04/04/2025
📍একদিনের সফর: মেট্রোরেল, চিড়িয়াখানা ও সৃষ্টির বিস্ময়!
আলহামদুলিল্লাহ! আজকের দিনটা ছিল এক অনন্য অভিজ্ঞতায় ভরপুর। ভাইদের সাথে সকালটা শুরু করলাম মুক্তারপুর ব্রিজ থেকে, আর তারপর এক অবিস্মরণীয় যাত্রা— মেট্রোরেল ভ্রমণ! 🚄
মেট্রোরেলের শৃঙ্খলা, আরামদায়ক ভ্রমণ ও ঢাকার উপর দিয়ে উড়াল দেওয়ার অনুভূতি সত্যিই মন ছুঁয়ে গেল! কল্পনাও করিনি, এত দ্রুতগতির এক সফর এত প্রশান্তির হতে পারে।
এরপর গেলাম চিড়িয়াখানায়, যেখানে মহান আল্লাহর সৃষ্টির অপূর্ব নিদর্শন চোখে পড়লো। সুবহানাল্লাহ! প্রতিটি পশু-পাখির মধ্যে এক অনন্য সৌন্দর্য ও বৈচিত্র্য—
🦁 বাঘের গর্জন, তার রাজকীয় চলাফেরা আর মাংস খাওয়ার দৃশ্য যেন জঙ্গলের শক্তিমত্তার প্রতিচ্ছবি।
🦌 হরিণের লাফালাফি ও মুক্ত প্রকৃতির ছোঁয়া যেন আমাদের খুঁজি প্রকৃত শান্তি কোথায়!
🦚 ময়ূরের পাখা মেলে ডাকা, এক মহিমান্বিত দৃশ্য! প্রকৃতিই যেন তার সৌন্দর্যকে বন্দনা করছে।
🦛 জলহস্তীর খাবার খাওয়া, 🦒 জিরাফের নীরব হাটা, 🐎 ঘোড়ার দৌড়, আর বিভিন্ন প্রজাতির পাখির ডাক— সবকিছুই মুগ্ধ করার মতো।
🐵 উল্লুকের লাফালাফি আর দুষ্টুমি ছিল দেখার মতো! তার চঞ্চলতা যেন প্রকৃতির এক মজার খেলা, যা দেখেই মন ভরে গেল।
এছাড়া কুমির-মাছ, ক্যাটফিশ, জেব্রা, তেলাপিয়া, হাতি ও গন্ডারের মতো প্রাণীদের দেখে মনে হলো, প্রতিটি সৃষ্টিই এক অনন্য নিদর্শন।
📖 আল্লাহ বলেন:
"নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য।" (আল ইমরান ৩:১৯০)
আজকের দিনটা কেবল একটা সফর নয়, বরং চিন্তার খোরাকও। আল্লাহ তায়ালা আমাদের চারপাশের সৃষ্টিগুলোকে দেখে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন।
🔹 তোমাদের প্রিয় ভ্রমণস্থান কোনটি? কোন প্রাণীটি তোমাদের সবচেয়ে ভালো লাগে? কমেন্টে জানাও!
#চিড়িয়াখানা #ঢাকা_চিড়িয়াখানা
#বাংলাদেশ_চিড়িয়াখানা
#বন্যপ্রাণী
#মেট্রোরেল_ভ্রমণ #সফরের_ডায়েরি #ভ্রমণ_প্রেমী