14/10/2024
আজকে একটা জিনিস খেয়াল করলাম পরিবারের একমাত্র সন্তান হওয়াটা খুবই কষ্টের
পরিবারের একমাত্র সন্তান হওয়াটা যে কত বড় কষ্ট তা আমি আজকে হারে হারে টের পেলাম। আমার অনেক বন্ধু বান্ধবীরা মনে আমি পরিবারের একমাত্র সন্তান আমি যেন কোন আলালের ঘরের দুলালি। ওরা আমার উপরের সুখটা দেখে যে কতটা আফসোস করে তা আর কি বলবো,, কিন্তু কেউ কখনো দেখতে আসল না যে পরিবারের দায়িত্ব নিয়ে আমি ভেতরে ভেতরে কতটা ক্লান্ত কতটা অসুস্থ। যে কোনোদিন এক জগ পানি নিয়ে খায় নাই সেও বাবার সম্মান বাচাতে আজ কত কিছু করছে 😅
মাঝে মাঝে একটা বড় ভাই বোনের যে কতটা অভাব অনুভব করি তা শুধু আমিই জানি😓