Rojoni's Dairy

Rojoni's Dairy আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নই
���

10/04/2025
100%🫰🌼
10/04/2025

100%🫰🌼

স্বামীকে যতই আপন করে নাওনা কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয়না৷ সে কখনোই তার পরিবারের চেয়ে ...
10/04/2025

স্বামীকে যতই আপন করে নাওনা কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয়না৷ সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশী ভালোবাসবে না। কিন্তু একজন স্ত্রী? আজীবন নিঃস্বার্থ ভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে। স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে! অথচ একজন স্বামী? তার স্ত্রী সঠিক হলেও স্ত্রীকে সঠিক বলতে পারেনা। কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারেনা। তার পরিবার যতই ভুল হোক আর স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক,ঘুরে ফিরে স্ত্রীই খারাপ হবে। বাস্তবতা ।

ক্রিম আফা গ্রেপ্তার,বাচ্ছাকে হেফাজতে নেয়া হয়েছে।ভিউ পাওয়ার জন্য জন্মের পর থেকে বাচ্ছাকে নি*র্যাতন করত,ছোট বাচ্ছাটা হাসি ...
10/04/2025

ক্রিম আফা গ্রেপ্তার,বাচ্ছাকে হেফাজতে নেয়া হয়েছে।ভিউ পাওয়ার জন্য জন্মের পর থেকে বাচ্ছাকে নি*র্যাতন করত,ছোট বাচ্ছাটা হাসি কি জিনিস ভুলেই গেছে তার আচরণ এ সব সময় ভয় কাজ করত😔👍

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
07/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী..


কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, সেন্টার পয়েন্ট হবে ফিলি-স্তিন।এটা কোরআনের ওয়াদা। গা-যা আজকেই শেষ হয়ে যাবে না, ...
07/04/2025

কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, সেন্টার পয়েন্ট হবে ফিলি-স্তিন।এটা কোরআনের ওয়াদা। গা-যা আজকেই শেষ হয়ে যাবে না, যতদিন এই দুনিয়া আছে ততদিন গা-যা ও ফি-লিস্তান আছে।

আশার আলো হয়ে একজন আসবেন এবং তিনি অবশ্যই আসবেন।
আর তার হাত ধরেই আমরা বিজয়ের পথে হাটবো।
ইনশাআল্লাহ..


আর কিছু বাকি নেই, সব মিশে গেছে 🇵🇸💔😥
06/04/2025

আর কিছু বাকি নেই, সব মিশে গেছে 🇵🇸💔😥

যে ভালোবাসা প্রতিনিয়ত মানসিক অশান্তি দেয়। মনে কষ্ট দেয়। বুকের মধ্যে ব্যথার সৃষ্টি করে; সে ভালোবাসা না পেলেই বোধহয় ভালো।এ...
28/03/2025

যে ভালোবাসা প্রতিনিয়ত মানসিক অশান্তি দেয়। মনে কষ্ট দেয়। বুকের মধ্যে ব্যথার সৃষ্টি করে; সে ভালোবাসা না পেলেই বোধহয় ভালো।

এমন ভালোবাসা হারিয়ে ফেলার সুন্দর উপলব্ধি হলো এখানে শুধু না পাওয়ার কষ্ট টাই থাকে।
প্রতিনিয়ত নতুন নতুন আঘাত; ব্যথা, যন্ত্রণার আগমন ঘটেনা।

শুধুমাত্র ভালোবাসি বলেই হারাতে চাইনা, এমন চিন্তাভাবনা রাখা নিজের জন্য ক্ষতিকর। যেখানে সম্মান নেই; বিশ্বাস নেই, ভরসা নেই- সেখান থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই উত্তম।❤️

সহ্য করতে পারি বলে সব কি করা যায়,,কিছু কথা এমন আছে মেনে নেওয়া দায়! খোঁচা দিয়ে কথা বলেন না ধরেও পারি না, ধরলে বলেন তর্ক ...
27/03/2025

সহ্য করতে পারি বলে
সব কি করা যায়,,
কিছু কথা এমন আছে মেনে নেওয়া দায়!
খোঁচা দিয়ে কথা বলেন
না ধরেও পারি না,
ধরলে বলেন তর্ক করি কোন কথা ছাড়ি না।
প্রতিবেশি সবাই জানেন বউ খুবই ঝগড়াটে,
সত্য মিথ্যা কেউ দেখেন না কেমন করে দিন কাটে।

কোন মেয়েই খারাপ বউমার স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি তে আসে না,, তাদের পরিবর্তন করে শ্বশুর বাড়ির লোক জন।

স্ত্রী তাঁর মৃত স্বামীর জামা এভা‌বে আট বছর ধরে ঝুলি‌য়ে রে‌খে‌ছে! সব সময় জামার পকেটে টাকা রাখত।যখনই তার সন্তানরা তার কাছে...
27/03/2025

স্ত্রী তাঁর মৃত স্বামীর জামা এভা‌বে আট বছর ধরে ঝুলি‌য়ে রে‌খে‌ছে! সব সময় জামার পকেটে টাকা রাখত।

যখনই তার সন্তানরা তার কাছে টাকা চায়,
সে বলত: তোমার বাবার পকেট থেকে নাও।
যাতে সন্তানরা বাবার স্মৃতি ভুলে না যায়..!!

💖 || মা এক‌টি বিদ‌্যালয়
মা-বোন দের জেহান ঠিক হয়ে গেলে, সব কিছুই সুন্দর থেকে সুন্দর হবে। মাস্তুরাতের পিছনে মেহনত করা দরকার.....
রোজানা ঘরে তালিম.... মা বোনদের সাপ্তাহিক ইস্তেমায়ী তালিমে পাঠানো.... তাদের নিয়ে কখনো কখনো আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া।

কিছু মানুষের কথার আ'ঘাত এতোটাই  ভ'য়ংক'র, যা কলিজা ছেঁ'দা কইরা এপার থেকে ওপারে চলে যায়❤️‍🩹
25/03/2025

কিছু মানুষের কথার আ'ঘাত এতোটাই ভ'য়ংক'র, যা কলিজা ছেঁ'দা কইরা এপার থেকে ওপারে চলে যায়❤️‍🩹

Address

Kamargaon, Sreenagar
Munshiganj
1556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rojoni's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category