Chef Zahid

৫ কেজি চালে এবং ৫ কেজি গরু/খাসির মাংসের খিচুড়ি রান্না উপকরণ এই পরিমান ৪৫-৫৫ জন খেতে পারবে, আপনি কতজনকে খাওয়াবেন সেটা আপন...
01/08/2025

৫ কেজি চালে এবং ৫ কেজি গরু/খাসির মাংসের খিচুড়ি রান্না উপকরণ

এই পরিমান ৪৫-৫৫ জন খেতে পারবে, আপনি কতজনকে খাওয়াবেন সেটা আপনার উপর নির্ভর করবে।

উপকরণ:

চাল: ৫ কেজি ( ভাতের চাল)
মসুর ডাল: ১.৫ কেজি
মুগ ডাল : ১/২ কেজি
গরুর মাংস বা খাসির মাংস: ৫ কেজি
পেঁয়াজ: ৭০০ গ্রাম- ১ কেজি (স্লাইস করা)
রসুন: ১০০ গ্রাম (বাটা)
আদা: ১০০ গ্রাম (বাটা)
হলুদ গুঁড়া: ১.৫ - ৩ টেবিল চামচ
কাঁচা মরিচ ২৫-৩০ টি
মরিচ গুঁড়া: ঝাল অনুযায়ী যেমন খাবেন ( ২.৫-৪ টেবিল চামচ)
ধনিয়া গুড়ো : ২ চা চা

গরম মসলা: ৩ টেবিল চামচ (দারুচিনি, এলাচ, লবঙ্গ) আস্ত দিলে দারুচিনি ৬-৭ টা, এলাচ ১০-১২ টা, লবঙ্গ ৭-৮ টা।

তেজপাতা: ৭-৮টি
জিরা গুঁড়া: ৫০-৬০ গ্রাম
লবণ: স্বাদ অনুযায়ী
তেল : ১.৫ কেজি

পানি: ১৪ লিটার (রান্নার সময় অনুযায়ী কম-বেশি করতে পারেন)

*****অতিরিক্ত স্বাদের জন্য নিচের মসলা ব্যবহার করতে পারেন

* জয়ফল ২ টি বাটা
* জয়েত্রি ১৫ গ্রাম বাটা
* স্টার এনিস ২ টা বাটা
* সাদা গোল মরিচ ১০ গ্রাম
* মিষ্টি মরিচ/মৌরি ১০ গ্রাম বাটা
* টমেটো সস ৩০ গ্রাম
* আলুবোখারা ১৫ টা

বি:দ্র: পোলাও চাল দিয়ে রান্না করলে প্রতি কেজি চালের জন্য ১.৮ লিটার পানি দিতে হবে।

31/07/2025

৩০০ টুকরো মুরগির রোস্ট মোহন বাবুর্চির বিয়ে বাড়ির স্পেশাল আইটেম

🥩 ৫ কেজি গরুর মাংসের কারি – উপকরণ তালিকা🧅 মূল উপকরণ: • গরুর মাংস – ৫ কেজি (হাড্ডিসহ মাঝারি টুকরা) • পেঁয়াজ – ১- ১.৫কেজি ...
30/07/2025

🥩 ৫ কেজি গরুর মাংসের কারি – উপকরণ তালিকা

🧅 মূল উপকরণ:
• গরুর মাংস – ৫ কেজি (হাড্ডিসহ মাঝারি টুকরা)
• পেঁয়াজ – ১- ১.৫কেজি (কুচি করে কাটা)
• রসুন বাটা – ১৫০ গ্রাম
• আদা বাটা – ১৫০ গ্রাম
• টমেটো – ৫০০ গ্রাম (ঐচ্ছিক)
• দই – ২৫০ গ্রাম (ঝোল গাঢ় করতে)

🧂 মসলা:
• হলুদ গুঁড়া – ৩ টেবিল চামচ
• মরিচ গুঁড়া – ৫ টেবিল চামচ (কম-বেশি ঝালমতন)
• ধনে গুঁড়া – ৪ টেবিল চামচ
• জিরা গুঁড়া – ২ টেবিল চামচ
• গরম মসলা গুঁড়া – ২ টেবিল চামচ
• তেজপাতা – ৪–৫ টি
• দারুচিনি – ৪–৫ টুকরা
• এলাচ – ৮–১০টি
• লবঙ্গ – ৮–১০টি
• লবণ – পরিমাণমতো (প্রায় ৭০–৮০ গ্রাম)

🛢️ অন্যান্য:
• তেল – ৫০০ মি.লি. (সয়াবিন/সরিষা)
• পানি – প্রয়োজনমতো (ঝোল কতটা চাই তার উপর নির্ভর করে)
• কাঁচা মরিচ – ২০–২৫টি (চিরে নিলে সুগন্ধ ভালো হয়)

চাইলে আরো কিছু মসলা ব্যবহার করতে পারেন

জয়ফল ১ টা
যয়েত্রি বাটা ১/২ চা চা
স্টার এনিস ৩ টা গুড়ো
কাবাব চিনি ৫ গ্রাম / ১০-১৫ টা
সাদা গোল মরিচ বাটা ১.৫ চা চা
পোস্ত দানা বাটা ২ চা চা
বাদাম বাটা ৩ টেবিল চামচ

29/07/2025

মোহন বাবুর্চি বিয়ে বাড়ির ২০ কেজি চালের পোলাও রান্না

28/07/2025

ভাইরে ভাই! সকাল সকাল গরুর মাংসের গরম গরম খিচুরি সেই স্বাদ 🤤🤤🤤

27/07/2025

বিয়ে বাড়ির স্পেশাল ঘি পোলাও রান্না মোহন বাবুর্চি

26/07/2025

বিয়ে বাড়ির গরু/র মাং/স রান্না মোহন বাবুর্চি

26/07/2025

বিয়ে বাড়ির সকালের নাস্তা স্পেশাল বিফ খিচুড়ি মোহন বাবুর্চি

21/07/2025

মোহন বাবুর্চির চাটনি তৈরি বিয়ে বাড়ির স্পেশাল

18/07/2025

চলছে মোহন বাবুর্চির আজকের প্রগ্রামের রান্না

Address

Baraikhali
Munshiganj
1544

Telephone

+8801680452911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chef Zahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share