23/03/2025
"যদি তুমি অনুপ্রেরণা চাও, তবে একটি বই পড়ো। কিন্তু যদি সত্যিই আধ্যাত্মিক পথে চলতে চাও, তবে একমাত্র উপায় হলো নিজের ভেতরে ফিরে যাওয়া।"
এখানে বলা হয়েছে, বাইরের জগৎ থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি, যেমন বই পড়ে বা অন্যের কথা শুনে। কিন্তু যদি কেউ প্রকৃতভাবে আধ্যাত্মিক জ্ঞান বা সত্য উপলব্ধি করতে চায়, তাহলে তাকে নিজের ভেতরের দিকে মনোযোগ দিতে হবে, নিজের আত্মজ্ঞান ও অনুভূতিকে অনুসন্ধান করতে হবে। অর্থাৎ, সত্যিকারের আধ্যাত্মিক জাগরণ বাইরের উৎস থেকে আসে না, বরং নিজেকে গভীরভাবে জানার মাধ্যমে আসে।