24/09/2025
লালপুর কৈতর বাড়ীর মানুষ রাস্তায় আন্দলোন নিয়ে নেমেছে মাটির গাড়ি দিয়ে আমাদের রাস্তা নষ্ট করতে দিবেনা। দাবি মোদের একটাই মাটির লোড গাড়ি আমাদের রাস্তা দিয়ে চলবে না।
সারা রাত ব্যাপি ওভার লোড মাটির গাড়ি দিয়ে নতুন রাস্তা ভেংগে ফেলেছে। কয়েক বার বাদা দেওয়ায় স্থানীয় নেতাদের কথায় গাড়ি ছেড়ে দেওয়ার পর পূনরায় আজ আবার গাড়ি মাটি নিয়া শুরু করছে। তাই এলাকার ভিক্ষুপ্ত জনতা মাটি সহ গাড়ি আটক করে রেখেছে এবং আন্দোলনে নেমেছে।