দক্ষিন কামারখাড়া ফাতেমা জামে মসজিদ

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • দক্ষিন কামারখাড়া ফাতেমা জামে মসজিদ

দক্ষিন কামারখাড়া ফাতেমা জামে মসজিদ Mosque with the madrasa of our society. Islamic Qur'an and Sunnah based institutions. Islamic ideals are a significant medium for the development of values.

Islamic Institution of social Community mosques.

27/05/2025

কোরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার গুরুত্ব কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ‘কোরবানি’ শব্দটি আরবি, যার অর্থ সান্নিধ্য লাভ করা বা আল্লাহর নিকটবর্তী হওয়া। হাদিসে এসেছে, “যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না আসে।” (তিরমিজি)

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কোরবানির দিনে কোরবানির চেয়ে উত্তম কোনো আমল নেই। কিয়ামতের দিন কোরবানিকৃত পশু শিং, খুর ও পশমসহ পেশ করা হবে। এর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাই তোমরা আনন্দের সাথে কোরবানি করো।”

তবে অনেকের মনেই প্রশ্ন জাগে— ঋণ থাকলে কি কোরবানি দেওয়া যাবে?

এই বিষয়ে ফিকহবিদগণ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন: কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ‘নেসাব’ পরিমাণ সম্পদ থাকা জরুরি। যাকাতের মতো এক বছর ধরে মালিক থাকার শর্ত এখানে প্রযোজ্য নয়। বরং জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত সময়ের যেকোনো মুহূর্তে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে।

যদি কারো ওপর ঋণ থাকে এবং তা পরিশোধের পর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নেসাব পরিমাণ না থাকে, তাহলে কোরবানি ওয়াজিব হবে না। তবে ঋণ পরিশোধের পরও যদি নেসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে কোরবানি করতে হবে।

নেসাবের মানদণ্ড অনুযায়ী, সাড়ে সাত ভরি স্বর্ণ, সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা এর সমপরিমাণ অর্থ বা সম্পদ (যেমন অলঙ্কার, নগদ অর্থ, বাড়তি জমি বা আসবাবপত্র) থাকলে তা কোরবানির নেসাবে গণ্য হবে।

ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে বলেন, কেবল ঋণ থাকা মানেই কোরবানি থেকে বিরত থাকা যাবে না। যদি ঋণ দীর্ঘমেয়াদি হয় এবং পরিশোধের সময় এখনও বাকি থাকে, আর ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখেন, তবে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় কেউ ঋণের মধ্যে থেকেও স্বচ্ছল জীবন যাপন করেন—বাড়ি, গাড়ি, ব্যবসা রয়েছে। তিনি যদি কেবল ঋণের অজুহাতে কোরবানি থেকে বিরত থাকেন, তাহলে তা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

শায়খ আহমাদুল্লাহ সকল মুসলমানকে শরিয়তের নির্দেশনা অনুযায়ী কোরবানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান, যেন দীন ও দুনিয়ার ভারসাম্য রক্ষা করা যায়।

31/01/2025

রমজানের আগে থেকেই রাসূল সাঃ এই দোয়া টা পড়তেন। “আল্লাহুম্মা বাল্লিগনা ফি রামাদান, ওয়া বারিকলানা ফিহি।”

অর্থঃ আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, এবং সেখানে বরকত দিন।
পড়া শেষ হলে বলেন আমিন।🤲

দক্ষিণ কামারখারা হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে  তৃতীয় বার্ষিক ওয়াজ ও ...
30/12/2024

দক্ষিণ কামারখারা হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

With HM Ismail – I just got recognised as one of their top fans! 🎉
31/10/2024

With HM Ismail – I just got recognised as one of their top fans! 🎉

19/04/2024

Address

Dighirpar School Road
Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিন কামারখাড়া ফাতেমা জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share