
08/08/2025
১০ নং কালাদহ ইউনিয়নবাসীর মুক্তির ডাক – অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের শপথ
কালাদহ ইউনিয়ন আজ দীর্ঘদিন ধরে এক কুচক্রি ও অসাধু চক্রের হাতে জিম্মি। যার মূল নায়ক নূরুল ইসলাম—যে হলো জননন্দিত, সংগ্রামী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক আখতারুল আলম ফারুকের আপন মামাতো ভাই।
কিন্তু দুঃখের বিষয়, নূরুল ইসলামের জন্ম পরিচয়ই লজ্জাজনক, কলঙ্কিত ও ঘৃণিত। তার পিতা ছিলেন আওয়ামী লীগের পোশ্টদ্বারী, ১০ নং কালাদহ ইউনিয়নের কুখ্যাত বাটপার—যার প্রধান পেশা ছিল মানুষের হক মেরে খাওয়া, দালালী করা এবং অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে কলুষিত করা। সেই পাপের উত্তরাধিকার আজ বহন করছে তারই ছেলে—নূরুল ইসলাম।
কালাদহের মানুষ জানে—এই নূরুল ইসলামের হাত থেকে কোন অপকর্ম বাদ যায়নি।
মাগীর দালালী
কমিটি বাণিজ্য
অসহায় মানুষের কাছ থেকে ধার নেওয়ার নামে চাঁদাবাজি
রাজনৈতিক প্রভাব খাটিয়ে সৎ মানুষকে হয়রানি
গরীব মানুষের শেষ সম্বল কেড়ে নেওয়া
এই সমস্ত জঘন্য কাজের কারণে আজ কালাদহ ইউনিয়নের মানুষ অসহায় হয়ে পড়েছে।
এ যেন এক ভয়াবহ দুঃশাসন—যেখানে ন্যায়বিচারের বদলে চলছে দালালী ও চাঁদাবাজির রাজত্ব।
আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি—কালাদহ ইউনিয়নের মানুষ আর এই অন্যায়-অবিচার সহ্য করবে না।
যদি খুব দ্রুত এই দালাল, চাঁদাবাজ ও সমাজবিরোধী নূরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কালাদহ ইউনিয়নের প্রতিটি গলি-মহল্লা থেকে শুরু হবে দুর্বার জনআন্দোলন।
আমাদের দাবি একটাই—
কালাদহ ইউনিয়ন হবে শোষণমুক্ত, দালালমুক্ত, চাঁদাবাজিমুক্ত।
আমরা চাই একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ, যেখানে গরীব মানুষের কান্না শুনে নেতা এগিয়ে আসবে, চাঁদাবাজ নয়।
আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দালালমুক্ত কালাদহ গড়ার।
আজ সময় এসেছে এই কালো অধ্যায়ের অবসান ঘটানোর।
আজ সময় এসেছে জনতার শক্তি দেখানোর।
আমাদের শপথ
দালালদের দালালী ভেঙে দেব,
চাঁদাবাজদের চাঁদাবাজি শেষ করব,
কালাদহকে মানুষের জন্য ফিরিয়ে আনব।
দালাল নূরুল ইসলামের পতন—অন্যায়ের অবসান।
কালাদহ ইউনিয়নের মুক্তি—আমাদের সংগ্রামের গতি।
একটাই স্লোগান—
দালালদের গদি ভেঙে দাও, কালাদহকে বাঁচাও!
আর অনেক কুলাঙ্গারের নাম
আসবে প্রতিটি ইউনিয়ন থেকে ইনবক্সে তথ্য দিয়ে সহযোগিতা করুন
কনটেমপোরারি পলিটিক্স ফুলবাড়িয়া
Lira Huq Md Akhtrul Alam আখতারুল আলম ফুলবাড়ীয়া উপজেলা যুব দল