Nilpoddo নীলপদ্ম

Nilpoddo নীলপদ্ম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nilpoddo নীলপদ্ম, Digital creator, Munshiganj.

মুন্সীগঞ্জের বিনোদন প্রিয় মানুষের জন্য একটি নতুন ঠিকানা। নদীতে ভেসে ভেসে খাবার খাওয়া, নদীর অপার্থিব সৌন্দর্য অবলোকন সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই আয়োজনে। আর প্রতিনিয়ত আপনাদের সংগী হবে নিত্য নতুন চমক। যোগাযোগ 01946-004400

গা*জা*র একজন বাবা ছবিটা পোস্ট দিয়ে লেখেছেন:দেখো  রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না...
31/07/2025

গা*জা*র একজন বাবা ছবিটা পোস্ট দিয়ে লেখেছেন:
দেখো রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেলে!

যুদ্ধের আগে বাচ্চারা না খেতে চাইলে রাগ করতাম, মা**রতাম এখন খেতে চাইলে মা*রি!

ওহে বিশ্ববাসী, তোমরা কেউ বাবা হয়েছো ? তোমরা কী জানো সন্তানের মুখের খাবার ছিনিয়ে নেয়ার যন্ত্রণা কেমন হয়!

~ নাঈমা তামান্না

বান্ধবী তুই এমনি করিস ওকে 😎 আর আমার মাধ্যমে ফোন  দিস ফ্যামিলিতে যা পাবি ৫০/৫০ ওকে 😋
28/07/2025

বান্ধবী তুই এমনি করিস ওকে 😎 আর আমার মাধ্যমে ফোন দিস ফ্যামিলিতে যা পাবি ৫০/৫০ ওকে 😋

ব্যানার লাগানো হয়ে গেছে। এখন থেকে যেই রিকশাওয়ালা মামারা এই ভাড়ার বাইরে এক্সট্রা টাকা চাইবে, সরাসরি ব্যানার দেখিয়ে প্রতিহ...
25/07/2025

ব্যানার লাগানো হয়ে গেছে। এখন থেকে যেই রিকশাওয়ালা মামারা এই ভাড়ার বাইরে এক্সট্রা টাকা চাইবে, সরাসরি ব্যানার দেখিয়ে প্রতিহত করবেন।

এমন ব্যানার মুন্সীগঞ্জে হওয়া উচিৎ।।

কালকে কে,কে স্কুল থেকে ঘাটে গেলাম  আমার কাছ থেকে ৫০ টাকা রিকশাভাড়া নেয়। আমি অবাক হয়ে রিকশাওয়ালাকে বললাম, “মামা, এতো ভাড়া...
23/07/2025

কালকে কে,কে স্কুল থেকে ঘাটে গেলাম আমার কাছ থেকে ৫০ টাকা রিকশাভাড়া নেয়। আমি অবাক হয়ে রিকশাওয়ালাকে বললাম, “মামা, এতো ভাড়া কীভাবে হয়?” রিকশাওয়ালা রেগে গিয়ে বলল, “জিগায় উঠতে পারেন নাই?”
তখন কিছু বলিনি, কারণ নিজের সম্মান রক্ষা করাই ভালো মনে করেছি। আজকাল রিকশাওয়ালাদের অনেকের আচরণ এমনই হয়ে গেছে—ভাড়া নিয়ে প্রশ্ন করলেই রেগে যায়, খারাপ ব্যবহার করে।

এটা শুধু আমার একার অভিজ্ঞতা নয়, এটা মুন্সীগঞ্জ শহরের প্রতিদিনের চিত্র। খেয়াল করলে দেখা যাবে, এই শহরে মানুষ এর থেকে , রিকশা হয়ে গেছে বেশি। মুন্সীগঞ্জ শহরে ৯০% জ্যামের জন্য দায়ী এই অসংখ্য রিকশা। কাচারি, সুপার মার্কেট—যেদিকেই তাকান না কেন, রিকশার সারি লেগেই আছে।
বেশিরভাগ রিকশা চলাচল করে গ্যারেজ ভিত্তিতে। দিনের শেষে তাদের গ্যারেজ মালিককে জমা দিতে হয় ৪০০ থেকে ৪৫০ টাকা এবং তাদের ইনকাম এর অংশ । ফলে, রিকশাওয়ালারা দিনের বাকি সময়টা যেভাবেই হোক সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করে।
এজন্য তারা যাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া নেয়, যেন রীতিমতো ডাকাতি করছে।

এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া জরুরি। প্রশাসনের উচিত শহরের যান চলাচল ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং রিকশাভাড়া নির্ধারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। না হলে সাধারণ মানুষকেই বারবার হয়রানির শিকার হতে হবে।

21/07/2025

Fighter jet crashed on milestone college Uttara. Allah safe us🥲

পেটে গু'তা দিয়ে ছাতা বন্ধ করার চেয়ে, বৃষ্টিতে ভিজা সহজ লাগে। 😑
10/07/2025

পেটে গু'তা দিয়ে ছাতা বন্ধ করার চেয়ে, বৃষ্টিতে ভিজা সহজ লাগে। 😑

আমার আপনার শেষ সম্বল ।ছবিটি প্রচার করুন।😥😥😥
01/07/2025

আমার আপনার শেষ সম্বল ।
ছবিটি প্রচার করুন।😥😥😥

24/06/2025

আজ পর্যন্ত এতো বড়লোক কারোর সাথে পরিচয় হয় নাই, যে রাইতে নাইট ড্রেস পড়ে ঘুমাইতে যায়!😌

22/06/2025

আচ্ছা ইদানীং মুন্সিগঞ্জে যেকোনো রাস্তায় ই গাড়ি পাওয়া যায় না কেনো? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখা যায় কোনো খালি গাড়ি আসে না, প্রতিটা মোড়ে মোড়েই অনেক যাত্রী দাঁড়িয়ে থাকে।

এর পিছনে কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন?

Copy

17/06/2025

আসলেই কি মুন্সীগঞ্জের মেয়েরা প্রেমিকা হিসেবে ভালো?

মুন্সীগঞ্জ আজকের লঞ্চঘাট 🥰
30/05/2025

মুন্সীগঞ্জ আজকের লঞ্চঘাট 🥰

18/05/2025

মুন্সীগঞ্জের লয়েল ছেলেরা কই? বিয়ের জন্য মুন্সীগঞ্জের ছেলেরাই বেষ্ট 😎

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilpoddo নীলপদ্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share