
27/03/2024
ফুটবল জগতের কোনো প্লেয়ারই হেটার্সবিহীন নয়। স্বয়ং পেলে থেকে শুরু করে ম্যারাডোনা, ম্যারাডোনা থেকে মেসি রোনালদো পর্যন্ত। ব্যাতিক্রম শুধু কয়েকজনই সেটা রোনালদিনহো , সাদিও মানে সহ আরো কিছু খেলোয়াড় !
একদম বিনম্র খেলোয়াড় যে কিনা কোটি কোটি টাকা থাকার পরও ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে না ,ভাঙ্গা আইফোন নিয়ে একবার সাংবাদিক বলেছিল 🗣️ এত টাকা থাকার পরও কেনো ভাঙ্গা ফোন ব্যাবহার করেন ?
জবাবে সাদিও মানের উত্তর ছিল আমি চাইলেই হাজারটা আইফোন কিনতে পারি কিন্তু এতে আমার কোনো লাভ নেই আমি যদি এই টাকাগুলো গরিবদের মাঝে দিতে পারি তাহলে তারা ভালোভাবে বাঁচতে পারবে।
আমি স্কুলে যেতে পারি নি তবে আমাদের দেশে কেউ যেনো পড়াশোনা বাদ না দেই আমি সেটাই করবো ! হ্যা এটাই হলো সাদিও মানে যে কিনা টাকার অভাবে স্কুলে যেতে পারেনি সেই সবার খরচ বহন করে ।
এমনকি রোজা রেখে মাঠে ৯০ মিনিট ফুটবল খেলে
এই লোকটির জন্যে তো লাইক দিতেই পারেন
খেলাপ্রেমিরা খেলার সকল প্রকার আপডেট পেতে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন Footpath Update All-timeme
#মুসলিম