17/02/2025
প্রথম অনুভব:
পর্ব ৩:
"অনামিকা চুপচাপ চিঠিটা খুলল, হাত কাঁপছে সামান্য। রুদ্র আর অভি, দুজনেই অপেক্ষায়।
অভি বলল: "তুমি আজও চুপ? এটাই কি তোমার উত্তর?"
রুদ্র বলল: "এই চিঠিতে কী আছে?"
অনামিকা ধীরে বলল: "আমি এই চিঠিটা পাঁচ বছর আগে লিখেছিলাম…"
অভি বিস্মিত হয়ে বলল: "তাহলে এটা আমার কাছে এলো কীভাবে?"
অনামিকা বলল: "আমি ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম কেউ পাবে না।"
রুদ্র বলল: "কিন্তু এতে লেখা কী?"
অনামিকা চোখ বন্ধ করে বলল: "আমি তোমাকে ভালোবেসেছিলাম, অভি। কিন্তু বলতে পারিনি…"
অভির মুখে বিস্ময়, রুদ্র নিঃশব্দে তাকিয়ে রইল।
রুদ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
অভি বলল: "তাহলে তুমি কিছু বলোনি কেন?"
অনামিকা শান্ত কণ্ঠে বলল: "কারণ ভয় পেয়েছিলাম… "হারানোর ভয়।"
রুদ্র বলল: "তাহলে এখন বলছ কেন?"
অনামিকা এক মুহূর্ত চুপ থেকে বলল: "কারণ আজ আর লুকিয়ে রাখার কোনো মানে নেই…"
অভি গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল: "তুমি কি জানো, আমি আজও সেই দিনের জবাব খুঁজছি?"
অনামিকা ধীরে বলল: "জানি… কিন্তু ততদিনে অনেক কিছু বদলে গেছে, অভি।"
রুদ্র বলল: "তাহলে এখন কী করবে?"
অনামিকা চুপ রইল। মনে হলো যেন সময়ও থমকে গেছে।
অভি দীর্ঘশ্বাস ফেলে বলল: "এই উত্তরটা কি আজও পাওয়া যাবে না?
অনামিকার ঠোঁট কাঁপল, কিন্তু সে কিছু বলল না।
রুদ্র এবার খানিকটা কঠিন স্বরে বলল: "তোমাকে ঠিক করতে হবে, অনামিকা।"কি চাও তুমি?
(চলবে…)
___
(আপনারা চাইলে গল্পের চতুর্থ পর্ব লিখতে আগ্রহী হবো)