MD Sajid Dewan

MD Sajid Dewan I want my page to benefit you with different types of blog post image graphics in different situation

প্রশ্ন: মা বাবা উপযুক্ত মেয়ে কে বিয়ে না দিলে সেই মেয়ে বিয়ের জন্য পাগল হয়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে এবং সেই মেয...
07/11/2024

প্রশ্ন: মা বাবা উপযুক্ত মেয়ে কে বিয়ে না দিলে সেই মেয়ে বিয়ের জন্য পাগল হয়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে এবং সেই মেয়েটি আজ আমাদের বাসায় এসে বাইরে গোসলখানা এর মধ্যে রাতে ঢুকে ভরা বালতিতে হুইল পাউডার মিশিয়ে পানি নষ্ট করে চলে যেতে চাইছিল কিন্তু আমার ভাগ্নি হতে নাতে ধরে ফেলছে এবং এই কাজ ও প্রায় ই করে এবং আমার ভাগ্নি বলতাছে এই মেয়ে টি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আর মেয়েটি অনেক দরিদ্র ঘরের ।
বিয়ের জন্য পাগল হওয়ার কারণ কি বিস্তারিত বল?
উত্তর : বিয়ের জন্য পাগল হয়ে যাওয়ার পেছনে বিভিন্ন মানসিক, সামাজিক, এবং অর্থনৈতিক কারণ থাকতে পারে। আপনার উল্লেখিত ঘটনাটি সম্ভবত মানসিক চাপ বা ব্যক্তিগত সংকটের একটি বহিঃপ্রকাশ। বিস্তারিতভাবে বিষয়টি বিশ্লেষণ করলে নিম্নলিখিত কারণগুলো বোঝা যেতে পারে:

১. মানসিক চাপ ও হতাশা

দরিদ্র পরিবারের মেয়ে হলে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিয়ে অনেক সময় একটি সম্ভাব্য উপায় হিসেবে দেখা হয়।

বয়স বেড়ে গেলে অনেক সময় পরিবারের কাছ থেকে বিয়ের জন্য চাপ আসে।

বিয়ে না হলে সমাজের বিভিন্ন নেতিবাচক মন্তব্য মেয়েটির উপর মানসিকভাবে প্রভাব ফেলতে পারে।

২. সমাজের চাপ ও সংস্কৃতি

দরিদ্র পরিবারে মেয়েদের বিয়ে নিয়ে চিন্তাভাবনা সাধারণত তাড়াতাড়ি শুরু হয়।

বিয়ের বয়স পেরিয়ে গেলে সমাজে "বয়স হয়ে যাচ্ছে"—এমন চাপ মেয়েটির মনে হতাশা তৈরি করতে পারে।

৩. ভালোবাসার অভাব ও একাকিত্ব

অনেক সময় ভালোবাসা ও সঙ্গীর অভাব মানসিক চাপের কারণ হতে পারে।

এমন পরিস্থিতিতে বিয়ে মানসিক ও আবেগগতভাবে নিরাপত্তা পাওয়ার উপায় হিসেবে দেখা হয়।

৪. অস্থির মানসিক অবস্থা বা মানসিক রোগ

মানসিকভাবে অস্থিতিশীল কেউ এমন কাজ করতে পারে।

বিষণ্নতা, অবসাদ, বা কোনো মানসিক রোগ থাকলে এটি উদ্ভট আচরণের মাধ্যমে প্রকাশিত হতে পারে।

৫. পারিবারিক অবহেলা ও অপূর্ণতা

মেয়েটি যদি পরিবারের কাছ থেকে ভালোবাসা, সাপোর্ট বা সঠিক দিকনির্দেশনা না পেয়ে থাকে, তা তার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে।

পরিবারের মধ্যে অপূর্ণতা থাকলে সেখান থেকে মুক্তি পেতে মেয়েটি বিয়েকে একমাত্র উপায় হিসেবে মনে করতে পারে।

---

আপনার বর্ণিত ঘটনায় করণীয়:

১. মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলুন:

মেয়েটির পরিবারের অবস্থা এবং তার মানসিক অবস্থার কারণ সম্পর্কে খোঁজ নেওয়া প্রয়োজন।

২. পরামর্শ দিন:

মেয়েটিকে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়ার কথা বলুন।

দরিদ্রতা বা বিয়ের চাপে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হলে তার যথাযথ চিকিৎসা প্রয়োজন।

৩. সহানুভূতি ও সমাধানের পথে হাঁটুন:

মেয়েটির সমস্যা নিয়ে সরাসরি সমালোচনা না করে তাকে বোঝার চেষ্টা করুন।

দরিদ্রতা এবং সামাজিক চাপের কারণ বোঝাতে সহানুভূতির সঙ্গে আচরণ করুন।

এই বিষয়টি গভীরভাবে বিবেচনা করলে মেয়েটির সমস্যার সমাধান বের করা সম্ভব।






19/09/2024

একজন মানুষকে পেট ভরে খাওয়ানোর পর নির্মমভাবে হত্যা করা সভ্য সমাজের চরম লজ্জা। আমরা এ ধরনের মানবতাবিরোধী কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করি।

16/09/2024

"ঈদে মিলাদুন্নবী আমাদের স্মরণ করিয়ে দেয় সেই মহৎ ব্যক্তিত্বের, যিনি মানবজাতির জন্য শান্তি, ন্যায়বিচার ও করুণা নিয়ে এসেছিলেন। তাঁর জীবন এবং শিক্ষা আমাদের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ দেখায় এবং আলোকিত করে।"

14/09/2024

সন্তানকে শুধু ডক্টর ইঞ্জিনিয়ার নয় রাজনীতিবিদ বানানোর পরামর্শ সারজিসের।

05/09/2024

রাগ যেকোনো সম্পর্ক ধ্বংসের জন্য যথেষ্ঠ।
সেটা রক্তের সম্পর্ক হউক বা বন্ধুত্বের।

08/08/2024

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

08/08/2024

দায়িত্ব কাঁধে পড়েছে। দেশটাকে আমরা এখন নিজের ভাবতে পারি। ভালোবাসি নিজের দেশকে।

07/08/2024

Those who want to establish Insaf should come to the Interim Government. Be it Islamist or secular. That's not a big deal right now. We Require Justice.

05/08/2024

হে রাজত্বের মালিক আল্লাহ! তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও; যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত কর। তোমার হাতেই সকল কল্যাণ। নিশ্চই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। [আল-ইমরান : ২৬]

05/08/2024

নারী নেতৃত্ব আমরা আর চাই না।
একজন আদর্শ পুরুষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক।

04/08/2024

মুন্সীগঞ্জের রাজপথ আজ রক্তাত্ত।
Pray for my hometown Munshigonj

Address

Dhaka
Munshiganj

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801990858731

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Sajid Dewan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Sajid Dewan:

Share