Nilpoddo নীলপদ্ম

Nilpoddo নীলপদ্ম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nilpoddo নীলপদ্ম, Digital creator, Munshiganj.
(1)

মুন্সীগঞ্জের বিনোদন প্রিয় মানুষের জন্য একটি নতুন ঠিকানা। নদীতে ভেসে ভেসে খাবার খাওয়া, নদীর অপার্থিব সৌন্দর্য অবলোকন সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই আয়োজনে। আর প্রতিনিয়ত আপনাদের সংগী হবে নিত্য নতুন চমক। যোগাযোগ 01946-004400

02/01/2026

সুরের মূর্ছনায় ভেসে যাক সন্ধ্যা,
নদীর হাওয়ার সাথে মিলুক গানের তাল।
নীলপদ্মে লাইভ গান মানেই
ভালো খাবার, প্রিয় মানুষের সঙ্গ আর হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত 🌸🎶

শুক্রবারের সন্ধ্যা মানেই প্রশান্তির ছোঁয়া,নদীর পাড়ে নরম বাতাস আর আলোর মায়া।এই সুন্দর সন্ধ্যায় প্রিয়জনদের সাথে সময় কাটাতে...
02/01/2026

শুক্রবারের সন্ধ্যা মানেই প্রশান্তির ছোঁয়া,
নদীর পাড়ে নরম বাতাস আর আলোর মায়া।
এই সুন্দর সন্ধ্যায় প্রিয়জনদের সাথে সময় কাটাতে
নীলপদ্ম হয়ে উঠুক আপনার শান্তির ঠিকানা 🌸

আমরা নীলপদ্ম প্রতিনিয়ত চেষ্টা করি জায়গাটি পরিষ্কার রাখার। প্রতিদিন সকালে যত্ন করে ক্লিন করা হয়, কিন্তু দুঃখজনকভাবে রাতে ...
31/12/2025

আমরা নীলপদ্ম প্রতিনিয়ত চেষ্টা করি জায়গাটি পরিষ্কার রাখার। প্রতিদিন সকালে যত্ন করে ক্লিন করা হয়, কিন্তু দুঃখজনকভাবে রাতে আবার একই অবস্থায় ফিরে যায়।
পরিষ্কার পরিবেশ ধরে রাখতে আপনাদের সামান্য সচেতনতা ও সহযোগিতাই পারে লঞ্চঘাটকে আরও সুন্দর করে রাখতে।
দয়া করে ব্যবহৃত ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন একসাথে আমরা লঞ্চঘাটকে পরিচ্ছন্ন রাখি। 🌿✨

31/12/2025

নতুন বছরের শুভেচ্ছা নীলপদ্ম পরিবারের পক্ষ থেকে 🌸নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য আর সমৃদ্ধি।পুরোনো সব দুঃখ-ক্লান্তি পেছনে ফেলে নতুন আশা ও আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি দিন।সবসময় যেমন পাশে ছিলেন, নতুন বছরেও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা কামনা করি।নীলপদ্মে আসুন, প্রিয় মানুষদের সাথে কাটান সুন্দর কিছু মুহূর্ত।শুভ নববর্ষ! 🎉✨

💙😊😱
31/12/2025

💙😊😱

হ্যাপি নিউ ইয়ার! 🎉✨নতুন বছরকে স্বাগত জানাতে নীলপদ্মে চলছে স্পেশাল বারবিকিউ আয়োজন 🔥🍖প্রিয় মানুষদের সাথে শীতের আমেজ, নদীর ...
31/12/2025

হ্যাপি নিউ ইয়ার! 🎉✨
নতুন বছরকে স্বাগত জানাতে নীলপদ্মে চলছে স্পেশাল বারবিকিউ আয়োজন 🔥🍖

প্রিয় মানুষদের সাথে শীতের আমেজ, নদীর পাড়ের মনোরম পরিবেশ আর সুস্বাদু বারবিকিউ
নতুন বছরের শুরুটা হোক নীলপদ্মের স্বাদ ও আনন্দে ভরপুর। 🌸

চলে আসুন নীলপদ্মে,
নতুন বছর উদযাপন হোক স্মরণীয় হয়ে। 🥳

30/12/2025

নীলপদ্মের সন্ধ্যা মানেই
নদীর বুকে নরম আলোছায়ার খেলা,
শীতল হাওয়া আর ঢেউয়ের মৃদু শব্দে
মনটা হয়ে ওঠে একদম শান্ত 🌊✨

ডুবে যাওয়া রোদের শেষ রঙে
নীলপদ্ম যেন আরও বেশি মায়াবী,
আড্ডা, হাসি আর প্রিয়জনের সাথে
এই সন্ধ্যা স্মৃতির পাতায় থেকে যায় অনেকদিন 🌸

29/12/2025

বার্বিকিউ নীলপদ্মে এখন নিয়মিত পাওয়া যাচ্ছে 🔥ধলেশ্বরীর তীরে খোলা আকাশের নিচে, শীতল হাওয়ার সাথেস্মোকি স্বাদের মজাদার বার্বিকিউ বন্ধু পরিবার নিয়ে এসে উপভোগ করুন নীলপদ্মের বিশেষ আয়োজন। 🌸

লঞ্চঘাট বটতলায় আমরা নীলপদ্ম 💙 নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছি।নদী ও পরিবেশকে ভালোবাসি বলেই এই ছোট্ট ...
29/12/2025

লঞ্চঘাট বটতলায় আমরা নীলপদ্ম 💙 নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছি।
নদী ও পরিবেশকে ভালোবাসি বলেই এই ছোট্ট প্রয়াস।
ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় জায়গাটি সবসময়ই সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে।🙏💙

26/12/2025

দারজিলিংয়ের হালকা শীত, কুয়াশা আর পাহাড়ি আবেশ
এই সবকিছুর ফিল একসাথেই পেতে চলে আসুন নীলপদ্মে। 🌿

নদীর ধারে বসে প্রকৃতি, বাতাস আর শান্ত সময়—
নীলপদ্ম মানেই দারজিলিং দারজিলিং অনুভূতি। 💙

কুয়াশার নরম চাদরে ঢাকা নীলপদ্ম নদীর বুকে ভেসে থাকা এক শান্ত স্বপ্নের মতো।সকালের শীতল হাওয়ায়, ধোঁয়াটে আকাশের নিচেনীলপদ্ম ...
26/12/2025

কুয়াশার নরম চাদরে ঢাকা নীলপদ্ম
নদীর বুকে ভেসে থাকা এক শান্ত স্বপ্নের মতো।
সকালের শীতল হাওয়ায়, ধোঁয়াটে আকাশের নিচে
নীলপদ্ম যেন আরও নীরব, আরও মায়াবী।
কুয়াশার ফাঁকে ফাঁকে প্রকৃতি আর প্রশান্তির
এক অপূর্ব মিলনস্থল নীলপদ্ম। 🌫️🌸

কিছু কিছু অতিথি, শুভাকাঙ্ক্ষী আমাদের কাছে সবসময় স্পেশাল। যারা শুরু থেকে নিয়মিতো আমাদের পাশে ছিলো, সামনে এগিয়ে যাওয়ার জন্...
25/12/2025

কিছু কিছু অতিথি, শুভাকাঙ্ক্ষী আমাদের কাছে সবসময় স্পেশাল। যারা শুরু থেকে নিয়মিতো আমাদের পাশে ছিলো, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনুপ্রেরনা দিয়েছে, প্রায় সময়ই আমাদের হাউজবোটে এসে মজাদার খাবার গ্রহন করেছে এবং করছে কিংবা লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ যোগাচ্ছে তাদের সম্মানার্থে আজীবন আমাদের হাউজবোটে ফ্রি এন্ট্রির সুবিধা নিয়ে আমরা নিয়ে আসছি Special Entry Card.
প্রাথমিক অবস্থায় আমরা উপরোক্ত ক্রাইটেরিয়া অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে উক্ত কার্ড প্রদান করবো এবং তাদের নাম আমাদের পেজে প্রকাশ করবো। পরবর্তীতে আমাদের সাথে যারা নতুনকরে ভালোভাবে যুক্ত থাকবেন তাদেরকেও প্রদান করা হবে।

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilpoddo নীলপদ্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share