Shopno Shaj fashion

Shopno Shaj fashion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shopno Shaj fashion, Digital creator, Muhammadpur.

সবথেকে মূল্যবান কি জানেন.?"সময় আর সম্পর্ক", সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত, যে আপনার গুর...
06/07/2025

সবথেকে মূল্যবান কি জানেন.?
"সময় আর সম্পর্ক", সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত, যে আপনার গুরত্ব বোঝে.!

স্বামী জান: তুমি যে কোন বিষয়ে হুটহাট রেগে যাও কেন?আমি: আল্লাহ্ তায়ালা আপনার বুকের পাঁজরের বাঁকা হাড় দিয়ে আমাকে তৈরি ...
06/07/2025

স্বামী জান: তুমি যে কোন বিষয়ে হুটহাট রেগে যাও কেন?
আমি: আল্লাহ্ তায়ালা আপনার বুকের পাঁজরের বাঁকা হাড় দিয়ে আমাকে তৈরি করছেন সো একটু বাঁকা তো আমি হতেই পারি।
স্বামী জান: আচ্ছা কয়জন রে পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করছেন?(সাথে মুচকি হাসি)
আচ্ছা এইবার আপনারাই বলেন উনাকে কি বলা উচিৎ।এই কথার উপরে যদি আমি রেগে যাই তখন উনার একটাই কথা থাকে (তুমি রেগে গেলে কেন আমি আবার কি করলাম)

৮০% পুরুষ জানেই না বউ কেন রেগে যায়!আপনি ভাবছেন বাকি ২০% জানে?বাকি ২০% তো জানেই না যে তাদের বউ রেগে আছে..!এই ২০% এর মধ্যে...
05/07/2025

৮০% পুরুষ জানেই না বউ কেন রেগে যায়!
আপনি ভাবছেন বাকি ২০% জানে?
বাকি ২০% তো জানেই না যে তাদের বউ রেগে আছে..!
এই ২০% এর মধ্যে আমার একজন আছে।

স্বামী জানের আপ্যায়নে তার পচ্ছন্দের খাবার 🥰     ゚
05/07/2025

স্বামী জানের আপ্যায়নে তার পচ্ছন্দের খাবার 🥰

04/07/2025

আজ রাতেই সাহরি করে আগামী ৫ ও ৬ জুলাই বাংলাদেশের সময় অনুসারে মুহাররমের ৯ ও ১০ তারিখে দুইটি রোজা রাখুন। কেননা রাসূল (ﷺ) মুহাররমের ১০ তারিখে রোজা রাখার পাশাপাশি ৯ তারিখেও রোজা রাখার আকাঙ্ক্ষা করেছিলেন। কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূল (ﷺ) এর ইন্তিকাল হয়ে যায়। [বি.দ্র.— সহিহ মুসলিম : ১১৩৪]

যারা আপনায় ছাড়া ভালো থাকে, তাদের ভালো থাকতে দিন। তাদের বিরক্তের কারণ হতে যাবেন না। নিজের মতো থাকুন, ভালো থাকবেন। অন্যথায়...
04/07/2025

যারা আপনায় ছাড়া ভালো থাকে, তাদের ভালো থাকতে দিন। তাদের বিরক্তের কারণ হতে যাবেন না। নিজের মতো থাকুন, ভালো থাকবেন। অন্যথায় কষ্ট পাবেন।

My weakness🥹
04/07/2025

My weakness🥹

অনেক চিন্তা করে দেখলাম এই কন্টেন্ট বানানো জগতটা সবার জন্য না,আর যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হলো এই জগতটা আমার জন্য মোটে...
04/07/2025

অনেক চিন্তা করে দেখলাম এই কন্টেন্ট বানানো জগতটা সবার জন্য না,আর যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হলো এই জগতটা আমার জন্য মোটেও না।

আর সেটার কারণটা অনেক সাধারণ, এই যেমন এইসব ব্লগাররা জীবনের প্রতিটা মুহূর্ত ভিডিও করতে পারে সেটা যেমনই পরিস্থিতি হোকনা কেন।

যেমন কিছুদিন আছে ব্লগার শিশির ভাইয়ের বাবার কিছুদিন আগে হার্টের অপারেশন হয়েছে,তখন দেখলাম তারা প্রতিদিন টাইম টু টাইম ভিডিও দিচ্ছে প্রতিটা মোমেন্টের একটা সিন ও দেখি বাদ দেন না,পারলে অপারেশনের ভিডিও টাও করে দেন।

তাদের মত হাজার ব্লগারদের দেখেছি প্রতিটিদিন প্রতিটা মুহূর্তের ভিডিও শেয়ার করে।এমন ও দেখেছি বাচ্চা ব্যথা পেলেও আগে ভিডিও করে তারপর মেডিসিন দেয়।

আর আমার মত ব্লগার প্রতিদিন আর প্রতি মুহূর্তের ভিডিও টাইম মত দিতে পারি না তার কারণ,যদি বাসায় বাচ্চারা ব্যথা পায় বা অসুস্থ হয় তাহলে ভুলে যাই মোবাইলের কথা তাহলে ভিডিওটা কিভাবে করব,তারপর বাসার পরিস্থিতি যখন ঠিক হয় তখন আবার চেষ্টা করি সময় মত ভিডিও দেওয়ার।

কিন্তু বিশ্বাস করেন আমিও চাই তাদের মত ব্লগার হতে কিন্তু দিনশেষে আমি হেরে যাই আমার মায়ার কাছে। আজ প্রায় ১৫ দিন বেশি হয়ে গেল মা অসুস্থ তাই ফেসবুক পেইজে একটিভ থাকতে পারি না, ভিডিও দিতে পারি না নিয়ম মত, আর তখন বুঝলাম এই
জগতটা আমার জন্য না, কারণ আমি কিছু হলেই হাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারি না,আবার সেই ভিডিও এডিট করে সময় মত ছাড়তে পারি না।

আমার জীবনে বা আমার আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে সেইগুলা যদি আমি প্রতিদিন ভিডিও করে ছাড়তে পারতাম তাদের মত তাহলে মনে হয় এতদিন আমিও বড় সেলিব্রিটি হয়ে যেতে পারতাম। কিন্তু দিনশেষে আমার বিবেক আমাকে বাধা দেয়!

আমি সত্যি বলতে গুছিয়ে কথা বলতে পারি না তাই
ভুল ক্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।

কিন্তু দিনশেষে আমার গোলামী মনে প্রশ্ন জাগে এই ব্লগার গুলো আসলে মানুষ না কি এলিয়েন?? মানুষের ইমোশন নিয়ে এরা আর কত খেলবে??

(কথা গুলো একজনের পোস্ট থেকে সংগৃহীত কিন্তু আমি এই কথার সাথে একমত)

03/07/2025

কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে।

বাহির থেকে দ্বীনদার আমি ভেতরে আমল শূন্য। অন্যকে করি নসিহা প্রচুর, নিজের নফস পাপে পূর্ণ..!-আল্লাহুম্মাগ ফিরলী😭     ゚
03/07/2025

বাহির থেকে দ্বীনদার আমি ভেতরে আমল শূন্য। অন্যকে করি নসিহা প্রচুর, নিজের নফস পাপে পূর্ণ..!
-আল্লাহুম্মাগ ফিরলী😭

03/07/2025

আমি রা'গ করলে সরি পর্যন্ত পাইনা! আর ওরা নাকি শাড়ি, ঝুমকা, চকলেট গিফট পায়..!🙂

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।খরচ করার পর খারাপ লাগে। তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে ...
02/07/2025

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।
খরচ করার পর খারাপ লাগে। তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে যাই।
এভাবেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে ভালই আছি আমি ! 🙂

Address

Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when Shopno Shaj fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share