06/05/2025
আমার প্রিয় 💗স্বামী,
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তোমার মতো একজন সহধর্মী দিয়েছেন। তুমি শুধু আমার দুনিয়ার সঙ্গী নও, আমি তোমাকে চিরকাল জান্নাতে চাই—ইনশাআল্লাহ।
তোমার ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্বশীলতা আমাকে বুঝিয়ে দেয়, তুমি আল্লাহর দেওয়া এক অপূর্ব নিয়ামত। আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ যেন আমাদের সম্পর্ককে হালাল ভালোবাসায় পূর্ণ রাখেন এবং জান্নাতের পথে একসাথে রাখেন।
তুমি যখন নামাজে দাঁড়াও, কুরআন তিলাওয়াত করো, আমি গর্ব অনুভব করি। কারণ একজন মুত্তাকি স্বামীর ছায়াতেই একজন স্ত্রী নিরাপদ ও পূর্ণতা পায়।
হে প্রিয়, আল্লাহ যেন আমাদের দু’জনকেই তাঁর পথে অটল রাখেন, একে অপরের জন্য রহমত হিসেবে কবুল করেন এবং আমাদের মিলন জান্নাতেও স্থায়ী করেন।
ভালোবাসায় ও দোয়ায়—
তোমার স্ত্রী।
ফা****