Islamic lecture

  • Home
  • Islamic lecture

Islamic lecture assalamualaikum Best wishes and congratulations to all of you. Thank you all for visiting this page.

07/11/2025

উট কোরবানির সওয়াব নাকি দশ টাকার দান? সাকিবের জুমার দিনের অলৌকিক গল্প! ইসলামিক গল্প। #ইসলামিক #গল্প #জুম্মা #ইসলামিকগল্প

06/11/2025

দুই পথিক ও ঝড়ের রাতে আল্লাহর উপর আস্থা #ইসলামিক #গল্প

05/11/2025

অভাবী বাবা আর বরকতময় রুটি

09/09/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি:💥 সূর্যগ্রহণ :চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী...
07/09/2025

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি:
💥 সূর্যগ্রহণ :
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। আমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা বেশি ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। এর মধ্যে শূন্য থেকে দুইটি পূর্ণ সূর্যগ্রহণ হয়। আরবিতে এর নাম কুসূফ, ইংরেজিতে একে Solar Eclipse বলে।

🌘 চন্দ্রগ্রহণ :
পৃথিবী তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এলে কিছু সময়ের জন্য পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করতে থাকে। তখন পৃথিবী থেকে দেখা যায় যে চাঁদ অদৃশ্য হয়ে গেছে বা আংশিক ঢাকা পড়েছে। এটাকে চন্দ্রগ্রহণ বলে। আরবিতে এর নাম খুসূফ, ইংরেজিতে একে Lunar Eclipse বলে।

🔘কুরআন ও সুন্নাহ অনুযায়ী
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কোনো প্রভাব গর্ভবতী মা বা তাঁর গর্ভস্থ ভ্রূণের উপর পড়ে না।
গর্ভবতী মা কিছু কাটলে, ছিঁড়লে বাচ্চা ঠোঁটকাটা জন্মাবে, কোনো কিছু ভাঙলে বা বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে-এ ধরনের সব প্রচলিত ধারণা ভিত্তিহীন ও মিথ্যা। এর সাথে কুরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নেই।
🔘
চন্দ্র, সূর্য বা অন্য কোনো সৃষ্ট বস্তু অদৃশ্যভাবে কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। এ ধরনের বিশ্বাস রাখা তাওহীদের পরিপন্থী।
🔘
মুসলিমের করণীয়
আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে সূর্য ও চন্দ্রগ্রহণও একটি নিদর্শন। সুতরাং যখন গ্রহণ দেখা যায়, তখন রাসূল সা. এর সুন্নাহ অনুযায়ী আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত।
🔘
বাস্তবে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য কিংবা অন্য কারো জন্য কোনো জাগতিক কাজ করা বা না করার বিষয়ে ইসলামে কোনো বিধি-নিষেধ নেই। সমাজে প্রচলিত সবকিছুই কেবল কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস। এগুলো মানা মারাত্মক গুনাহ।
বরং হাদীসে এসেছে, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে আল্লাহর কুদরতের নিদর্শন মনে করতে হবে এবং পুরুষদেরকে জামাআতে সালাতুল কুসূফ (সূর্যগ্রহণে) ও সালাতুল খুসূফ (চন্দ্রগ্রহণে) আদায় করতে বলা হয়েছে। এর বাইরে কোনো বিধি-নিষেধ নেই।

কুরআন-হাদীস থেকে প্রমাণ
☀ আল্লাহ বলেন:
“...তোমরা যা কিছু রাসূল তোমাদেরকে দেন, তা গ্রহণ কর এবং তিনি যা কিছু থেকে তোমাদেরকে বিরত করেন, তা থেকে বিরত থাক।”
-সূরা হাশর: ৭
☀ রাসূল ﷺ বলেছেন:
“সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না। তাই যখন তোমরা গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর।”
-সহীহ বুখারী ৪৮১৮; ইফা

☀ অন্য বর্ণনায় এসেছে:
“সূর্য ও চন্দ্র গ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণে হয় না। বরং এগুলো আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তাঁর বান্দাকে সতর্ক করেন। সুতরাং যখন গ্রহণ দেখতে পাও, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ না তা আলোকিত হয়ে যায়।”
-সহীহ মুসলিম ১৯৭২; ইফা।

উপসংহার : সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা বা গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হয় না। বরং এগুলো আল্লাহর মহাশক্তির নিদর্শন। মুসলিমদের উচিত কুসংস্কার বর্জন করে সুন্নাহ অনুযায়ী নামায, দোয়া ও আল্লাহর স্মরণে মনোনিবেশ করা।

07/09/2025

‎মানুষ পাগলের মতো সারাদিন সফলতা খুঁজতে থাকে। অথচ মুয়াজ্জিন প্রতিদিন বার বার ডাকতে থাকে-

‎ حي على الفلاح
‎'হাইয়া আলাল ফালাহ্'
‎— সাফল্যের দিকে এসো!

আল্লাহ আমাদের ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ার তাওফিক দান করুন, আমিন। মূল সফলতা
দুনিয়ায় আয়েস করা❌
জান্নাতুল ফেরদৌস লাভ করা✅

খাবার শেষেالْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى، وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًاবাংলা উচ্চারণআলহামদুলিল্লাহিল্ল...
06/09/2025

খাবার শেষে


الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى، وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًا

বাংলা উচ্চারণ

আলহামদুলিল্লাহিল্লাযি আত্ব'আমা ওয়া সাক্বা ওয়া সাওয়্যাগাহু ওয়া জা'আলা লাহু মাখরাজা

বাংলা অনুবাদ

যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি খাওয়ালেন, পান করালেন এবং খাদ্য বস্তুকে হজম করিয়ে তা বের হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন।

সুনানে আবু দাউদ: ৩৮৫১

কমেন্টে আল্লাহ লিখে যাও
05/09/2025

কমেন্টে আল্লাহ লিখে যাও

21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

18/07/2025

জিকির ও দু'আ
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ ۟ قَالَ كَذَٰلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ ۟
উচ্চারণ:
ক্বালা রাব্বি আন্না ইয়াকূনু লি গুলামুন, ওয়াক্বাদ বালাগানিয়াল কিবারা, ওয়ামরা'আতী ‘আকিরুন। ক্বালা কাজালিকাল্লাহু ইয়াফ'আলু মা ইয্লা রামযা

অর্থ:
তিনি বললেন, ‘হে আমার প্রতিপালক! কিভাবে আমার সন্তান হবে, যখন আমি বার্ধক্যে পৌঁছেছি এবং আমার স্ত্রী বন্ধ্যা?’ তিনি বললেন, ‘এভাবেই আল্লাহ যা চান, তা করেন।

[সূরা আলে ইমরান: ৪০]

খাবার খাওয়ার সময় যে দোয়া পড়তে হবে, ছবিতে দেওয়া দোয়া টি সকলেই মুখস্থ করেন। Islamic lecture  ゚viralシ        #খানা  #...
11/07/2025

খাবার খাওয়ার সময় যে দোয়া পড়তে হবে, ছবিতে দেওয়া দোয়া টি সকলেই মুখস্থ করেন। Islamic lecture ゚viralシ #খানা #খাবার #দোয়া

জুম্মা মোবারক Islamic lecture      ゚viralシ
11/07/2025

জুম্মা মোবারক Islamic lecture ゚viralシ

Address

Languliy Road Konapara Or Uttarpara Baitul Jannat Jame Masjid

2210

Alerts

Be the first to know and let us send you an email when Islamic lecture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic lecture:

  • Want your business to be the top-listed Media Company?

Share