শিশির ভেজা সকাল- Shishir veja sokal

  • Home
  • শিশির ভেজা সকাল- Shishir veja sokal

শিশির ভেজা সকাল- Shishir veja sokal Deep Learning From Everywhere

04/08/2025

রক্তিম সূর্য

03/08/2025
02/08/2025

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ছোট টানেল ভিতরের সুন্দর দৃশ্য।।

26/07/2025

Gray Box, White Box এবং Black Box Testing টপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) ও উত্তর দেওয়া হলো —
---

১. নিচের কোনটি White Box Testing এর বৈশিষ্ট্য?
A. শুধু ইনপুট ও আউটপুট দেখা হয়
B. কোড স্ট্রাকচার ও লজিক বিশ্লেষণ করা হয়
C. সফটওয়্যারের UI পরীক্ষা করা হয়
D. ব্যবহারকারী দ্বারা পরীক্ষা করা হয়
উত্তর: ✅ B

---

২. Black Box Testing কাদের দ্বারা সাধারণত করা হয়?
A. প্রোগ্রামার
B. সফটওয়্যার ডিজাইনার
C. সাধারণ টেস্টার বা ইউজার
D. সিস্টেম এনালিস্ট
উত্তর: ✅ C

---

৩. Gray Box Testing বলতে কী বোঝায়?
A. টেস্টার সম্পূর্ণ কোড জানে
B. টেস্টার কোনো কোড জানে না
C. টেস্টার আংশিকভাবে কোড জানে
D. শুধুই ইনপুট টেস্ট করা হয়
উত্তর: ✅ C

---

৪. নিচের কোনটি White Box Testing এর একটি ধরন?
A. সিকিউরিটি টেস্টিং
B. ইউনিট টেস্টিং
C. বিটা টেস্টিং
D. সিস্টেম টেস্টিং
উত্তর: ✅ B

---

৫. কোন টেস্টিং পদ্ধতিতে ইনপুট ও আউটপুট ফলাফল যাচাই করা হয়, কোড জানা থাকে না?
A. White Box
B. Gray Box
C. Black Box
D. Unit Testing
উত্তর: ✅ C

---

৬. White Box Testing-এ কোন দক্ষতাটি বেশি প্রয়োজন?
A. ব্যবহারকারী ইন্টারফেস বোঝা
B. প্রোগ্রামিং এবং কোড বিশ্লেষণ
C. সফটওয়্যার মার্কেটিং
D. গ্রাফিক ডিজাইন
উত্তর: ✅ B

---

৭. Integration Testing-এ কোন টেস্টিং পদ্ধতি বেশি ব্যবহার হয়?
A. Only Black Box
B. Only White Box
C. Only Alpha Test
D. Gray Box
উত্তর: ✅ D

---

৮. ব্ল্যাক বক্স টেস্টিংয়ে প্রোগ্রামের কোন দিকটি দেখা হয় না?
A. ইনপুট
B. আউটপুট
C. সোর্স কোড
D. ফাংশনাল রেজাল্ট
উত্তর: ✅ C

---

৯. নিচের কোনটি Gray Box Testing এর সুবিধা?
A. ব্যবহারকারী ভুল ধরতে পারে না
B. কোড না জেনেও নিরাপত্তা পরীক্ষা সম্ভব
C. শুধুমাত্র ডিজাইন দেখা যায়
D. এটি অটোমেটেড টেস্টিং ছাড়া চলে না
উত্তর: ✅ B

---

১০. কোন টেস্টিং পদ্ধতি সবচেয়ে বেশি বাস্তব ইউজার-দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করে?
A. Gray Box
B. White Box
C. Black Box
D. Alpha Testing
উত্তর: ✅ C


22/07/2025

আজকে অনেকদিন পর ঢাকা শিক্ষা বোর্ডে পুনরায় মিলিত হলাম, আমার প্রাণপ্রিয় স্যার জনপ্রিয় আইসিটি বইয়ের লেখক মাহবুবুর রহমান স্যার, আমার পূর্বের কলেজের প্রাণপ্রিয় শিক্ষক মহোদয়, অনেক ভালো লাগলো,, মনে হচ্ছিল যেন ওভার পূর্বের লাইভে ফেরত গেছি,, হাসিঠাট্টা আনন্দ মজাই কাটল ২-৪ ঘন্টা সময়,,

তবে খারাপ লাগলো ঢাকা শিক্ষা বোর্ডের উত্তর পত্র বিতরণ ব্যবস্থা নিয়ে, প্রথমে দু-একজন স্যার বক্তৃতা দিলেন,, আইসিটি বিষয় শিক্ষক কতজন আছেন জানতে চাইলে প্রায় দেড়শ জনের মধ্যে শুধুমাত্র ৩০ -৩৫ জন হাত তোলেন,, বাকি ১২০জন সবাই অন্য বিষয়ে শিক্ষক, কেউ ইসলামের ইতিহাস, কেউ দর্শন, কেউ ভূগোল, কেউ ব্যবস্থাপনা, এমন কি কেউ শারীরিক শিক্ষক,,
অবাক লাগে বোর্ড কর্তৃপক্ষ জানার পরও এদের হাতে খাতা মূল্যায়নের জন্য দিতেছে,, বেশ কয়েকটা স্যার আমার পরিচিত ছিল,, যারা আইসিটি বিষয় বিন্দুমাত্র কোন ধারণা রাখেনা,, হয়তো গড় পরতা এভারেজ মার্ক দিয়ে সবাইকে পাশ করিয়ে দিবে,, এখানে দুইটা জিনিস ক্ষতি হবে,
১. যারা ভালো স্টুডেন্ট এ প্লাস পাওয়ার ক্ষমতা রাখে তারা হয়তো এ প্লাস পাবে না, কেননা এই শিক্ষকগুলোর উত্তরপত্রে যা আছে হুবহু তা ছাড়া বিকল্প উত্তর লিখলে এরা নিজেরাও বুঝবে না, ও মার্কও কম দেবে।
২. যারা কিছু না বুঝে ভুল ভাল লিখবে তাদেরকে এভারেজ মার্ক দিয়ে পাস করিয়ে দেবে।

কবে আমাদের শিক্ষা বোর্ড এই অবস্থা থেকে মুক্ত হবে,, কবে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা সত্যিকার অর্থে আইসিটি শিক্ষক দ্বারা খাতা মূল্যায়ন করার সুবিধা পাবে,,

আরেকটু বিশেষ অনিয়ম লক্ষ্য করলাম, প্রত্যেক শিক্ষককে ৩০০ করে খাতা দেওয়া হয়েছে,, তবে যারা খাতা বহন করছিল অর্থাৎ কুলি, তারা আবার অফার করছিল ১ হাজার টাকার বিনিময়ে ১০০ করে খাতা তারা এনে দিবে,, এবং অনেক শিক্ষকে দেখলাম এই ঘটনা ঘটছে। এই অনিয়মকে কখনো দূর হবার নয়।
Collect: Murad Sir

চীন থেকে F-7 এর ষোলোটি যুদ্ধবিমান ক্রয় করা হয় ২০১৩ সালে।বিমানগুলো বাংলাদেশে সরবরাহের পর চীন এই সিরিজের উৎপাদন বন্ধ করে দ...
21/07/2025

চীন থেকে F-7 এর ষোলোটি যুদ্ধবিমান ক্রয় করা হয় ২০১৩ সালে।

বিমানগুলো বাংলাদেশে সরবরাহের পর চীন এই সিরিজের উৎপাদন বন্ধ করে দেয়।

শুনা যায় এক দুই কোটি নয়, এক হাজার আটশো তিরাশি কোটি টাকা নাকি লেগেছিল এগুলো ক্রয়ে। তদন্ত করলে জানা যাবে এখান থেকেও কয়েক কোটি টাকা রাজনীতিবিদদের পকেটে ঢুকেছে!

এখানেই শেষ নয়।

চীন, পাকিস্তান, ইরান, জিম্বাবুয়ে, নাম্বিয়াতেও এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে কয়েকবার।

বিভিন্ন দেশের উদাহরণ চোখের সামনে থাকা সত্বেও, যথেষ্ট সামরিক তথ্য থাকার পরেও আমরা এই বিমান চীন থেকে নিয়েছি।

নেওয়ার পর কী হলো?

২০১৮ সালে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় এফ সেভেন এর এই বিমান বিধ্বস্ত হয়। সেখানে উইং কমান্ডার দিপু ভাই মারা যায়।

তারপর ২০২১ সালেও চট্রগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। সেখানেও মারা যায় ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ।

আর আজকে উত্তরার মাইলস্টোনে বিধ্বস্ত হয়ে কেবল পাইলট নিজেই মৃত্যু বরণ করেননি। আমাদের এপর্যন্ত প্রায় ২৯ জন ছোট ছোট মাসুম বাচ্চাদের জীবন কেড়ে নিয়েছে। ১০০ এর অধিক বাচ্চা লাইফ রিস্কে রয়েছে।

আজকে কী হলো? রাজনীতিবিদরা দলবল নিয়ে হাসপাতালে যাওয়া শুরু করলো। রাস্তায় ঝানজট তৈরি করে চিকিৎসা সেবা ব্যহত করলো।

যেই বিমানের সরবরাহ ২০১৩ সাল থেকেই বন্ধ, সেই বিমান ব্যবহার নিয়ে আমাদের রাজনীতি বিদদের অতিরিক্ত কনসার্নও ছিলো না মেবি।

এগুলো নিয়ে রাজনীতিবিদদের কোন আলাপ শুনবেন না।

সামরিক বাহিনী সংস্কার নিয়ে কোন আলোচনা দেখেছেন? কোন সংস্কার কমিশন গঠিত হয়েছে? হয় নাই।

ডিফেন্স ইকুইপমেন্ট সংস্কার নিয়ে কোন আলোচনা হচ্ছে কোথাও? হয় নাই।

কারণ আমরা চাই এসব অনিয়ম, দুর্নীতি চলুক। আমরা চাই চুলার আগুনের আঁচটাও লাগতে না দেয়া সন্তানরা রাষ্ট্রীয় অব্যবস্থাপনায় বারবার মারা যাক।

জেনে অবাক হবেন যে, ছোট এই দেশে বার্ষিক সামরিক বাজেট ৪০ হাজার কোটি প্লাস। এই টাকার অধিকাংশই এদেশের রাজনীতিবিদদের পকেটে ভাতা হিসেবে যেত, সামনেও যাবে। তাই হয়তো কেউ কথা বলবে না এসব নিয়ে।

আজকে যা হলো তারপর নয় জন উপদেষ্টা নাকি মিডিয়া ও প্রটোকল নিয়ে বার্ন ইউনিটে গিয়েছেন। কালকে তারা শোক দিবস পালন করবে।

কী হবে এসব করে? যেখানে হরদমই চলছে লাশের উপর রাজনীতি।

ছোট ছোট বাচ্চা। স্কুল কর্তৃপক্ষ আইডি কার্ড বানিয়েছে। অথচ বাচ্চাদের স্কুলের আইডি কার্ডে গার্ডিয়ানের নাম্বার আর রক্তের গ্রুপটা লেখা নাই। এগুলো থাকলে তাদের কতো দ্রুত সাহায্য করা যেতো।

এসব নিয়েও কোন আলোচনা নাই। আলোচনা আছে নেতার পেছনে পাতি নেতা, পাতি নেতার পেছনে ক্ষুদ্র পাতি নেতার বহর নিয়ে হাসপাতালে গিয়ে রাজনীতি করার।

এমন একটা দেশে আমরা আছি, যেখানে রাষ্ট্র প্রায় প্রতিদিনই তার নাগরিকদের খুন করে যাচ্ছে।

আজকে নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা না করুক।
collected

Address


1527

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিশির ভেজা সকাল- Shishir veja sokal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share