বিনোদনে মুন্সীগঞ্জ

বিনোদনে মুন্সীগঞ্জ প্রানের শহর মুন্সীগঞ্জ

খাল বাঁচাও, মিরকাদিম বাঁচাওমুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নিয়েছেন“রিকাবীবাজার খাল ও সং...
23/10/2025

খাল বাঁচাও, মিরকাদিম বাঁচাও
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নিয়েছেন

“রিকাবীবাজার খাল ও সংযুক্ত শাখা খালসমূহ খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি”-তে।

কর্মসূচির বিবরণ

স্থান: রিকাবীবাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজ, মিরকাদিম, মুন্সীগঞ্জ

তারিখ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সময়: সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত

আয়োজক: মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ

আমাদের মূল দাবি ও উদ্দেশ্য

১. রিকাবীবাজার–ইছামতী খাল অবিলম্বে খনন করে পানি প্রবাহ ফিরিয়ে আনতে হবে।

২. খালের দুই তীর থেকে সব অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।

৩. মিরকাদিমে ডাস্টবিন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করতে হবে।

৪. "মিরকাদিম খাল খনন প্রকল্প" সরকারি বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. খালের দুই পাড়ে সবুজ বৃক্ষশোভিত ওয়াকওয়ে ও বসার বেঞ্চ নির্মাণ করতে হবে।

৬. পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্থায়ী সীমানা নির্ধারণ করতে হবে।

৭. নাগরিক সচেতনতা বাড়াতে ডেঙ্গু ও পরিবেশ দূষণ প্রতিরোধে প্রচার কার্যক্রম চালাতে হবে।

৮. অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালপাড়ে মুক্তমঞ্চ, নারী অঙ্গন, শিশুদের খেলার রাইড ও ব্যয়ামাগার নির্মাণ করতে হবে।

কেন এই আন্দোলন প্রয়োজন

১. রিকাবীবাজার–ইছামতী খাল ছিল মিরকাদিমের প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থার প্রধান ধমনী।

২. খালের প্রবাহ বন্ধ থাকায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

৩. স্থবির পানির কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ বাড়ছে।

৪. খাল হারালে শহরের ভারসাম্য, কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

৫. পরিষ্কার খাল মানেই সুস্থ জীবন ও নিরাপদ ভবিষ্যৎ।

আমাদের অঙ্গীকার

আমরা রাজনীতি করি না, আমরা দায়িত্ব নিই।

আমরা দোষ দিই না, আমরা সমাধান চাই।

আমরা শপথ নিচ্ছি— মিরকাদিমের খালে নতুন জীবন ফিরিয়ে আনব।

আমরা মাঠে নামব, রাস্তায় দাঁড়াব, কণ্ঠ তুলব— যতদিন না খালে আবার জল বইছে।

আমরা রোভার, আমরা সেবায় নিয়োজিত।

আমাদের বিশ্বাস

খাল বাঁচলে শহর বাঁচবে, শহর বাঁচলে প্রকৃতি বাঁচবে।

প্রকৃতি বাঁচানো মানে আগামী প্রজন্মকে বাঁচানো।

একসাথে আমরা পারব মিরকাদিমকে ফিরিয়ে আনতে তার প্রাণ।

স্লোগান

খাল বাঁচাও, মিরকাদিম বাঁচাও

রোগ নয়, প্রবাহ চাই — ডেঙ্গুমুক্ত মিরকাদিম চাই

খাল হারালে জীবন হারাবো — এখনই সময় দাঁড়ানোর

সবুজ বৃক্ষশোভিত খালই হবে আমাদের ভবিষ্যৎ মিরকাদিম

23/10/2025

মুন্সীগঞ্জের নাগিনী গুলো

23/10/2025

Sorry Sorry!

তাই তো হরগঙ্গা কলেজ টা এত ঠান্ডা
23/10/2025

তাই তো হরগঙ্গা কলেজ টা এত ঠান্ডা

জেলার বাইরেও মুন্সীগঞ্জের দোকান!
23/10/2025

জেলার বাইরেও মুন্সীগঞ্জের দোকান!

মুন্সীগঞ্জে তিনটি হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউন্সিলর সাগর সহযোগীসহ গ্রেফতারমুন্সীগঞ্জে তিনটি হত্যা মামলার প্রধান আসামি ...
23/10/2025

মুন্সীগঞ্জে তিনটি হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউন্সিলর সাগর সহযোগীসহ গ্রেফতার

মুন্সীগঞ্জে তিনটি হত্যা মামলার প্রধান আসামি ও পৌরসভার কাউন্সিলর, নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সেক্রেটারি সাজ্জাত হোসেন সাগরকে সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. সাজ্জাত হোসেন সাগর (৩০) মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সেক্রেটারি। তিনি শহরের চর শিলমন্দি এলাকার মো. আবুল হাসেম গাজী ও বিলকিস বেগমের পুত্র।

ডিবি পুলিশ জানায়, সাজ্জাত হোসেন সাগর গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন করেন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

অভিযানে তার সহযোগী মো. সাগর মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়। তিনি মিরকাদিম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চিশতিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, সাজ্জাত হোসেন সাগর পূর্বে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

Amar Bikrampur এর এই নিউজ টা তে আমাদের মুন্সীগঞ্জের ডিসি ম্যাডাম কে অবমাননা করা হচ্ছে!  উক্ত ব্যক্তি কে আইনের আওতায় এনে ...
22/10/2025

Amar Bikrampur এর এই নিউজ টা তে আমাদের মুন্সীগঞ্জের ডিসি ম্যাডাম কে অবমাননা করা হচ্ছে! উক্ত ব্যক্তি কে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক

মুন্সীগঞ্জের মেয়েদের ভালো_পাসা 🐸
19/10/2025

মুন্সীগঞ্জের মেয়েদের ভালো_পাসা 🐸

my new YouTube channel, please like and subscribe
19/10/2025

my new YouTube channel, please like and subscribe

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

19/10/2025

এটা স্মার্ট বাংলাদেশ!

18/10/2025

মুন্সীগঞ্জের মেয়েরা নাকি নাগিনী 🪱

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিনোদনে মুন্সীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share