Dreams & Reality → স্বপ্ন ও বাস্তবতা

Dreams & Reality → স্বপ্ন ও বাস্তবতা এটা আমার নতুন Facebook পেজ । সবাই আইডি টা follow করে দিয়েন প্লিজ । 🙏🙏

19/07/2025

এই পোস্টে নতুন ইউজারদের দেখতে চাই সবাইকে সাপোর্ট করবো 💖✨🌻

• Today's the best Photo 🕋•🔴 Beautiful                                                                                  ...
19/07/2025

• Today's the best Photo 🕋

•🔴 Beautiful














































• Today's the best Photo 🌿🥰🕋🥰
•🔴 Beautiful🕋
Follow And Support Always All Dear..🥰🤗

























11/07/2025

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। কিন্তু তার অপরাধ? শুধু এই যে, তিনি চাঁদা দেননি। আর সেই ‘অপরাধেই’ তাকে প্রকাশ্যে খুন করা হলো।

মানুষের সামনে, দিনের আলোয়, রাস্তায়। খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি। কেউ এগিয়ে আসেনি। সাহস করেনি। কারণ, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী।

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের সবার?

একজন মানুষকে খুন করে, তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না—তারা মানুষ না, তারা সমাজের ভয়ংকরতম বিকৃতি।

ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার বলেছেন, “যা হয়েছে, তা চিন্তার বাইরে।” কিন্তু আমরা কি আর চিন্তা করি? না হয় ভাবনার ক্ষমতা হারিয়েছি অনেক আগেই?

এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায়, আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায়?

আজকে, ৫ আগস্টের পর ‘দেশের মালিক’ হয়ে ওঠা এক রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোকানোর দায়ে একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়।

নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই, নতুন সংবিধানের কথা বলি, ‘হাসিনা মুক্ত’ আর ‘আওয়ামী লীগ মুক্ত’ বাংলাদেশ গড়ার কথা বলি। কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলেই জীবন কেড়ে নেওয়া হয়, তাহলে সেই স্বপ্ন শুধু ধোঁয়া হয়ে মিলিয়ে যায়।

সবাই চুপ। কেউ কিছু বলে না। কেউ প্রতিবাদ করে না। শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায়, আর আমরা মুখ ফিরিয়ে নেই।

এই নীরবতা, এই লজ্জা কোথায় রাখি?

11/07/2025

প্রকৃতিতেই প্রশান্তি!!🌸😌

10/07/2025

- আমি মানুষের থেকে মানুষের ব্যবহার বেশি মনে রাখি 🙂

08/07/2025

আমার দেখা সেরা একটি নাটক

Address

Muktagachha

Alerts

Be the first to know and let us send you an email when Dreams & Reality → স্বপ্ন ও বাস্তবতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category