অপূর্ণতাシ゚—Opurnota

অপূর্ণতাシ゚—Opurnota তুমি যারে অযত্নে ফেলে দিবা!
তারেও কেউ না কেউ সযত্নে নিজের কাছে রাইখা দিবে!

29/05/2025

না থেকেও কেউ কেউ থেকে যায় শেষ পর্যন্ত 💝🌼

゚ ゚viralシ

18/05/2025

বুঝবে ঠিকই বুঝবে😌🖤

18/05/2025

তাকে কখনো পাওয়া হবে না যেনেও বারবার তাকে ভুলতে চেয়েও ভুলতে না পারাটাই হয়তো বা মায়া 😔🥺💔

Send a message to learn more

আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো! দেখো সেতোমাকে আমার মতো করে ভালোবাসতে পারে কীনা, আমার মতো করে বুঝতে পারে কী না। 🙂💚তোমার...
16/05/2025

আমি
চাই তুমি অন্য কাউকে ভালোবাসো! দেখো সে
তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারে কী
না, আমার মতো করে বুঝতে পারে কী না। 🙂💚

তোমার
এতো অবহেলার পরেও, তোমার কাছে পরে থাকে কী না! বার বার কান্না করেও তোমার কাছে ফিরে আসে কী না, তুমি অন্য কাউকে ভালোবাসো, ভালোবেসে দেখো সে তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায় রাত দিন অপেক্ষা করে কী না!🙂💛

তোমার
মন খারাপে সে অস্থির হয়ে উঠে কী না। যখন তখন আল্লাহর কাছে তোমাকে চায় কী না। বেহায়ার মতো বার বার নিজে নত হয়ে সম্পর্ক টিকিয়ে রাখে কী না।
নিজের খুশির কথা না ভেবে তোমার খুশি নিয়ে ভাবে কী না। 🙂💜

তোমারে
নিজের সবটা দিয়ে ভালোবাসে কী না। প্রতিটা সেকেন্ড তোমার কথা চিন্তা করে কী না।🥺🖤

তুমি অন্য কাউকেই ভালোবাসো,
পরিবর্তন দেখতে চেয়েছিলে না? দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না, কোনো কিছুতে আমার খারাপ লাগলেও তোমাকে বলি না। এক লাইনের মেসেজ বা তোমার একটা কলের জন্যও অপেক্ষা করি না, 😊🤍

আমাকে
ভালোবাসার দরকার নেই তুমি তার কাছেই যাও, যাকে তুমি ভালোবাসো। 😊💙

আমার কাছে
তোমার ভালো থাকাটা জরুরি, আমাকে বাদ দিয়ে হলেও সমস্যা নেই। আমাকে আর পাবানা আর আমার দেখাও পাবা না, 💔

দোয়া করি
এতোটা সুখে থাকো যতোটা সুখে থাকালে আমার কথা
তোমার আর মনে পড়বে না!😊💔

অপূর্ণতাシ゚

শখের পুরুষ কখনো নিজের হয় না!😔তাকে শুধু ভালোবাসা যায়, কিন্তু কখনো পাওয়া হয় না!!🥺💔অপূর্ণতাシ゚  ゚viralシ  ゚
16/05/2025

শখের পুরুষ কখনো নিজের হয় না!😔
তাকে শুধু ভালোবাসা যায়, কিন্তু কখনো পাওয়া হয় না!!🥺💔

অপূর্ণতাシ゚ ゚viralシ ゚

**ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পেয়ে গেলে আমার অহংকার বেড়ে যেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের ক...
14/05/2025

**ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পেয়ে গেলে আমার অহংকার বেড়ে যেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম..!😅🙂

**ভালোই হইছে আমি তোমারে পাইনাই তোমারে পাইলে কষ্ট কি বুঝতামি না, তোমারে পাইলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হইতো বলে মনে হয় না, কষ্টের সাধ পাওয়া হইতো না, বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া হতো না তোমারে পাইলে...!🙂💔

**ভালোই হইছে তুমি আমার হওনাই তুমি আমার হইলে তোমারে নিয়া অনেক কিছু ভাবা লাগতো, ভাবা লাগতো কি করলে তোমারে আমি আগলে রাখতে পারমু, কি করে তোমারে সুখে রাখতে পারমু..!💝🖤

**তুমি আমার না হয়ে ভালোই করছো, এখন আর নিয়ম করে কাওকে ভালোবাসি কথাটা আমার বলা লাগবোনা, কাউকে নিয়া আর এতো চিন্তাও করা লাগবোনা,,,!🙂😇

**ভালোই হইছে তুমি অন্য কারো হইছো, তুমি যদি আমার হইতা ভালোবাসা যে এতো নিষ্ঠুর এটা আমি কখনোই বুঝতামি না, বুঝতাম না মানুষ এমন করেও পরিবর্তন হতে পারে..!💔🌸

**তুমি যদি এখনো আমারে ভালোবাসতা, তাহলে নিজের শরীলের খুব যত্ন নিতাম, তখন আর চোখের নিচের কালো দাগ দেখতে পেতাম না, কারো কথা ভাবতে ভাবতে কি ভাবে রাত জাগতে হয় তাও জানা হইতো না..!💔 🤍

**ভালোই হইছে তুমি আমার হওনাই, তুমি আমার হইলে প্রতিদিন তোমার সাথে গল্প করতে ইচ্ছে করতো, খুব ভালোবাসতে ইচ্ছে করতো তোমারে, তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে খুব ইচ্ছে করতো আমার, ভালোই হইছে তুমি অন্য কারো হইছো...!🙂💔😔

অপূর্ণতাシ゚ ゚viralシ ゚

আপনাকে নিয়ে লিখতে গেলে আমার শব্দরা কখনো ফুরাবে না। জগতে সব থেকে দামি শব্দের একটি হলো "ভালোবাসি"। এই চারটি শব্দের বিসালতা...
27/04/2025

আপনাকে নিয়ে লিখতে গেলে আমার শব্দরা কখনো ফুরাবে না। জগতে সব থেকে দামি শব্দের একটি হলো "ভালোবাসি"। এই চারটি শব্দের বিসালতা আমার জরাজীর্ণ হৃদয়কে ফুলের বাগান তৈরি করেছিল।

ভালোবাসা কেমন হয় আমি জানি না। আমার সংঙ্গায় হয়তো ভুল থাকতে পারে। কিন্তু আমার অনুভূতিতে কোন ভুল নেই। আমার সমস্ত পৃথিবীর জোড়েই আপনি আছেন।

বড় গাছ হন আর আমি তরুলতার মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বাঁচি। বাবা মা খাওয়ায় পরায় অথচ মন খারাপ হতো আপনার জন্য। আমার ভাবনা চিন্তার পুরো জগৎটা ছিল আপনাকে নিয়ে। মাঝে মাঝে মনে হতো জগৎতের সব মানুষ যাকে ভুল বলে, সেই ভুলে আমি আপনাকে নিয়েই পরে থাকি।

এতো এতো মানুষের ভিরে আপনি একজন যে আমার আনন্দের কারন ছিলেন। আবার সেই আপনিই একজন আমার সকল দুঃখের কারন। আমার এই নিখুত ভালোবাসাকে কেমন করে উপেক্ষা করেন আপনি?

কতোখানি...ভালোবাসলে মানুষ আপন হয় বলতে পারেন? হারানোর তালিকায় তো কত কিছুই ছিলো আপনি না হয় পাওয়ার তালিকায় থাকতেন কেন ভালোবাসলেন না
আমাকে?

নারী হয়ে জন্মেছি এতো শক্ত হতে পারি না যে আপনাকে চিরতরে ভুলে যাব।..

মরার আগ পর্যন্ত মনে থাকবে। আমি কারো মায়ায় পরে তাকে আমার করে পাওয়ার লোভে তার সব ভুলকে সঠিক বলে বার বার থাকতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে ভালোবাসে নি। আমাকে তার মায়ায় পরতে বাধ্য করেছে তবে আমার জন্য তার মায়া হয় নি।

জীবনের কোন এক জায়গায় গিয়ে আপনার মনে হবে ওর মতো কেউ ভালোবাসে নি। আপনি আমার হননি তাই বলে আমি আপনার খারাপ চাই না। একদিন হলেও বলেছিলেন ভালোবাসী। মায়াবতী, রুপবতী তো আল্লাহ বানায় নি তাই ধৈর্যবতী হয়েই থেকে গেলাম।💔🙂

অপূর্ণতাシ゚

-আমারে হারানো'র অনেক দিন পরে তুমি বুঝবা, তুমি আমারে হারাইয়া শুধু আমারে'ই হারাও নাই, একজন বিশ্বস্ত একটা মানুষ হারাইছো, তো...
26/04/2025

-আমারে হারানো'র অনেক দিন পরে তুমি বুঝবা, তুমি আমারে হারাইয়া শুধু আমারে'ই হারাও নাই, একজন বিশ্বস্ত একটা মানুষ হারাইছো, তোমারে বোঝার মতো একখান মানুষ হারাইছো!

-তোমার খুব মনে পড়'বে আমার সাথে কাটানো দিন গুলোর কথা! আমি নাই এমন একটা আক্ষেপে'র আগুনে তুমি আজীবন পুড়বা, তখন আর তুমি আমারে পাইবা না!

-আমারে হারানো'র পর তুমি বুঝবা স্বার্থে'র এই পৃথিবীতে সত্যিকারে'র ভালোবাসা'র মানুষে'র কত অভাব! ভালোবাসা না পাওয়ার দারিদ্রতার তুমি আজীবন ভোগবা, তবু'ও আমারে পাইবা না!

-যখন তুমি আমাকে হাত বাড়ালে'ই পেয়েছো, তখন নিজে'র মধ্যে খুঁজে পাওনি আমায়! আমি না থাকা'ই তুমি আমাকে পাবা, বাতাসে'র শব্দে পাবা, আকাশে'র শুন্যতাই পাবা, নদী'র জলে পাবা, পাহাড়ে'র মাথা উঁচু করা নিঃসঙ্গতাই পাবা! আমি না থাকা'ই তোমার পুরো অস্তিত্বে তুমি আমায় অনুভব করতে পারবা অথচ যখন আমি ছিলাম তখন তুমি আমার উপস্থিতি উপলব্ধি করতে পারোনি!

-আমার অভাব তোমা'কে কুঁড়ে কুঁড়ে খাবে! সময় থাক'তে মূল্য দিতে হয়! হারিয়ে যাওয়া'র পর কেঁদে'ও লাভ হয় না! কারণ মানুষ একবার নিজে'কে সরিয়ে নিলে তাকে আবার ফিরে পাওয়া সম্ভব হয় না-!

অপূর্ণতাシ゚

22/04/2025

যাকে ভালোবাসো তাকে ছেড়ে দিয়েছো কেনো?💔

゚ ゚viralシ

Address

Muktagachha

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপূর্ণতাシ゚—Opurnota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category