20/12/2024
আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন হোক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার #এডুফাস্ট এর সাথে।
👉ভর্তি ব্যবস্থাপনাঃ কোন প্রকার কাগজ পত্রের ঝামেলা ছাড়াই অনলাইন/অফলাইন ভর্তি করা যাবে।
👉ফী ব্যবস্থাপনাঃ বেতন বই কিংবা কোন প্রকার কাগজ পত্রের ঝামেলা ছাড়াই বেতন কালেকশন ও রিসিট তৈরি করা যাবে।
👉উপস্থিতি গ্রহনঃ স্বল্প সময়ে ডিজিটাল হাজিরা মেশিন কিংবা সফটওয়্যারের মাধ্যমে হাজিরা গ্রহন করা যাবে ও SMS এর মাধ্যমে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো যাবে।
👉আয়-ব্যয়ের ব্যবস্থাপনাঃ নিত্যদিনের বকেয়া সহ, দৈনন্দিনের আয়-ব্যয়ের হিসাব রাখা ও মাস শেষে লাভ-ক্ষতির পরিমান জানা যাবে #এডুফাস্ট সফটওয়্যারের মাধ্যমে।
👉শিক্ষার্থী ব্যবস্থাপনাঃ দৈনন্দিনের বাড়ির কাজ Online Examiniton সহ শিক্ষার্থী সম্পর্কিত যেকোনো তথ্য আজীবন রেকর্ড রাখা যাবে এডুফাস্ট সফটওয়্যারে যাতে প্রতিষ্ঠান তার শিক্ষার্থী সম্পর্কে সর্বদা অবগত থাকতে পারে।
👉শিক্ষক/কর্মচারী ব্যবস্থাপনাঃ শিক্ষক কর্মচারী বেতন প্রদান, হাজিরা গ্রহন সহ শিক্ষক/কর্মচারী পর্যবেক্ষণ করা যাবে প্রতিষ্ঠানে উপস্থিত না থেকেও।
👉অ্যান্ডরয়েড অ্যাপঃ #এডুফাস্ট দিচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানের নামে অ্যান্ডরয়েড অ্যাপ যার মাধ্যমে যেকোনো আপডেট মুহূর্তেই পৌঁছে যাবে অভিভাবকের কাছে যাতে করে তারা সবসময় প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে পারেন যেকোনো সময়, যেকোনো স্থানে।
👉একাডেমিক কার্ড ব্যবস্থাপনাঃ #এডুফাস্ট সফটওয়্যার থেকে প্রাতিষ্ঠানিক যেকোনো কার্ড কিংবা ডকুমেন্ট যেমন শিক্ষার্থী আইডি কার্ড, শিক্ষক আইডি কার্ড, প্রত্যয়ন পত্র, ছাড় পত্র সহ যেকোনো ডকুমেন্ট তৈরি করা যাবে মাত্র কয়েক সেকেন্ডে।
👉রেজাল্ট ব্যবস্থাপনাঃ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে রেজাল্ট তৈরিতে প্রতিষ্ঠান গুলো অনেক ঝামেলার সম্মুখীন হয়, #এডুফাস্ট সফটওয়্যারের সাথে পাওয়া অ্যান্ডরয়েড অ্যাপ ব্যবহার করে প্রতিটি শিক্ষক রেজাল্ট তৈরি করতে পারবে স্বল্প থেকে স্বল্পতম সময়ে।
👉অটোমেটিক এসএমএস সিস্টেমঃ হাজিরা, নোটিস, ফলাফল ও বকেয়া সংক্রান্ত যেকোনো দৈনন্দিনের রিপোর্ট এসএমএসের মাধ্যমে পৌঁছে দেয়া যাবে সফটওয়্যার থেকে যা প্রতিষ্ঠানের মান ও যোগাযোগ ব্যবস্থা কে করবে আরও উন্নত।
এমন আরও অনেক ব্যবহারকারী বান্ধব মডিউলের সমন্বয়ে তৈরি #এডুফাস্ট সফটওয়্যারটি যা আপনার প্রতিষ্ঠানের সকল কাজকে করবে আরও গতিশীল। ডেমো দেখতে যোগাযোগ করুন #এডুফাস্ট টিমের সাথে।