Times Of Sylhet News

Times Of Sylhet News .news

15/07/2025

মায়ের ধর্ষকের মৃত্যু আর ও ভয়ংকর হওয়া উচিত ছিল,বহুল আলোচিত সোহাগ হত্যা মামলার আসামীরা অনুতপ্ত নয়।

গাছের সঙ্গে বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যবিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া...
07/07/2025

গাছের সঙ্গে বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলক কান্তি গুন জানান, নিহত যুবকের নাম হৃদয় মিয়া (ইয়াছিন)। তাঁর পিতার নাম লিটন মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম। হৃদয়ের পরিবার শ্রীমঙ্গল শহরতলির শাহীবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। তাঁদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

তবে লাশ উদ্ধারের পর তার পরিচয় অজ্ঞতা থাকলেও পরে স্থানীয়দের মধ্যে একজন, মোহাম্মদ আব্দুল হান্নান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি করেছেন, মৃত যুবকের নাম হৃদয়। তিনি লিখেছেন, হৃদয় শহরতলীর শাহীবাগ এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। মায়ের নাম হাসিনা। হৃদয় ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়।
সেই স্ট্যাটাস এর সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধারের পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

05/07/2025

আমরা মাদকাসক্ত ব্যক্তিদের বানাই সেলিব্রিটি আর তাদের কর্মকাণ্ড নিয়ে করি কতই না যুক্তিতর্ক , আবার রুচির পরিবর্তন হওয়া উচিত। মৌলভীবাজার আলোচিত টিকটকার মুন্না কান্ডের আসল ভিডিও

03/07/2025

সিলেটে পর্যটকের উপর হামলার তিব্র নিন্দা জানাই, অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা হোক।

প্রবাসী ও পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া না হলে অচিরেই সিলেট হারাবে তার সৌন্দর্য ,হারাবে পর্যটন শিল্পের বিশাল আয়ের উৎস।

28/06/2025

মৌলভীবাজারে নবী ও সাহাবিদের নিয়ে কটুক্তিকারী আইনজীবী গ্রেফতারের পর মামলা না নিয়ে মধ্যরাতে ছেড়ে দিল পুলিশ।

কাতারে পরিস্থিতি পুরোপুরি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। কাউকে আতংকিত না হতে অহবান জানিয়েছে পুলিশ। গুজবে কান দেবেন না, নিরাপদ...
23/06/2025

কাতারে পরিস্থিতি পুরোপুরি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। কাউকে আতংকিত না হতে অহবান জানিয়েছে পুলিশ। গুজবে কান দেবেন না, নিরাপদে থাকুন- সাবধানে থাকুন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। ...
20/06/2025

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। যারা বুঝতে পারছেন না এর মানে কী নিচে বিস্তারিতভাবে বলা হলো:

প্রথমত: এটি কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয়। এটি পূর্ণ ক্ষমতার হস্তান্তর। যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়া ছাড়াই। এটি ইরানি শাসনব্যবস্থায় একটি বড় কৌশলগত পরিবর্তন।

দ্বিতীয়ত: এই সিদ্ধান্ত ভবিষ্যতের ‘খামেনি-পরবর্তী’ সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে। অর্থাৎ, যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশ অচল হবে না। বিপ্লবী গার্ড নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে। ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না।

তৃতীয়ত: এর মানে হলো ইরান বর্তমানে “আধ্যাত্মিক সমর্থিত সামরিক শাসন” - এর মধ্যে প্রবেশ করছে। মানে অন্তত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে। বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনা বাহিনী নয়। তারা আপাতত শাসনক্ষমতার ভারও গ্রহণ করছে। এর ফলে ইসরায়েল, পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপসবিমুখ।

চতুর্থত: এই পদক্ষেপটি আপদকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে। মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে। তিনি এখন অতি সতর্ক৷ এটা সম্ভাব্য ‘সংস্কারপন্থীদের’ ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে। যারা মূলত পশ্চিমা ব্যাকড।

পঞ্চমত: বর্হিবিশ্বের (বিশেষত ইসরায়েল ও আমেরিকার) প্রতি স্পষ্ট বার্তা - “গাইড” বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না। বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে।

ষষ্ঠত: এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যেকোনো সামরিক অভিযানের তাৎক্ষণিকতা, তৎপরতা আর শুধু প্রতিক্রিয়া হবে না। বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে।

সপ্তমত: এখন ইরান একেবারে একটি “আধ্যাত্মিক-মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র”, যেখানে শাসকদের পোশাক খাকি, আবায়া নয় - অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত।

মূল বিষয় হলো, ইরান ঝড়ের আগে নিজের কার্ডগুলো নতুনভাবে সাজাচ্ছে। গোটা অঞ্চলকে এই ঘটনার তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে। কারণ এর মাধ্যমে পশ্চিম এশিয়ার দাবার বোর্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

18/06/2025

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।

--------------------------------------------[
“যখন ইরান ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮ টি বা ১০টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায়।

তার কারণগুলো—

১.

যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে:

ইরাকে অবস্থানরত আমেরিকান সেনা বাহিনী,

সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান (যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়),

এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো।

২.

যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়,
তাহলে তাকে থামাতে আসে—

জর্ডানের বিমানবাহিনী,

জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি,

এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান।

৩.

এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও,
তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা:

Arrow-3: ২০০০ কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।

Arrow-2: যদি তা ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম ১৫০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে।

৪.

এরপর রয়েছে David’s Sling,
যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে।

৫.

সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে,
তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে Iron Dome,
যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে।

এখন প্রশ্ন হতে পারে

পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়?

এবং মনে রাখতে হবে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে,
কিন্তু এগুলোকে প্রতিহত করতে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল।

হে আল্লাহ, ইরানকে গায়েবি সাহায্য দান করো।
আমিন, সুম্মা আমিন।

১ ঘন্টার ভিতরে হেবি এ্যা'টাক করবে ইরান। আজকের রাত ইসরা*য়েলের জন্য দীর্ঘ হবে।
14/06/2025

১ ঘন্টার ভিতরে হেবি এ্যা'টাক করবে ইরান। আজকের রাত ইসরা*য়েলের জন্য দীর্ঘ হবে।

12/06/2025

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার ভিডিও চিত্র ,১২/০৬/২০২৫ইং।

২৪২ জন যাত্রী ক্রু সহ সবাই নিহত হলে ও অলৌকিকভাবে বেচে গেছেন ১ যাত্রী।

এমন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা মানুষটা কতই না সৌভাগ্যবান! সকল নিহতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্...
12/06/2025

এমন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা মানুষটা কতই না সৌভাগ্যবান! সকল নিহতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বাংলাদেশ বিমানের সকল উড়োজাহাজের দেখভাল ও রক্ষণাবেক্ষণে অধিক যত্নশীল হবার আহবান জানাচ্ছি। আল্লাহ সবাইকে সহীসালামতে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করুক।

১১এ নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী...

Address

Moulvibazar
Moulvibazar

Alerts

Be the first to know and let us send you an email when Times Of Sylhet News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times Of Sylhet News:

Share