
25/04/2025
বাচানো গেলনা উচ্চ শিক্ষিত দম্পতির এই সন্তানকে।
ডায়রিয়াতে একটু একটু পানিতে খাবার স্যালাইন গুলিয়ে খাওয়ানোর কারনে অতিরিক্ত লবনে ব্রেইনের পার্মানেন্ট ড্যামেজ হয়ে মৃত্যুর কোলে।
কঠিন মেনে নেওয়া এই মৃত্যু।
খাবার স্যালাইন আধা লিটার পানিতে পুরোটা গুলিয়ে বাচ্চাকে ৬ ঘন্টা পর্যন্ত খাওয়াবেন সঠিক পরিমান মতো। বাকিটা ফেলে দিয়ে পুনরায় এভাবে বানাবেন।
সচেতনতাই সমাধান।
া_শফিকুল_ইসলাম