mariam's mom

mariam's mom Hi I'm mariam's mom.Its a Bangladeshi cooking and personal vlog channel.
(18)

01/11/2025

ইলিশ ভাপা পা

গরম গরম সিঙ্গারা 👌🫶
01/11/2025

গরম গরম সিঙ্গারা 👌🫶

01/11/2025

মনে হচ্ছে না কাল্পনিক বাট এটা বাস্তব

মনটা ভালো ছিল বাট ওনারে দেখার মনটা খারাপ হয়ে গেছে মাত্র দেড় কোটি টাকার গোল্ড
01/11/2025

মনটা ভালো ছিল বাট ওনারে দেখার মনটা খারাপ হয়ে গেছে মাত্র দেড় কোটি টাকার গোল্ড

এই ছবি  দেখে অনেক অনেক খারাপ লাগলো  😰😭বলেন তো, গামছার এই এক টুকরো কাপড়ের আড়ালে কী লুকিয়ে আছে? একটি মুখ? নাকি একবুক ক*ষ্ট...
31/10/2025

এই ছবি দেখে অনেক অনেক খারাপ লাগলো 😰😭

বলেন তো, গামছার এই এক টুকরো কাপড়ের আড়ালে কী লুকিয়ে আছে? একটি মুখ? নাকি একবুক ক*ষ্ট আর এক নীরব প্রতিবাদের গল্প?

ইনি হচ্ছেন বাবুল মিয়া। তিনি একজন বাবা, তিনি একজন স্বামী এবং একজন অটোরিকশা চালক। তার প্রতিদিন জীবিকার তাগিদে তিনি পথে নামেন, কিন্তু তার পথচলা আমাদের মতো সহজ নয়। সমাজ তাকে 'ভিন্ন' চোখে দেখে। যাত্রীরা তার অটোতে উঠতে ভয় পায়, ছোট শিশুরা তাকে দেখে কেঁ*দে ওঠে। আয় কমে যায়, স*ম্মা*নটুকুও যেন হারিয়ে যায় অচেনা ভিড়ে।

আর এই ভ*য়ে*র কারণে বাধ্য হয়ে তিনি গামছা দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। উদ্দেশ্য একটাই—যেন তার চেহারা দেখে কেউ তাকে ফিরিয়ে না দেয়, যেন দুটো পয়সা আয় করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন।

এবং সবচেয়ে হৃদয়*বি*দা*র*ক ব্যাপার হলো, বাবুল মিয়া এমনটা নিয়েই জ*ন্মা*ননি। চোখের চিকিৎসার জন্য নেওয়া একটি ভুল ওষুধ তার জীবনকে এভাবেই বদলে দিয়েছে। কিন্তু সমাজের দেওয়া এই কষ্টকে তিনি হার মানতে দেননি। তার মুখে কোনো অভিযোগ নেই, আছে শুধু আল্লাহর উপর ভরসা আর পরিবারের প্রতি অগাধ ভালোবাসা। পাঁচ ওয়াক্ত নামাজ আর কঠোর পরিশ্রমে গড়া তার ছোট্ট পৃথিবীতে তিনিই এক নি*র্ভী*ক যোদ্ধা।

আর বাবুল মিয়ার গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা কত সহজে মানুষকে তার বাহিরের চেহারা দিয়ে বিচার করে ফেলি। অথচ আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার ভেতরের মানুষটার মধ্যে, তার সংগ্রাম আর সাহসিকতার মধ্যে।

এবার আসুন, পরেরবার এমন কাউকে দেখলে ভ*য় না পেয়ে তার ভেতরের মানুষটাকে চেনার চেষ্টা করি। আমাদের একটু সহানুভূতি আর সম্মানই পারে বাবুল মিয়ার মতো মানুষদের জীবনকে কিছুটা সহজ করে তুলতে।

কারণ আসল সৌন্দর্য চেহারায় নয়, হৃদয়ের গভীরে বাস করে।

Collected 👍


এভাবে তেলে ভেজে ভর্তা করলে ভর্তাটা অনেক টেস্ট হয় 👌
31/10/2025

এভাবে তেলে ভেজে ভর্তা করলে ভর্তাটা অনেক টেস্ট হয় 👌

31/10/2025

আল্লাহতায়ালা রিজিকে বরকত দান করবেন🫶

31/10/2025

আসসালাত 😢😥

যার মৃ*ত্যু খবর শুনে ৪২ জন আ*ত্ম*ঘা**তি হয়েছিলো। তাহলে সেই মানুষ টা কত টা জনপ্রিয়। যার জনপ্রিয়তা ত্রিশ বছরেরও অ*ক্ষ*ত আছ...
31/10/2025

যার মৃ*ত্যু খবর শুনে ৪২ জন আ*ত্ম*ঘা**তি হয়েছিলো। তাহলে সেই মানুষ টা কত টা জনপ্রিয়।

যার জনপ্রিয়তা ত্রিশ বছরেরও অ*ক্ষ*ত আছে।

যে ছেলের জন্য বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে পা*গ*ল অথচ তার বউ ছিলো পর পুরুষের প্রতি আ*কৃ*ষ্ট।

রূপবতী নয় গুনবতী কি না সেটা যাচাই করে জীবন সঙ্গী বানানো উচিত।

31/10/2025

কেয়ামতের দিন সর্বপ্রথম

প্রয়াত নায়ক সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক কে যখন প্রশ্ন করা হয় সালমান মা*রা যাওয়ার পর কেন তিনি তার(সালমানের) বন্ধুক...
31/10/2025

প্রয়াত নায়ক সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক কে যখন প্রশ্ন করা হয় সালমান মা*রা যাওয়ার পর কেন তিনি তার(সালমানের) বন্ধুকে বিয়ে করেছিলেন?উত্তরে একপ্রকার ব্য*ঙ্গ এবং উ*গ্র*তা দেখিয়েছিলেন তিনি এবং সাবেক শাশুড়ি নীলা চৌধুরীর বি*রু*দ্ধে এ*লি*গে*শন এনে বলেছিলেন,'সেই এতো খা*রা*প জানা সত্ত্বেও কেন তাকে নীলা চৌধুরী তার ছোট ছেলের বউ করে রেখে দিতে চেয়েছিলেন।' তবে সালমান শাহ'র মা নীলা চৌধুরীর মতে 'সামিরা এসব মি*থ্যা কথা বলতেছে।' শুধু কি তাই,
সামিরা এক সাক্ষাৎকারে তার নিজের নামে বনানীতে সালমানের কিনা একটা ফ্ল্যাট এবং বিবাহবার্ষিকীতে তাকে গিপ্ট করা একটা লাল রঙের গাড়িও নীলা চৌধুরী ভোগ করতেছে বলে জ*ঘ*ন্য এ*লি*গে*শন আনেন।


আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*...
30/10/2025

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,
দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*তের চিহ্ন, ক্ষ-ত আর নীল দাগে ভরা পুরো দে"হ,জন্মের পর থেকেই মা*ন*সিক ভার*সাম্য*হীনতার বোঝা বয়ে বেড়াচ্ছে!!

সন্তানকে ভালোবাসা সত্ত্বেও বাবা-মা তাকে শি"কলে বেঁ*ধে রাখেন—নিজের শরী"রটা"কে নিজের হাত থেকে বাঁ"*চাতে। ভাবা যায়? প্রতিদিন একজন মা সন্তানের হাত-পা বেঁ"ধে রাখে, শুধু তাকে জী"বি"ত রাখার আশায়।

রিকশা চালক বাবা সুজন মিয়া আর গা*র্মেন্টস কর্মী মা তাসলিমা—কত পরি*শ্র"ম করেও জোটাতে পারেন না সন্তানের চি"কিৎ"সার টাকা। ছোট্ট তাছিন ব্য*থা*য় কাঁ*দে, কখনো আবার নিজেকেই আ"ঘা"ত করে। অথচ এই বয়সে তার তো আনন্দে দৌড়ানোর কথা ছিল, খেলাধুলায় মেতে থাকার কথা ছিল।।

সমাজ, একটি দেশ যদি এই শি"শুটির দায়িত্ব নেয়—তাহলেই মা হয়তো আবার সন্তানের শিকল খুলে বুকভরা ভালোবাসায় জড়িয়ে ধরতে পারবে!!!!

(C)

Address

Dhaka
Munshiganj
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when mariam's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share