Ƭʜᴇᴹᵈ ᴺᵃʸᵉᵐ ᴵˢˡᵃᵐヅ

Ƭʜᴇᴹᵈ ᴺᵃʸᵉᵐ ᴵˢˡᵃᵐヅ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ƭʜᴇᴹᵈ ᴺᵃʸᵉᵐ ᴵˢˡᵃᵐヅ, Digital creator, Munshiganj.

05/04/2025

ঘন্টার পর ঘন্টা ফেঁচবুকে বা হোয়াটসঅ্যাপে কথা বলাটা কে প্রেম বলে না।

নিরব শহরটা কোলাহলে ছেঁয়ে গেছে-কিন্তু আমার হৃদয় টা থমকে গেছে;বাহারী ফুলে সেজেছে প্রকৃতি, সুবাস ছড়িয়েছে বাতাসে। সন্ধ্যার আ...
17/03/2025

নিরব শহরটা কোলাহলে ছেঁয়ে গেছে-
কিন্তু আমার হৃদয় টা থমকে গেছে;
বাহারী ফুলে সেজেছে প্রকৃতি,
সুবাস ছড়িয়েছে বাতাসে।

সন্ধ্যার আকাশে মিটিমিটি জ্বলছে তাঁরা,
তবুও আমার আকাশ টা ছেঁয়েছে আঁধারে;
ব্যস্ততা ফেলে পাখিরা ফিরেছে নীড়ে-
সকালের অপেক্ষায় আশ্রয় খুজেছে গাছের ডালে।

ডেকেছি আঁধারে রবের দুয়ারে
দেয়নি ফিরিয়ে এ-ই পাপী বান্দারে,
আঁধার ফুরিয়ে আলোরা এসেছে;
দিনের শুরুতে ভোরের ছোঁয়াতে-
ফজর কেটেছে মোর বিভোর ঘুমেতে।

তবুও তিনি রহম করেছে,বারাকাহ্ দিয়েছে;
দিচ্ছে খেতে সকাল,সন্ধ্যা ও রাতে।

__নাঈম ইসলাম

তুমি নামক মেঘের গর্জনে আমি থেমে যেতে চাই,আচমকা দমকা হাওয়ায় আবার তোমাকেই খুজতে চাই;ঝিরিঝিরি বৃষ্টির স্পর্শে আমি তোমাকে অন...
11/03/2025

তুমি নামক মেঘের গর্জনে আমি থেমে যেতে চাই,
আচমকা দমকা হাওয়ায় আবার তোমাকেই খুজতে চাই;
ঝিরিঝিরি বৃষ্টির স্পর্শে আমি তোমাকে অনুভব করতে চাই।

খোলা আকাশের নিচে সবুজ অরণ্যে আমি তোমাকে পাশে চাই,
বসন্তে ফুটে উঠা বাহারী ফুলের মাঝেও আমি তোমাকেই খুজে যাই ;
শরতের কাশবনে তুমি সদ্য-ফুটে উঠা এক কোমল কাশ-ফুল।
ছুঁয়ে দেওয়া মাত্র নিজেকে ছড়িয়ে দাও বাতাসে,
হারিয়ে যাও বাতাসের প্রবল বেগে।

© Md. NaYem IsLam

ভালোবাসার মানুষ নয়!!বরং ভরসা এবং বিশ্বাস যোগ্য ২টি হাত প্রয়োজন। যার কাছে নিজের সুখ-দুঃখ গুলো কোনো প্রকার দ্বিধা ছাড়াই শে...
10/03/2025

ভালোবাসার মানুষ নয়!!
বরং ভরসা এবং বিশ্বাস যোগ্য ২টি হাত প্রয়োজন।
যার কাছে নিজের সুখ-দুঃখ গুলো কোনো প্রকার দ্বিধা ছাড়াই শেয়ার করা যাবে।

© Md. NaYem IsLam

পুরুষ মন হচ্ছে ভোমরের মতো!যখন যেখানে ইচ্ছা ছুটে বেড়ায়,যে ফুলে যখন ইচ্ছা বসে পরে! আর নারী হচ্ছে ফুল।_নাঈম ইসলাম
10/03/2025

পুরুষ মন হচ্ছে ভোমরের মতো!
যখন যেখানে ইচ্ছা ছুটে বেড়ায়,যে ফুলে যখন ইচ্ছা বসে পরে!
আর নারী হচ্ছে ফুল।

_নাঈম ইসলাম

হে..মুসলিম জনতা এবার কি সতর্ক হবে না??কেয়ামতের নিকটে আছো তুমি দারিয়ে,চোখে কি পরে না,শেষ যুগের ভয়াবহতা ;তবে কি অন্ধ পৃথিব...
09/03/2025

হে..মুসলিম জনতা এবার কি সতর্ক হবে না??
কেয়ামতের নিকটে আছো তুমি দারিয়ে,
চোখে কি পরে না,শেষ যুগের ভয়াবহতা ;
তবে কি অন্ধ পৃথিবীর মায়াতে।

শেষ যুগের ফিতনা চোখে কি পড়ে না-
ধ*র্ষ*ন বেড়ে আজ হয়েছে সস্তা,
আইনের চোখে যেনো সবই ঝাপসা ;
কবে আর বুঝবো আমাদের দোষ টা।

স্কুল,কলেজে, মাদ্রাসা ও ঘরে তে-
কোথায় আজ নিরাপদ মা আর বোন টা?
মাঠে ঘাটে দোকানে বাদ নেই রাস্তা;
গর্ভবতী আর আট বছরের শিশু মেয়ে আছিয়া-
তাদের কি দোষ টা নারী হয়ে জন্মা??

প্রতিবাদ করে আর নেই কোনো ফায়দা
ধ*র্ষ*ণে বেড়ে আজ দেশ টা সস্তা;
মেয়ে তার ঘরেতে শিশু মেয়েটা দোকানে-
ধ*র্ষ*ণ হচ্ছেই বুড়ো সব নরপিশাচে।

আইন তো দেখে সব তবু কিছু বলে না
ইসলাম সংবিধান ছাড়া কিছু হবে না ;
ঘরে ঘরে গড়ে তোল ইসলামের সৈন্য-
সময় এসে গেলো জিহাদের এইতো।

★চোখে কি পরে না কেয়ামতের ফিতনা★

___নাঈম ইসলাম✍️

কিছু কিছু চাওয়া এবং ইচ্ছা বুকের বাম পাশে মাটি-চাপা দিয়ে রাখতে হয়,নয়তো কোনো একদিন সে ইচ্ছে এবং চাওয়া গুলো-মাটি বিহীন বৃক্...
08/03/2025

কিছু কিছু চাওয়া এবং ইচ্ছা
বুকের বাম পাশে মাটি-চাপা দিয়ে রাখতে হয়,
নয়তো কোনো একদিন সে ইচ্ছে এবং চাওয়া গুলো-
মাটি বিহীন বৃক্ষের মতো ঝড়ে যায়।

কিছু চাওয়া থাকে জেগে জেগে স্বপ্ন দেখার মতোই অবাস্তব,
বাস্তবে তা আকাশে ভেসে বেরানো সাদা মেঘ-
যা শুধু ক্ষনিকের সৌন্দর্য ফুটিয়ে তোলে ঐ নীল আকাশে।

কিছু ইচ্ছে থাকে যা মেঘ বিহীন আকাশেও বৃষ্টির আভাসের মতো,
হুট করেই ভিজিয়ে দেয় কোনো সতর্কবার্তা ছাড়াই-
আবার কিছু সময় ঘন-কালো মেঘেও বৃষ্টির দেখা মেলে না।

কিছু ইচ্ছা থাকে,তাকে পাবো না যেনেও কাছে থেকে যত্ন করার,
মন যে বেহায়া!নিজ গতিতে চলে তার ভালো থাকার কারণের খোজে।

★বেহায়া মন★
___নাঈম ইসলাম
০৮/০৩/২০২৫ ইং

❝অপেক্ষার বেলা❞তোমার অপেক্ষায় আমি বসে রইলাম চিরচেনা শিমুল গাছটির নিছে;তুমি আসবে বলে কথা দিয়েছিলে-সকাল থেকে দুপুর পেরিয়ে ...
27/02/2025

❝অপেক্ষার বেলা❞

তোমার অপেক্ষায় আমি বসে রইলাম
চিরচেনা শিমুল গাছটির নিছে;
তুমি আসবে বলে কথা দিয়েছিলে-
সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে এলো!
তবুও তুমি আসলে না,কথাও রাখলে না।

আমি অপেক্ষায় রইলাম সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেয়ে আসলো তখনও তুমি আসলে না।
আসলে তুমিই আমাকে অপেক্ষায় রাখতেই পছন্দ করো;
সে কারনেই হয়তো বা আমার সময় এবং অপেক্ষার প্রহর গুলো তোমার কাছে অতি সামান্য।

আজও সেই শিমুল গাছটির নিছে তোমার অপেক্ষায় থাকি;
তুমি আসবে বলে পথের দিকে চেয়ে থাকি-
কিন্তু তুমি তো আসবে না,আমাকে দেওয়া কথাও রাখলে না।

____নাঈম ইসলাম

26/02/2025

❝পুরুষ কেনো স্বার্থপর হয়❞
কলমে ; নুসরাত বিনতে নিধী

ভয়েসে; Nusrat Binte Nidhi & Md. NaYem IsLam
Edit: নুসরাত বিনতে নিধী

Address

Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when Ƭʜᴇᴹᵈ ᴺᵃʸᵉᵐ ᴵˢˡᵃᵐヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share