Dyed dreams bd

Dyed dreams bd আমার পেজটি একদমই নতুন সকলের সহযোগিতা কামনা করছি। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

21/12/2024
মিস করি তোদের অনেক................
30/08/2024

মিস করি তোদের অনেক................

অভিনন্দন মুন্সিগঞ্জের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম স্যার’কে। স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে নির্বাচিত হওয়ায়।
16/08/2024

অভিনন্দন মুন্সিগঞ্জের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম স্যার’কে। স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে নির্বাচিত হওয়ায়।

05/05/2024

একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো,
''ভালবাসা কি?''
শিক্ষক বললো, ''আমি তোমার উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।
আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''
' 'কিন্তু একটা শর্ত আছে, তুমি
সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজ়ে নিয়ে আসবে এবং
খুঁজতেখুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে
গেছ
তা আর নিতে পারবে না''
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার
ক্ষেতের
প্রথম সারিতে খোঁজা শুরুকরলো।
সেই
সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু
সে ভাবলো... হয়তো সামনের
সারিতে
আরো বড়
কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।
পরে, যখন সে মাঠের অর্ধেকের
বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো
ঠিক
অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে
পেয়েছিল।
ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড়
ভুট্টাটি সে পেছনেই ফেলে
এসেছে
এবং এজন্য
তার অনুশোচনার শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ
দিয়ে খালি হাতে টিচারের
কাছে
ফিরে এল।
টিচার তাকে বললো,''....এটাই
ভালবাসা....তুমি
হয়তো জীবনে কাউকেখুঁজে
পেয়েছো,কিন্তু তবু
আরো ভাল কাউকে পাওয়ার আশায়
যদি
খুঁজতেই
থাকো,এমন একদিন আসবে যেদিন
তুমি উপলব্ধি করবে যে, তোমার জন্য
সবচেয়ে ভাল
মানুষটিকে তুমি পেছনে হারিয়ে
ফেলেছো।
তখন আর তাকে ফিরে পাওয়ার কোন
উপায়
থাকবে না....💔💔💔
এটাই ভালোবাসা ।
অর্থ সম্পদ টাকা-পয়সার সম্মান ভালোবাসা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত 🖤
#কাব্য #

সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
10/04/2024

সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

পুলিশের ঈদ উদযাপন
10/04/2024

পুলিশের ঈদ উদযাপন

যদি প্রশ্ন করা হয় যে, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত কোনটি?মহান রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন এটাই কি আমাদের জন্য ...
11/03/2024

যদি প্রশ্ন করা হয় যে, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত কোনটি?
মহান রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন এটাই কি আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত নয় কি?
**পবিত্র মাহে রমযানের শুভেচ্ছা সকলকে।
**আল্লাহ এই মাহে রমযান মাসে যে সকল অসাধু ব্যবসায়ীরা নিত্য-পণ্যের দাম ইচ্ছাকৃত বাড়িয়ে ব্যবসা করে অধিক মুনাফা পাবার আশায় তাদেরকে তো আর আমরা কিছু বলার ক্ষমতা রাখিনা তবে আল্লাহ আপনী চাইলে তাদের হেদায়েত করতে পারেন তাদের বুঝার ক্ষমতা দান করুণ।

# # সর্বশেষে সকল মুসলমানকে আপনি সুস্থতা দান করুণ এবং সকলকে এই মাহে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুণ আমিন।

Address

House No; 133
Munshiganj
1510

Telephone

+8801861053152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dyed dreams bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dyed dreams bd:

Share