27/04/2023
সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ!!! আপনার আশেপাশের সকলকে জানিয়ে দিন!
যারা আজকে বা আগামীকাল ধান কাটার পরিকল্পনা করছেন, দয়া করে তারা ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। কারণ, সম্ভাব্য সময়ের আগেই দেশে ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি হয়ে গেছে। আর যারা কেটে ফেলেছেন তারা যত দ্রুত সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ এখন থেকে প্রতিদিনই কমবেশি ঝড় বৃষ্টি থাকতে পারে দেশের বিভিন্ন এলাকায় আগামী ৪ তারিখ পর্যন্ত। এবং আগামীকাল থেকে বৃষ্টি বলয় নীহারিকা চালু হতে পারে এবং যা চলতে পারে ৪ঠা মে পর্যন্ত। তাই দয়া করে কেউ ঝুঁকি নিয়ে এখন ধান কাটতে যাবেন না। আর এ সময় বৃষ্টি বিহীন ভাবে টানা ৪৮ ঘণ্টা রোদের সম্ভাবনা রাজশাহী ,খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় নেই। চট্টগ্রাম বিভাগের দক্ষিণে রোদ থাকলেও উত্তরে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এতে ধান শুকিয়ে ঘরে তোলার মত পর্যাপ্ত সময়( অন্তত ৭২ ঘন্টা) দেশের অধিকাংশ এলাকাতেই পাওয়ার সম্ভাবনা কম।