11/07/2025
এটা আমার একার সমস্যা না: শিক্ষা নিয়ে প্রতিবাদ করার সময় এখনই"
লেখক: একজন বেকার, কিন্তু অন্ধ নই।
প্রতিবার যখন আমি শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি নিয়ে কথা বলতে যাই, তখন আশেপাশের অনেকে মনে করে বসে — আমি বুঝি ব্যক্তিগত কোনো হতাশা বা সমস্যা থেকে এসব বলছি। অনেকে হয়তো ভাবে, চাকরি পাইনি বলে সমাজকে দোষ দিচ্ছি। কিন্তু সরি, বস। এটা আমার একার সমস্যা না। এই যন্ত্রণা, এই অবিচার, এই অন্ধকার পুরো একটা প্রজন্মকে গ্রাস করছে। আমি কেবল তার প্রতিবাদ করছি।
আমি সারাজীবন বাড়িতে বসে টিউশন করে কাটিয়ে দিতে চাই না। আমারও স্বপ্ন আছে, নিজের একটা জায়গা তৈরি করার ইচ্ছে আছে। কিন্তু সেই পথটাই যদি দিনের পর দিন রুদ্ধ করে দেওয়া হয়, যদি শিক্ষাকে কেবল বাণিজ্যে পরিণত করা হয়, তাহলে সেই স্বপ্নগুলো প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে। অথচ আমরা চুপ করে থাকি। ভদ্রভাবে মেনে নেই।
আপনি আজ হয়তো ভাবছেন, "আমার তো সমস্যা নেই, আমার সন্তান তো ভালো স্কুলে পড়ে, ভালো কোচিং করছে…" কিন্তু আপনি কি জানেন, যাদের হাতে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ তুলে দিয়েছেন, তারা সেই ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে কিনা? আজ যারা টাকার বিনিময়ে শিক্ষার মান ধ্বংস করছে, যারা নামি প্রতিষ্ঠানের নামের আড়ালে স্রেফ ব্যবসা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি যদি আজ কথা না বলেন, তাহলে কাল আপনাকেই এর মূল্য দিতে হবে।
হয়তো আপনি নিজের জীবনটাই তেমন করে দেখতে চাইলেন না। কিন্তু ভেবে দেখেছেন কি — আপনার সন্তান, নাতি-নাতনি, প্রিয় মানুষগুলোর ভবিষ্যৎ কী হবে এই ব্যবস্থায়?
প্রতিষ্ঠানগুলোতে এখন নৈতিকতা নেই, জবাবদিহিতা নেই। শিক্ষকেরা আর শিক্ষা দেন না — তারা কেবল সিলেবাস কভার করেন। প্রশ্নপত্র ফাঁস হয়, কোচিং সিন্ডিকেট চলে, আর আমরা এইসব দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি।
এই চুপ করে থাকা, এই "নিজের কথা না, আমাকে কী!" মানসিকতা — আমাদের ধ্বংসের মূল কারণ।
📣 তাই বলছি — কথা বলুন। এখনই।
আপনার প্রতিবাদ, আপনার অবস্থান আজ খুব দরকার। আপনি যে জায়গায় আছেন, সেখান থেকেই আওয়াজ তুলুন। এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অপরাধীর পক্ষে দাঁড়ানো।
আমরা যারা এখন প্রতিবাদ করছি, হয়তো আজ আমাদের কণ্ঠ স্রেফ বাতাসে মিলিয়ে যাচ্ছে। কিন্তু কাল যখন এই আওয়াজ আরও বড় হবে, তখন আপনি গর্ব করে বলতে পারবেন — “আমি চুপ ছিলাম না।”
---
শেষ কথা:
এই দেশটা আমাদের। ভবিষ্যৎটাও আমাদের। আর শিক্ষা — তা কখনোই বাণিজ্যের পণ্য হতে পারে না।
বিক্রি করা হলে প্রতিবাদ হবেই।
ধন্যবাদ।
– একজন বেকার, কিন্তু প্রতিবাদী।