পুলিশ স...
10/08/2025

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুততম সময়ের মাঝে বডিক্যাম ক্রয় এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(এডমিন) কপি পোস্ট সম্মানিত উপদেষ্টা আসিফ ভাইয়ের টাইম লাইন হতে।

01/08/2025

🕋 *আল্লাহ দোয়া কবুল করেন কখন?*

*🔹 আল্লাহ বলেন:*
_"তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিবো"_
— *সূরা গাফির: ৬০*

📌 *রাসূল ﷺ বলেন:*
_"তোমরা যখন দোয়া করো, তখন মনে রাখো — আল্লাহ নিশ্চয় কবুল করবেন।"_
— *সহিহ মুসলিম: ২৬৭৯*

---🕰️ *দোয়া কবুলের সময়গুলো:*
✅ শেষ রাত (তাহাজ্জুদের সময়)
✅ জুমার দিন শেষ মুহূর্ত
✅ ইফতারের সময়
✅ বৃষ্টির সময়
✅ আজান ও ইকামতের মাঝখানে
✅ সিজদার সময়
✅ মজলুমের দোয়া

---

💠 *দোয়ার তিনটি রূপ:*
১. যা চাই তা-ই কবুল হয়
২. বিপদ দূর করে দেওয়া হয়
৩. আখিরাতে সঞ্চয় করে রাখা হয়
— *(মুসনাদ আহমাদ: ১১১৩৩)*

---

📎 *যেভাবে দোয়া করবো:*
✔️ আন্তরিকভাবে
✔️ পূর্ণ আস্থা নিয়ে
✔️ গুনাহের দোয়া না করে
✔️ হালাল রিজিক খেয়ে
✔️ বারবার চাওয়া

---

🤲 *শেষ কথা:*
তুমি চাও, আল্লাহ জানেন কখন দেবেন।
দোয়া কখনোই বৃথা যায় না।
*বিশ্বাস রেখো, আল্লাহ আছেন।*

—🌙
* #দোয়া #ইসলাম #আখিরাত #আলহামদুলিল্লাহ*

---

🔰*English version*🔰

🕋 *When Does Allah Accept Duas (Supplications)?*

🔹 *Allah says:*
_"Call upon Me; I will respond to you."_
— *Surah Ghafir: 60*

📌 *The Prophet ﷺ said:*
_"When you make du'a, believe with certainty that Allah will respond."_
— *Sahih Muslim: 2679*

---

🕰️ *Best Times for Du'a to Be Accepted:*
✅ Late night (Tahajjud time)
✅ Last moments of Friday (Jumu'ah)
✅ At the time of Iftar
✅ When it rains
✅ Between Adhan and Iqamah
✅ During Sujood (prostration)
✅ Du’a of the oppressed

---

💠 *Three Ways Allah Responds to Du’a:*
1. Grants what you ask for
2. Removes a calamity
3. Stores it for you in the Hereafter
— *(Musnad Ahmad: 11133)*

---

📎 *How to Make Du'a:*
✔️ With sincerity
✔️ With full conviction
✔️ Without asking for sin
✔️ While consuming halal
✔️ Repeatedly and humbly

---

🤲 *Final Words:*
You ask — Allah knows when to give.
Du’a is never wasted.
*Keep your faith — Allah is withyou.*

🌙 Journalist/Reporter & Literary man
* *

---

22/07/2025

⛓️ রক্ত নেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া জরুরি—

আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল,

কারণ কিছু মানুষের শরীরে থাকতে পারে মাদক, জুয়া বা অনৈতিক জীবনের প্রভাব; যা রক্তে রোগ বা অতিরিক্ত হরমোনের মাধ্যমে অন্যের শরীরেও ক্ষতি করতে পারে।

*আমি রক্ত দিতে প্রস্তুত ইনশা আল্লাহ।*
📍বর্তমানে অবস্থান: মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলা।

🩸 *রক্তের গ্রুপ:* B+ (বি পজিটিভ)
📱 *হোয়াটসঅ্যাপ:* 01729134138 (সিম বন্ধ, তাই শুধু WhatsApp এ নক করুন)

*অনুরোধ:*
নক করার সময় আপনার বিস্তারিত তথ্য ও রক্তের প্রয়োজনের কারণ লিখে রাখবেন, যেন দ্রুত বুঝতে পারি।

আল্লাহ সবাইকে হিফাজত করুন 🤲


゚ Journalist/Reporter & Literary man

আগামীকাল থেকে রক্ত দেওয়া শুরু হতে পারে। তাই যারা র*ক্ত দিতে আগ্রহি আগামীকাল আসেন
21/07/2025

আগামীকাল থেকে রক্ত দেওয়া শুরু হতে পারে।

তাই যারা র*ক্ত দিতে আগ্রহি আগামীকাল আসেন

21/07/2025

Assalamu ali k*m / Adav

নিউজ রিয়েল কিনা জাতাতে পারেন      Journalist/Reporter & Literary man
21/07/2025

নিউজ রিয়েল কিনা জাতাতে পারেন
Journalist/Reporter & Literary man

21/07/2025
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান  দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি স্বপ্ন পরি...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি স্বপ্ন পরিবার গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং যারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের পাশে থাকতে ঢাকা শহরের সকল স্বপ্ন সুপারশপের ৫০০-এর অধিক স্বপ্নযোদ্ধা রক্তদানে প্রস্তুত।

প্রয়োজনে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো:
০১৭৩০০২৪৪৪৬
০১৭৫৫৬৩৪৬৮৩
অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট
এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)

Address

কুলাউড়া
Moulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journalist/Reporter & Literary man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category