ভাইরাল - Topic

ভাইরাল  - Topic ...........আসসালামু আলাইকুম.........


আমাদের ছোট পেইজে আপনাকে স্বাগতম!😊

22/09/2024

প্রেম কিংবা বিয়ে যেটাই করেন' করলে ভদ্র লোকের সাথে করবেন। না হলে সারাজীবন একা থাকবেন, নিজের টাকা কামাবেন, ঘুরবেন ফিরবেন, পরিবারের মানুষগুলোকে নিয়ে সম্মানের সাথে বাঁচবেন।
যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলেই অসম্মানজনক কথা বলা শুরু করে, গালি দেয় ওটাই তার আসল চরিত্র, এমন মানুষ গুলো খুবই ভয়ংকর।

কেউ কারো জন্য মরে না, জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়ায় যথেষ্ট। 😊

17/09/2024

প্রত্যাশা কমাও! এখানে সব মানুষ'ই মুখোশ পরে থাকে, কাউকে নিয়ে সবটা নিশ্চয়'তা, নির্ঘাত বোকামি...!!

01/09/2024

মুক্তি চাই😁😁 মুরুব্বি এই মুরুব্বি ও হু হু হু😁😁

এভাবে শাড়ী পড়ে মেকআপ লাগিয়ে সেজেগুজে কে ট্রাফিকে যায় ভাই?
11/08/2024

এভাবে শাড়ী পড়ে মেকআপ লাগিয়ে সেজেগুজে কে ট্রাফিকে যায় ভাই?

10/08/2024

টাকলা মুরাদ, পলকের গান🤣

Send a message to learn more

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি...
08/08/2024

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির উর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন?
নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে

24/07/2024

এই কয়দিন নেট না থাকার পরও যারা আপনাকে যেই কোনো উপায়ে খুঁজে আপনার খবর নিয়েছে তারাই মূলত আপনার আপনজন...🖤🌸

24/07/2024

শহীদ আবুসাঈদের সরণে ৫২ তে আর ২৪ এর মধ্যে পার্থক্য কই কথা ক

20/07/2024

আহারে কত টা কষ্ট লাগছে আমার বোকে আমি কি মারা যাবো😭😭😭

20/07/2024

Big shout out to my newest top fans! MD ImRan, ImRan SarKer, Kawsar Vai, Raisa Moni, Md Omit

14/07/2024

সবার মধ্যে নিজেকে অসুন্দর ফিল করার যে ব্যাপার টা!

Address

Muktagachha

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাইরাল - Topic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাইরাল - Topic:

Share