Barlekha Upazila Pressclub.

Barlekha Upazila Pressclub. News Media.

কীর্তিমানের প্রস্থান নেই"গণমানুষের কিংবদন্তী নেতা কাগজে নয় মানুষের হৃদয়ে সমাসীন" বড়লেখা পৌর পরিষদের সিদ্ধান্ত ও রেজুলেশন...
13/02/2024

কীর্তিমানের প্রস্থান নেই"
গণমানুষের কিংবদন্তী নেতা কাগজে নয় মানুষের হৃদয়ে সমাসীন"
বড়লেখা পৌর পরিষদের সিদ্ধান্ত ও রেজুলেশনে অন্তর্ভুক্তিকৃত (২০১৬) বড়লেখা পৌরসভা ও ইউনিয়নের অন্তর্ভুক্ত হাজীগন্জ বাজার হইতে সাতকরাকান্দি রাস্তাটির নামকরণ অবিলম্বে
"মোঃ শাহাব উদ্দিন সড়ক" করা হোক। পৌরবাসীর দাবী।
🌹
জেহিন সিদ্দিকী

শুভ উদ্বোধন🇧🇩ইনশাআল্লাহ বড়লেখাবাসীর যেকোন পারিবারিক, সামাজিক,রাজনৈতিক অনুষ্ঠানের সুন্দর, সাবলীল,আনন্দদায়ক ব্যবস্থা নিয়ে ...
11/02/2024

শুভ উদ্বোধন
🇧🇩
ইনশাআল্লাহ বড়লেখাবাসীর যেকোন পারিবারিক, সামাজিক,রাজনৈতিক অনুষ্ঠানের সুন্দর, সাবলীল,আনন্দদায়ক ব্যবস্থা নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারী '২০২৪, বুধবারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে.......................................
🌺জেলা পরিষদ অডিটোরিয়াম কাম
মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার"
স্থানঃ উপজেলা চত্তর, বড়লেখা 💚
ওইদিন সকাল ১১ঘটিকায় প্রতিষ্ঠাটির
শুভ উদ্বোধন করবেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান,প্রিয়নেতা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান।
🌿গনমানুষের বিনোদন ও অনুষ্ঠানাদির অত্যাধুনিক ও মানসম্মত সুবিধা সৃষ্টিতে আমরা স্বাক্ষর রাখতে চাই।
সকলের সহযোগিতা কামনা করছি।
-----------------------------🌹
জেহিন সিদ্দিকী
১১/০২/২০২৪

সুয়েব আহমদ আবারও বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাচ্ছেন যা আমাদের জন্য ইতিবাচক। বিগত স্থানীয় ও জা...
11/02/2024

সুয়েব আহমদ আবারও বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাচ্ছেন যা আমাদের জন্য ইতিবাচক। বিগত স্থানীয় ও জাতীয় নির্বাচনগুলোতে সুয়েব আহমদের ভূমিকা অনন্য। নিপুণ এই কৌশলী আগের জেলা পরিষদ,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনগুলোতে মাননীয় মন্ত্রী মহোদয়ের এবং দলের প্রার্থীদের পক্ষে বিজয় ছিনিয়ে আনার কারিগর" যা সকলেই স্বীকার করেন অনুভবও করেন । সকলেই নির্বাচনী বৈতরণী পাড়ি দিয়েছেন তাঁর উপর দায়িত্ব দিয়ে। আমার মনে হয় সকলেই ঋণী তাঁর কাছে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সঙ্গত কারণেই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁর পাশে দাঁড়াতে পারেননি। এবার সকলের সহযোগিতা করা সহজ হবে, সম্ভব হবে সুয়েব আহমদের নির্বাচনে তাঁকে সরাসরি সাহায্য করা। আসুন ব্যক্তিগত ইগোকে জলাঞ্জলী দিয়ে সুয়েব আহমদের পাশে দাঁড়াই অন্ততঃ ভারমুক্ত হওয়ার মানসে।
সকলের প্রতি শুভেচ্ছা রইলো।
💚
জেহিন সিদ্দিকী

সাধারন জনগনমুখি প্রয়োজনীয় উন্নয়নে প্রিয় বড়লেখার সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ" 🌹প্রিয় বড়লেখায় ট্রেন চালু হলে জনগন উপকৃত হবে, প...
16/01/2024

সাধারন জনগনমুখি প্রয়োজনীয় উন্নয়নে
প্রিয় বড়লেখার সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ"
🌹
প্রিয় বড়লেখায় ট্রেন চালু হলে জনগন উপকৃত হবে, প্রিয় বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন টেস্ট করার সুবিধা ও স্বাস্থ্য সেবার মানের উন্নতি হলে জনগণ উপকৃত হবে, প্রিয় বড়লেখায় বিআরটিসি বাস চালু হলে জনগন উপকৃত হবে,প্রিয় বড়লেখায় এলাকার চা বাগানগুলোয় উৎপাদিত চায়ের বিক্রয় কেন্দ্র তৈরী হলে জনগন উপকৃত হবে,প্রিয় বড়লেখায় মাছ চাষের জন্য সরকারি অথবা বেসরকারি হ্যাচারী স্থাপন হলে জনগন উপকৃত হবে,প্রিয় বড়লেখায় কৃষি জাতীয় পন্যবীজ সুলভ মুল্যে বিক্রয়ের সরকারী উদ্যোগ গৃহীত হলে জনগন উপকৃত হবে,প্রিয় বড়লেখায় ন্যায্যমুল্যে কৃষকের ধান ক্রয়ের উদ্দেশ্যে আরও সরকারী গুদাম তৈরী হলে জনগন উপকৃত হবে, সাতকরা,
আদা জামির,কাটা জামির, বাতাবীলেবু,কাঁগজীলেবু,জাড়া,কমলা,মাতু জামির ইত্যাদিকে এই এলাকার অথর্করী ফসল ঘোষণা করে এগুলোর উন্নত বীজ প্রাপ্তি এবং পরিচর্যার লক্ষ্যে সরকারী গবেষণাগার তৈরী হলে জনগন উপকৃত হবে, বোবারথল-ডিমাইর ব্যক্তি মালিকানাধীন ভূমি নামজারীর অধিকার পেলে জনগণ উপকৃত হবে, পাল্লাথল বর্ডারে দীর্ঘদিনের প্রস্তাবিত 'বর্ডার হাট চালু' হলে জনগণ উপকৃত হবে।
প্রিয় বড়লেখার উন্নয়নে স্মার্ট ও চৌকস পদক্ষেপের প্রয়োজন।
দেশ যেহেতু রাজনীতিবিদদের হাতে তাই আসুন আমরা যারা রাজনীতি করি আমার প্রিয় বড়লেখা আমাদের প্রানপ্রিয় এই জনপদের সম্ভাবনাময় উন্নয়নে সচেষ্ট হই। নিজের উন্নয়ন নয় নিজ এলাকা এবং সাধারণ মানুষের উন্নয়নই হোক আমাদের রাজনীতির মুল লক্ষ্য🇧🇩
🌿🌿🌿🌿🌿
জেহিন সিদ্দিকী ১৬/১২/২৩

With Respect, loveAnd best wishes for a better future 🇧🇩🌹Zahin Siddiqi.
08/01/2024

With Respect, love
And best wishes for a better future 🇧🇩
🌹Zahin Siddiqi.

হামিদুর রহমান শিপলুকে মৌলভীবাজার জেলা যুবলীগে সম্মানজনক অন্তর্ভুক্ত করা হোক।-------------------জেহিন সিদ্দিকী০১/০৯/২৩
01/09/2023

হামিদুর রহমান শিপলুকে মৌলভীবাজার জেলা যুবলীগে সম্মানজনক অন্তর্ভুক্ত করা হোক।
-------------------
জেহিন সিদ্দিকী
০১/০৯/২৩

Address

Hatbond, Barlekha
Moulvibazar
3250

Telephone

+8801720087087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barlekha Upazila Pressclub. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barlekha Upazila Pressclub.:

Share