12/05/2025
ভালোবাসার বন্ধন, অপূরণীয় শূন্যতা
হাফিজ মাহমুদ
মোজাহারদী উচ্চ বিদ্যালয় | এসএসসি বেইজ – ২০২৩
আমরা ছিলাম ৩০ জন, যারা ২০২৩ সালে মোজাহারদী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। গর্বের সঙ্গে বলতে পারি, আমরা ৩০ জন ছেলের মাঝে সবাই উত্তীর্ণ হয়েছিলাম—একজনও বাদ পড়েনি। এটা আমাদের "এসএসসি বেইজ ২০২৩"-এর জন্য ছিল এক অসাধারণ অর্জন, এক গৌরবময় স্মৃতি।
আমরা বিশ্বাস করতাম, যেহেতু কেউ ফেল করেনি, তাই যে কোনো অনুষ্ঠানে, প্রোগ্রামে অংশগ্রহণে কারো কোনো লজ্জাবোধ বা দ্বিধা থাকবে না। আমরা ছিলাম একদল প্রাণোচ্ছ্বল, সাহসী ও একতাবদ্ধ তরুণ, যারা একে অপরের পাশে দাঁড়াতাম সব সময়—হাসিতে, খেলায়, দুষ্টুমিতে, এমনকি বিপদের সময়ও।
এই একতাই আমাদের আলাদা করেছিল অন্যদের থেকে। আমাদের ব্যাচের ছেলেরা খেলাধুলায় যেমন কৃতিত্ব দেখিয়েছে, তেমনি দুষ্টামিতেও গড়েছে রেকর্ড। এমন কিছু স্মৃতি রয়েছে যা অন্য কোনো ব্যাচের মাঝে ছিল কি না, আমার জানা নেই।
কিন্তু আজ আমরা ভীষণ শোকাহত। কারণ, আমাদের সেই ৩০ জনের একজন, আমার বন্ধু, আমার সহপাঠী,আমার রক্তের লালরক্ত কণিকা, আজ আর আমাদের মাঝে নেই। মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সে পাড়ি জমিয়েছে অনন্তকালের পথে। তার এ অকালপ্রয়াণ আমাদের হৃদয়ে তৈরি করেছে এক অপূরণীয় শূন্যতা।
বন্ধুত্ব, ভালোবাসা আর স্মৃতির বন্ধনে আমরা ছিলাম এক, আছি এক, এবং থাকবোও এক। প্রিয় বন্ধু আনারুল , তোমার শূন্যতা আমরা চিরকাল অনুভব করবো। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই আমাদের দোয়া।
উৎসর্গ করিলাম আমরা রক্তের লালরক্ত কণিকা মো:আনারুল ইসলাম
Md Anarul Islam
#বন্ধুত্ব #ভালোবাসা #শ্রদ্ধাঞ্জলি #চিরস্মরণীয়
্ধু #বিদাযবন্ধু