03/03/2025
#ভর্তি_চলছে! #ভর্তি_চলছে!
সোনামণি ও আপুদের অনলাইনে কুরআন শেখার সুবর্ণ সুযোগ আবার শুরু হতে যাচ্ছে!
☞ এখানে যেকোনো বয়সের মহিলা ও শিশুদের খুব যত্ন সহকারে আদবের মাধ্যমে সহীহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে।
➤ কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ, শিখে ভুলে গেলে মারাত্মক গুনাহ; অশুদ্ধ বা ভুল পাঠ করলে কঠিন পাপের কারণ হতে পারে। তাই কোরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তিলাওয়াত করা জরুরি। যাঁরা পড়তে জানেন না তাঁদের শিখতে হবে, যাঁরা শিখে ভুলে গেছেন তাঁদের পুনরায় পড়তে হবে এবং যাঁরা ভুল পড়েন তাঁদের সহিহ্ শুদ্ধ করতে হবে। তিন প্রকার লোকের তিলাওয়াতের ভুল মাফ হবেঃ ১) যাঁরা সহিহ্ করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
২) যাঁরা সহিহ্ করার চেষ্টায় রত আছেন।
৩) যাঁদের সহিহ্ শিক্ষার সুযোগ নেই বা সহিহ্ ও ভুলের জ্ঞান নেই।
#ক্লাস_নিবেনঃ আলেমা (Miss) (কুরআন বিভাগ) সোনামণিদের এবং আপুদের খুব যত্ন সহকারে পড়ানো হবে এই কোরআন মাজিদ কোর্স নিয়ে কোনো বয়স সীমা নেই! আপনার দুনিয়ার জন্য ও কাজে লাগবে আখিরাতেও সকল কে আল্লাহ তায়ালা সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন (আমিন)
☞ তাছাড়াও আমাদের রয়েছে আরো অভিজ্ঞ শিক্ষিকা যারা অনেক বছর যাবত কুরআন শিক্ষার পেশায় নিয়োজিত আছেন।
☞ "Tasnim's Quran Teaching Center" বাংলাদেশের অনলাইন কুরআন শিক্ষার একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্লাটফর্ম।
➤ আমাদের সীমিত আসনে দ্রুত রেজিস্ট্রেশন করে কনফার্ম করে নিন! যারা আগে রেজিষ্ট্রেশন করবেন তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01876-373383
#অনলাইন_কোরআন_বিভাগ
Tasnim's Quran Teaching Center