BDNews.com

BDNews.com Azhar shop.com is the best online market place.

bdnews.com হল বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি, যা ব্রেকিং নিউজ প্রদান করে, নির্ভরযোগ্য খবর, অন্তর্দৃষ্টিপূর্ণ মন্তব্য এবং এক্সক্লুসিভ রিপোর্টের জন্য আমাদের ফলো করুন। সচেতন থাকুন, bdnews.com এর সাথেই থাকুন। Here you can find fashionable women's, men's and children's favorite items at affordable prices and other essential products are also available at azhar shop.com at affordable prices.

https://tinyurl.com/4cj2vrae
31/01/2025

https://tinyurl.com/4cj2vrae

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতালসহ যেকোনো ধরনের প্রোগ্রাম মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে ....

https://tinyurl.com/mk69j67h
31/01/2025

https://tinyurl.com/mk69j67h

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং দলের নেতাকর্মীদের দ্রু.....

https://tinyurl.com/5dmh7p7k
24/01/2025

https://tinyurl.com/5dmh7p7k

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে কদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে। একটি স্বার্...

https://tinyurl.com/2kftc57s
13/12/2024

https://tinyurl.com/2kftc57s

দেশের আলু বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। শুক্রবার দুপুরে আল...

https://tinyurl.com/ywnd6zxm
13/12/2024

https://tinyurl.com/ywnd6zxm

১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ও ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’— আমাদের জাতীয় জীবনে এ দুটি দিবসের গুরুত্ব ও তা.....

https://tinyurl.com/ds8sm5s2
15/11/2024

https://tinyurl.com/ds8sm5s2

‘সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের মন্তব্যের প্রয়োজন নেই’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ব...

🫱পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ!🫲কফান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচা...
08/11/2024

🫱পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ!🫲
কফান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় দুইজনকে হাস্যজ্বল দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের দুইজনের সাক্ষাতের একটি ছবি দিয়ে লেখেন, আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ। জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করা পিনাকী ভট্টাচার্য বেশ কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করছেন।তিনি নানা বিষয়ে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন। বর্তমানে তিনি রাজনৈতিক নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

NID : ঘরে বসেই এনআইডি সেবা মিলবে যেভাবেএনআইডি উইংয়ের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd) গিয়ে অনলাইনে এই সেবা পাওয়া...
08/11/2024

NID : ঘরে বসেই এনআইডি সেবা মিলবে যেভাবে
এনআইডি উইংয়ের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd) গিয়ে অনলাইনে এই সেবা পাওয়া যাবে। এই ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি), জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন এবং নতুন ভোটার নিবন্ধন করা যাবে।

এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর

মোবাইল ফোনের মাধ্যমে এনআইডি নম্বর পেতে হলে প্রথমে nid লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাবেন ভোটার।

নতুনদের এনআইডি কপি সংগ্রহ

সর্বশেষ হালনাগাদ করা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ভোটারের মধ্যে যারা কার্ড পাননি, তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন।
এনআইডি নম্বর পেতে হলে

যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তারা (https://services.nidw.gov.bd) ওয়েবসাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে এনআইডি নম্বর লিংকে ফরম নম্বর ও DOB (Date of Birth) দিলে এনআইডি নম্বর পাবেন।

নতুন ভোটারদের অনলাইনে এনআইডি পেতে চাইলে

যারা এনআইডি নম্বর পেয়েছেন তারা (https://services.nidw.gov.bd) ওয়েবসাইটে তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে পারবেন। লগইনের পর আবেদনকারী তার ফরমের এন্ট্রি করা সকল ডাটা দেখতে পাবেন। রেজিস্ট্রেশন করা ব্যক্তি যদি আগে কার্ড না পেয়ে থাকেন, তিনি এনআইডি ডাউনলোড করতে পারবেন।

ওষুধ কিনতে গলায় গুলি নিয়েই টিউশনি করছেন শাহীনফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গলায় গুলিবিদ্ধ হয়েছিলেন মাদরাসা...
08/11/2024

ওষুধ কিনতে গলায় গুলি নিয়েই টিউশনি করছেন শাহীন
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গলায় গুলিবিদ্ধ হয়েছিলেন মাদরাসাছাত্র আবুল হাসান শাহীন। বিভিন্ন হাসপাতালে ঘুরে আর্থিক সংকটে ও উন্নত চিকিৎসার অভাবে বের করা যায়নি সেই গুলি।

অন্যদিকে ছাত্র আন্দোলনের তিন মাস অতিবাহিত হলেও আহতদের তালিকায় নাম না থাকায় মেলেনি কোনো সরকারি-বেসরকারি সহায়তাও। এ অবস্থায় পড়ালেখার পাশাপাশি টিউশনি করে ওষুধ কিনে কোনোভাবে নিজের চিকিৎসা চালাতে হচ্ছে তাকে।

কিন্তু তাতেও হিমশিম খাচ্ছেন দরিদ্র পরিবারের এই সন্তান।
২১ বছরের আবুল হাসান শাহীন ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের ফল বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ী এনায়েত উল্যাহর ছেলে।

ফেনী আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী শাহীন গলায় গুলি নিয়েই পরীক্ষায় অংশ নিয়েছেন।

Address

Moulvibazar
Moulvibazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when BDNews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDNews.com:

Share