অবহেলা

অবহেলা ভালোবাসা অচেনা এক ছায়া, চলেগেলে বুঝা যায় ভালোবাসার মায়া।

চাইলেই সম্পর্ক ছিঁড়ে ফেলা যায়,কিন্তু চাইলেই ভাঙা সম্পর্ক জোড়া যায় না।কারণ দূরত্ব তৈরি করা সহজ,কিন্তু সেই দূরত্ব মুছে ফেল...
14/09/2025

চাইলেই সম্পর্ক ছিঁড়ে ফেলা যায়,
কিন্তু চাইলেই ভাঙা সম্পর্ক জোড়া যায় না।
কারণ দূরত্ব তৈরি করা সহজ,
কিন্তু সেই দূরত্ব মুছে ফেলার ক্ষমতা সবার থাকে না।

আসলে কাছে আসা নির্ভর করে দু’জনের ইচ্ছের ওপর,
শুধু একতরফা চাওয়ায় কাছাকাছি হওয়া সম্ভব নয়।
যেখানে হৃদ্যতার অভাব থাকে,
সেখানে কোনো চেষ্টা দিয়েই আর দূরত্ব ঘোচানো যায় না।

___❐ মাহবুব সরদার সবুজ

আমাকে কাঁদাতে আপনার বুঝি বড্ড ভালো লাগে?আমার চোখে অশ্রু দেখে বুঝি আপনি খুশিতে আত্মহারা হয়ে যান?মানুষ যখন বৃষ্টির জন্য হা...
13/09/2025

আমাকে কাঁদাতে আপনার বুঝি বড্ড ভালো লাগে?
আমার চোখে অশ্রু দেখে বুঝি আপনি খুশিতে আত্মহারা হয়ে যান?

মানুষ যখন বৃষ্টির জন্য হাহাকার করে, আর প্রত্যাশার চেয়ে বেশি বৃষ্টি ঝরে তখন মানুষ অসন্তুষ্ট হয় ,গাল দেওয়া শুরু করে। আমিও ঠিক অতিরিক্ত বৃষ্টির মতো অবহেলিত। আপনাকে অতিরিক্ত ভালোবেসে ছিলাম বলে,আমিও অবহেলিত হয়েছি। সুখের বদলে দুঃখ হলো সঙ্গী।

পৃথিবীতে অতিরিক্ত কোন কিছুর ফল ভালো হয় না। হোক সেটা ভালোবাসা কিংবা অন্য কিছু। প্রাপ্তির চেয়ে বেশি পেয়ে গেলে মানুষ অবহেলা ছুঁড়ে দেয়।

❐ বড্ড অবহেলিত
লেখক: মাহবুব সরদার সবুজ

আপনাকে ছাড়া আমি শূন্য,কারণ আপনার উপস্থিতিই আমার সবচেয়ে বড় ভরসা।যেখানে সবাই আসে শুধু প্রয়োজন মেটাতে,সেখানে আপনিই থাকেন নি...
13/09/2025

আপনাকে ছাড়া আমি শূন্য,
কারণ আপনার উপস্থিতিই আমার সবচেয়ে বড় ভরসা।
যেখানে সবাই আসে শুধু প্রয়োজন মেটাতে,
সেখানে আপনিই থাকেন নিঃস্বার্থভাবে পাশে।

মানুষের ভিড়ে থেকেও একা লাগে,
যখন আপনার মতো আপন কাউকে পাওয়া যায় না।
আসলে আপনার অনুপস্থিতিই প্রমাণ করে,
আমার সমস্ত পূর্ণতা কেবল আপনাকেই ঘিরে।

___❐ মাহবুব সরদার সবুজ

সম্পর্ক সবসময় অর্থে টিকে থাকে না,কখনো কখনো তা টিকে থাকে কথায় আর প্রতিশ্রুতিতে।শুধু ভালোবাসি বললেই ভালোবাসা পূর্ণ হয় না,ভ...
13/09/2025

সম্পর্ক সবসময় অর্থে টিকে থাকে না,
কখনো কখনো তা টিকে থাকে কথায় আর প্রতিশ্রুতিতে।
শুধু ভালোবাসি বললেই ভালোবাসা পূর্ণ হয় না,
ভালোবাসার প্রমাণ দিতে হয় যত্ন আর দায়িত্বে।

___❐ মাহবুব সরদার সবুজ

যা কিছু যত্ন দিয়ে রাখবে,তা-ই হবে সবচেয়ে টেকসই সম্পদ।অযত্নে সবকিছু হারায় রঙ,যত্নে বেড়ে ওঠে মূল্য আর মর্যাদা।___❐ মাহবুব স...
13/09/2025

যা কিছু যত্ন দিয়ে রাখবে,
তা-ই হবে সবচেয়ে টেকসই সম্পদ।
অযত্নে সবকিছু হারায় রঙ,
যত্নে বেড়ে ওঠে মূল্য আর মর্যাদা।

___❐ মাহবুব সরদার সবুজ

তোমাকে হারানোর ভয় মৃ’ত্যুর থেকেও কঠিন,হাজার মানুষের ভিড়ে থেকেও তোমাকে ছাড়া সব শূন্য।আকাশ, চাঁদ, সূর্য- সবই আছে,কিন্তু আম...
13/09/2025

তোমাকে হারানোর ভয় মৃ’ত্যুর থেকেও কঠিন,
হাজার মানুষের ভিড়ে থেকেও তোমাকে ছাড়া সব শূন্য।
আকাশ, চাঁদ, সূর্য- সবই আছে,
কিন্তু আমার পৃথিবীতে নেই শুধু তুমি,
কারণ তুমি এখন অন্যের।

___❐ মাহবুব সরদার সবুজ

ভালোবাসার মাঝে ভয় সবসময় লুকিয়ে থাকে,কারণ ভালোবাসা মানেই হারিয়ে ফেলার আশঙ্কা।যত বেশি আপন হয় কেউ,তত বেশি ভয় হয় তাকে হারানো...
13/09/2025

ভালোবাসার মাঝে ভয় সবসময় লুকিয়ে থাকে,
কারণ ভালোবাসা মানেই হারিয়ে ফেলার আশঙ্কা।
যত বেশি আপন হয় কেউ,
তত বেশি ভয় হয় তাকে হারানোর।

আসলে ভয় না থাকলে ভালোবাসাও পূর্ণ হতো না,
কারণ ভয়ই শেখায় যত্নশীল হতে।
যে ভয়কে জয় করে সম্পর্ক আঁকড়ে ধরে রাখতে জানে,
সেই সম্পর্কই টিকে যায় সময়ের সব পরীক্ষায়।

___❐ মাহবুব সরদার সবুজ

কিছু সম্পর্ক যতই নিঃস্বার্থ দাও,তারা কোনো দিন গ্রহণ করবে না।কারণ তাদের চোখে তুমি কখনোই যথেষ্ট ছিলে না।___❐ মাহবুব সরদার ...
12/09/2025

কিছু সম্পর্ক যতই নিঃস্বার্থ দাও,
তারা কোনো দিন গ্রহণ করবে না।
কারণ তাদের চোখে
তুমি কখনোই যথেষ্ট ছিলে না।

___❐ মাহবুব সরদার সবুজ

যদি ভিন্ন পথে গিয়ে তোমার শান্তি খুঁজে পাও,তাহলে সেই পথই হোক আমার মেনে নেওয়া সুখ।একবার পরিবর্তনে ছুঁয়ে যাওয়া মানুষকখনো আর...
12/09/2025

যদি ভিন্ন পথে গিয়ে তোমার শান্তি খুঁজে পাও,
তাহলে সেই পথই হোক আমার মেনে নেওয়া সুখ।
একবার পরিবর্তনে ছুঁয়ে যাওয়া মানুষ
কখনো আর আগের জায়গায় ফিরে আসে না।

___❐ মাহবুব সরদার সবুজ

আপনি মানতে পারেন কিংবা অস্বীকার করতে পারেন,তবুও সত্য এটাই;মানুষ মানুষকে ভুলে যায় সহজেই,কিন্তু সময় কাউকেই ভুলে থাকতে দেয় ...
12/09/2025

আপনি মানতে পারেন
কিংবা অস্বীকার করতে পারেন,
তবুও সত্য এটাই;
মানুষ মানুষকে ভুলে যায় সহজেই,
কিন্তু সময় কাউকেই ভুলে থাকতে দেয় না।

___❐ মাহবুব সরদার সবুজ

যেমন দিকনির্দেশনা ছাড়া পথিক হারিয়ে যায়,তেমনি লক্ষ্যহীন মানুষ জীবনযুদ্ধে হার মানে।স্বপ্নই হলো সেই দিকচিহ্ন,যা মানুষকে সাফ...
12/09/2025

যেমন দিকনির্দেশনা ছাড়া পথিক হারিয়ে যায়,
তেমনি লক্ষ্যহীন মানুষ জীবনযুদ্ধে হার মানে।
স্বপ্নই হলো সেই দিকচিহ্ন,
যা মানুষকে সাফল্যের তীরে পৌঁছে দেয়।

___❐ মাহবুব সরদার সবুজ

সবচেয়ে বড় শিক্ষা হলো সহনশীলতা,সময়কে আগে ঠেলে দিলে ব্যর্থতা আসবেই।যা প্রাপ্য, তা সঠিক সময়ে নিজেই ধরা দেবে।___❐ মাহবুব সরদ...
12/09/2025

সবচেয়ে বড় শিক্ষা হলো সহনশীলতা,
সময়কে আগে ঠেলে দিলে ব্যর্থতা আসবেই।
যা প্রাপ্য, তা সঠিক সময়ে নিজেই ধরা দেবে।

___❐ মাহবুব সরদার সবুজ

Address

Muktagacha, Mymensingh
Muktagachha
2210

Alerts

Be the first to know and let us send you an email when অবহেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share