14/09/2025
চাইলেই সম্পর্ক ছিঁড়ে ফেলা যায়,
কিন্তু চাইলেই ভাঙা সম্পর্ক জোড়া যায় না।
কারণ দূরত্ব তৈরি করা সহজ,
কিন্তু সেই দূরত্ব মুছে ফেলার ক্ষমতা সবার থাকে না।
আসলে কাছে আসা নির্ভর করে দু’জনের ইচ্ছের ওপর,
শুধু একতরফা চাওয়ায় কাছাকাছি হওয়া সম্ভব নয়।
যেখানে হৃদ্যতার অভাব থাকে,
সেখানে কোনো চেষ্টা দিয়েই আর দূরত্ব ঘোচানো যায় না।
___❐ মাহবুব সরদার সবুজ