ধোঁয়া Dʜᴏᴡᴀ 𓆤

ধোঁয়া Dʜᴏᴡᴀ 𓆤 কিছু কথা ♨𓆤
এই পেজের পোস্ট দেখে কেউ আমার ব্যাক্তিত্ব বিচার করবেন না। এগুলো শুধু আমার চিত্তের প্রশান্তির জন্য 💝
(4)

    💙🥀     💙🥀
27/11/2025

💙🥀 💙🥀

17/11/2025

আমরা নিজের চোখে টাইটানিক ডুবা দেখি নাই, কিন্ত নৌকা ডুবতে দেখেছি!😁🙃

16/11/2025

প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে সময়মত পূরণ না হলে, পড়ে আর সেই শখ আনন্দ দেয় না... আগ্রহ থাকে না 🥰🎀💙

14/11/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🖤

10/07/2025

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো ময়নার চাচার সাথে।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা কে একসঙ্গে উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পাই ময়না।

ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কর্তন করে তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করে। দেখা গেলো ময়না কোনভাবেই মৃত্যু বরণ করতেছে না!
তাই চাচা ময়নার লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেন তখন ময়না মুহূর্তে মৃত্যু বরণ করেন😭

তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে।ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ। কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাস্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে। বাবা সংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন,আমার মেয়ে কোন একটা বিষয় জেনে গেছে,যারফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো।এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন মেয়ের hoত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করেছেন।

এই নিষ্ঠুর মা কারো জীবনে যেন না হয় !!

সংগৃহীত।

16/06/2025

তিনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা যে কীনা একাই লড়াই করে যাচ্ছেন,আল্লাহ সহায় হোক আমিন ❤️🌸

14/06/2025

চাঁদ 💙

02/06/2025

যে তোমারে কোনোদিনও চায় নাই, সে তোমারে পাইছে।

যে তোমারে পায় নাই-সে তোমারে মোনাজাতেও চাইছে।

05/05/2025

৬৯০ টাকার সরকারি এলপি গ্যাস ১৪০০/১৫০০ টাকায় বিক্রি করে বছরে ৭০ থেকে ৮০ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে কামলা থেকে আমলা পর্যন্ত সিন্ডিকেট চক্র🥺

19/03/2025

হে আল্লাহ রোজাদার ব্যাক্তিদের উপহার হিসেবে,ইসরায়েলকে ধংশ করে দাও🤲💔🥹

03/03/2025

সেহরির সময় 'মা' নামক এলার্ম সারা জীবন বেঁচে থাকুক।❤️

02/03/2025

সেহেরিতে অনলাইনে না দেখলে মানুষ ভাববে রোজা রাখি নাই তাই আসলাম।

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধোঁয়া Dʜᴏᴡᴀ 𓆤 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share