সতর্কবার্তা 2/2

সতর্কবার্তা 2/2 আমার নতুন পেজ সবাই সাপট করেন
(27)

১০ নং কালাদহ ইউনিয়নবাসীর মুক্তির ডাক – অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের শপথ কালাদহ ইউনিয়ন আজ দীর্ঘদিন ধরে এক কুচক্রি ...
08/08/2025

১০ নং কালাদহ ইউনিয়নবাসীর মুক্তির ডাক – অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের শপথ

কালাদহ ইউনিয়ন আজ দীর্ঘদিন ধরে এক কুচক্রি ও অসাধু চক্রের হাতে জিম্মি। যার মূল নায়ক নূরুল ইসলাম—যে হলো জননন্দিত, সংগ্রামী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক আখতারুল আলম ফারুকের আপন মামাতো ভাই।

কিন্তু দুঃখের বিষয়, নূরুল ইসলামের জন্ম পরিচয়ই লজ্জাজনক, কলঙ্কিত ও ঘৃণিত। তার পিতা ছিলেন আওয়ামী লীগের পোশ্টদ্বারী, ১০ নং কালাদহ ইউনিয়নের কুখ্যাত বাটপার—যার প্রধান পেশা ছিল মানুষের হক মেরে খাওয়া, দালালী করা এবং অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে কলুষিত করা। সেই পাপের উত্তরাধিকার আজ বহন করছে তারই ছেলে—নূরুল ইসলাম।

কালাদহের মানুষ জানে—এই নূরুল ইসলামের হাত থেকে কোন অপকর্ম বাদ যায়নি।
মাগীর দালালী
কমিটি বাণিজ্য
অসহায় মানুষের কাছ থেকে ধার নেওয়ার নামে চাঁদাবাজি
রাজনৈতিক প্রভাব খাটিয়ে সৎ মানুষকে হয়রানি
গরীব মানুষের শেষ সম্বল কেড়ে নেওয়া

এই সমস্ত জঘন্য কাজের কারণে আজ কালাদহ ইউনিয়নের মানুষ অসহায় হয়ে পড়েছে।
এ যেন এক ভয়াবহ দুঃশাসন—যেখানে ন্যায়বিচারের বদলে চলছে দালালী ও চাঁদাবাজির রাজত্ব।

আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি—কালাদহ ইউনিয়নের মানুষ আর এই অন্যায়-অবিচার সহ্য করবে না।
যদি খুব দ্রুত এই দালাল, চাঁদাবাজ ও সমাজবিরোধী নূরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কালাদহ ইউনিয়নের প্রতিটি গলি-মহল্লা থেকে শুরু হবে দুর্বার জনআন্দোলন।

আমাদের দাবি একটাই—
কালাদহ ইউনিয়ন হবে শোষণমুক্ত, দালালমুক্ত, চাঁদাবাজিমুক্ত।
আমরা চাই একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ, যেখানে গরীব মানুষের কান্না শুনে নেতা এগিয়ে আসবে, চাঁদাবাজ নয়।

আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দালালমুক্ত কালাদহ গড়ার।
আজ সময় এসেছে এই কালো অধ্যায়ের অবসান ঘটানোর।
আজ সময় এসেছে জনতার শক্তি দেখানোর।

আমাদের শপথ
দালালদের দালালী ভেঙে দেব,
চাঁদাবাজদের চাঁদাবাজি শেষ করব,
কালাদহকে মানুষের জন্য ফিরিয়ে আনব।

দালাল নূরুল ইসলামের পতন—অন্যায়ের অবসান।
কালাদহ ইউনিয়নের মুক্তি—আমাদের সংগ্রামের গতি।

একটাই স্লোগান—
দালালদের গদি ভেঙে দাও, কালাদহকে বাঁচাও!

আর অনেক কুলাঙ্গারের নাম
আসবে প্রতিটি ইউনিয়ন থেকে ইনবক্সে তথ্য দিয়ে সহযোগিতা করুন

কনটেমপোরারি পলিটিক্স ফুলবাড়িয়া
Lira Huq Md Akhtrul Alam আখতারুল আলম ফুলবাড়ীয়া উপজেলা যুব দল

(বিএনপির নেতা)আক্তারুল আলম ফারুকের চাঁদাবাজী আর না আর না✊ কনটেমপোরারি পলিটিক্স ফুলবাড়িয়া 🔥 জমি দখল, ক্ষমতার অপব্যবহার,...
24/07/2025

(বিএনপির নেতা)
আক্তারুল আলম ফারুকের চাঁদাবাজী আর না আর না✊

কনটেমপোরারি পলিটিক্স ফুলবাড়িয়া

🔥 জমি দখল, ক্ষমতার অপব্যবহার, এবং চাঁদাবাজির নগ্ন বাস্তবতা!
❗ ১০ নম্বর কালাদহ ইউনিয়নের পাটিরা বাজারে অসহায় এসাহাক আলীর জমি দখলের ভয়াবহ চিত্র!

পাটিরা বাজারে অবস্থিত ২৫ নম্বর দাগের প্রকৃত মালিক এসাহাক আলী।
কিন্তু আশ্চর্যের বিষয়, ১৪ নম্বর দাগের মালিক মোখলেছুর রহমান গং যারা কোনও অবস্থাতেই এই জমির দাবিদার হতে পারেন না,
তাঁদের হাতে জোরপূর্বক তুলে দেওয়া হয় এসাহাক আলীর জমি!

👉 এই জঘন্য জমি দখলের মূল পরিকল্পনাকারী –
আখতারুল আলম ফারুকের মামাতো ভাই নূরুল ইসলাম, যিনি বর্তমানে স্থানীয় প্রভাবশালী মেম্বার নজরুল ইসলাম বাবুলের আপন ভাই।

👉 অভিযোগ অনুযায়ী, এই সম্পূর্ণ দখল প্রক্রিয়া পরিচালিত হয় আখতারুল আলম ফারুকের সরাসরি নির্দেশে, যার বিনিময়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা হাতবদল হয়।

👉 প্রশ্ন উঠেছে – একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত আখতারুল আলম ফারুক কীভাবে তার নিজের মামাতো ভাইকে দিয়ে
এক নিরীহ মানুষের জমি দখলের মতো ঘৃণ্য অপরাধ করিয়ে নিচ্ছেন?

👉 নূরুল ইসলাম একজন পরিচিত চাঁদাবাজ ও দখলদার, যার পেছনে যদি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না থাকত, তবে সে কীভাবে এ ধরনের অপরাধ চালিয়ে যেতে পারত?

এই দখলদারির পেছনে রয়েছে –
🔺 রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার
🔺 দুর্নীতির কৌশল
🔺 অসহায় মানুষের উপর নির্মম শোষণ
🔺 এবং ন্যায়বিচারের চরম উপহাস!

আমরা জোর দাবি জানাই:
✅ জমির প্রকৃত মালিক এসাহাক আলীকে তার জায়গা ফিরিয়ে দিতে হবে
✅ এই জমিদখল সিন্ডিকেটের হোতা নূরুল ইসলাম ও তার পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে
✅ রাজনৈতিক পরিচয়ে যারা এই অন্যায় কাজে সহায়তা করছে – তাদেরও জবাবদিহিতার মুখোমুখি করতে হবে

---

#জমিদখল_বিরোধী_প্রতিরোধ
#এসাহাক_আলীর_ন্যায়বিচার
#দখলদার_সিন্ডিকেট_চক্রের_বিচার_চাই
#রাজনৈতিক_অপরাধী_চক্র_ভেঙে_দাও
#পাটিরা_বাজার_চাঁদাবাজ_মুক্ত_করুন

---

বিচার চাই, প্রতিকার চাই –
ফুলবাড়িয়ার মাটিতে আর যেন কোনো অসহায় মানুষ এভাবে জমি হারিয়ে না ফেলে।

15/06/2024

Only Senior Apu Can Fix Me😊🤟 # এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আমি দেখতে চাই আমার কোন বন্ধু শেয়ার শেয়ার করে আমি তোমরা সবাইকে সাপোর্ট কইরা আসমু ইনশাআল্লাহ

14/06/2024

মেয়েদের অনূভুতি টা খুব ভিতর থেকে আসে🤍
সেরা ছিল হাসিটা😜😜

14/06/2024

বাবা এমনই হয়

13/06/2024

দিরিলিস আর্তুগ্রুল সিজন ০৩ পর্ব ২৮ বাংলা ডাবিংসহ লিংক প্রথম কমেন্টে

05/06/2024

আসসালামু আলাইকুম
আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন।

আইপিএল ইতিহাসের সেরা কামব্যাক❤️🔥প্লে-অফে যাওয়ার একদম ০%আশা নিয়েও টানা ৬ টা ম্যাচ জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করা এটা তো রীতি...
18/05/2024

আইপিএল ইতিহাসের সেরা কামব্যাক❤️🔥
প্লে-অফে যাওয়ার একদম ০%আশা নিয়েও টানা ৬ টা ম্যাচ জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করা এটা তো রীতিমতো অবাক কান্ডই


*যত গতি, তত ক্ষতি*ওরা চাকুরিও করে না! ব্যবসাও  করে না! বাড়ির কাজেও তাড়া নেই, বাপের হোটেলে খায়! তবে এতো স্পিডে বাইক চা...
04/05/2024

*যত গতি, তত ক্ষতি*
ওরা চাকুরিও করে না! ব্যবসাও করে না! বাড়ির কাজেও তাড়া নেই, বাপের হোটেলে খায়! তবে এতো স্পিডে বাইক চালিয়ে কোথায় যায়?
নিজে গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালান
অন্য কে চালাইতে বলেন।
জীবন গেলে আপনার যাবে,
অন্য রা সবাই ছবি তুলবে..

Address

Comilla

Telephone

+8801703858971

Website

Alerts

Be the first to know and let us send you an email when সতর্কবার্তা 2/2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সতর্কবার্তা 2/2:

Share