
14/09/2025
শ্রীনগর থানায় মাদক মামলায় সাজা/প্রাপ্ত পলাতক আ/সামী সাইফুল ইসলাম (২৯) কে ঢাকা জেলার দোহার উপজেলার শান্তিনগর এলাকা থেকে গ্রেফ/তার করেছে র্যাব-১০।সাইফুল ইসলামের বাড়ি উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায়।তার বাবার নাম মো: দ্বীন ইসলাম মোল্লা।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার সকাল সারে ১১টায় অভিযান পরিচালনা করে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জিআর মামলা নং- ১৭০/২০ এর সাজা/প্রাপ্ত পলাতক আসামি মো: সাইফুল ইসলাম কে গ্রেফ/তার করা হয়।পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।