Mahmud's Munshiana মাহমুদের মুনশিয়ানা

Mahmud's Munshiana মাহমুদের মুনশিয়ানা ইসলামের সুবাস ছড়িয়ে দেই হৃদয়ে হৃদয়ে — কুরআন, হাদীস ও তাওহীদের আলোয় পথ চলার দিশা।"

—আজ পবিত্র  ইদের রাত্রির পরের রাত্রী।  আর  আমাদের প্রাণের মোজাহারদী উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছে একটা ...
07/06/2025

—আজ পবিত্র ইদের রাত্রির পরের রাত্রী। আর আমাদের প্রাণের মোজাহারদী উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছে একটা বেইজের ছাত্ররা। এ কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো আয়োজন নয়—এ যেন হৃদয়ের আহ্বানে সাড়া দিয়ে আসা এক স্বতঃস্ফূর্ত মিলন।

একঝাঁক সাবেক শিক্ষার্থী, যাদের একেকজন এখন ছড়িয়ে আছে নানা প্রান্তে, তারা সবাই এসে জড়ো হয়েছে তাদের জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্তের —এই স্কুল মাঠে, এই শহিদ মিনারের পাদদেশে। মুখে ঈদের হাসি, চোখে স্মৃতির জল, আর বুকে বন্ধুত্বের গভীর টান।

তারা এসেছে একে অপরকে জড়িয়ে ধরতে, বলার মতো না-বলা কথাগুলো বলতে, একসাথে হাঁসতে, হয়তো বা চুপ থেকেও কিছু অনুভব করতে। এসেছে তাদের কৈশোরের গোপন হাসিগুলো, দুপুরবেলার ক্লাস পালানো, কিংবা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার স্মৃতি একে অপরকে শোনাতে।

এই জড়ো হওয়া শুধু কিছু বন্ধুদের দেখা হওয়া নয়—এ এক আত্মিক পুনর্মিলন। এখানে হাসির মাঝে লুকানো আছে কষ্ট, গল্পের ফাঁকে ফাঁকে উঠে আসছে কিছু পাওয়া —না পাওয়ার কথা, আর প্রতিটি ক্লাস রুমে লেগে আছে হাজারো স্মৃতির সুগন্ধ।

মোজাহারদী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমাদের অনুভবের একটি জীবন্ত স্মারক।

— ঈদের রাত আমাদের মনে করিয়ে দিল—সময় বয়ে গেলেও কিছু সম্পর্ক, কিছু ভালোবাসা, কিছু জায়গা—চিরদিন অমলিন থাকে।

–হাফিজ মাহমুদ
এসএসসি বেইজ–২০২৩

বি:দ্র:
এই জড়ো হওয়া তরুণেরা কোনো পূর্বনির্ধারিত বেইজ ছিল কি না—সত্যি বলতে আমি জানি না।
তবে আজ শহিদ মিনারে বসে যখন তাদেরকে কথা বলতে দেখলাম, তখন মনে হলো—এইটা যেন আমাদের বিদ্যলয়ে পড়া কোনো একটা বেইজের পড়া ছাত্ররা জড়ো হয়েছে।

ভালোবাসার বন্ধন, অপূরণীয় শূন্যতাহাফিজ মাহমুদমোজাহারদী উচ্চ বিদ্যালয় | এসএসসি বেইজ – ২০২৩আমরা ছিলাম ৩০ জন, যারা ২০২৩ সা...
12/05/2025

ভালোবাসার বন্ধন, অপূরণীয় শূন্যতা
হাফিজ মাহমুদ
মোজাহারদী উচ্চ বিদ্যালয় | এসএসসি বেইজ – ২০২৩

আমরা ছিলাম ৩০ জন, যারা ২০২৩ সালে মোজাহারদী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। গর্বের সঙ্গে বলতে পারি, আমরা ৩০ জন ছেলের মাঝে সবাই উত্তীর্ণ হয়েছিলাম—একজনও বাদ পড়েনি। এটা আমাদের "এসএসসি বেইজ ২০২৩"-এর জন্য ছিল এক অসাধারণ অর্জন, এক গৌরবময় স্মৃতি।

আমরা বিশ্বাস করতাম, যেহেতু কেউ ফেল করেনি, তাই যে কোনো অনুষ্ঠানে, প্রোগ্রামে অংশগ্রহণে কারো কোনো লজ্জাবোধ বা দ্বিধা থাকবে না। আমরা ছিলাম একদল প্রাণোচ্ছ্বল, সাহসী ও একতাবদ্ধ তরুণ, যারা একে অপরের পাশে দাঁড়াতাম সব সময়—হাসিতে, খেলায়, দুষ্টুমিতে, এমনকি বিপদের সময়ও।

এই একতাই আমাদের আলাদা করেছিল অন্যদের থেকে। আমাদের ব্যাচের ছেলেরা খেলাধুলায় যেমন কৃতিত্ব দেখিয়েছে, তেমনি দুষ্টামিতেও গড়েছে রেকর্ড। এমন কিছু স্মৃতি রয়েছে যা অন্য কোনো ব্যাচের মাঝে ছিল কি না, আমার জানা নেই।

কিন্তু আজ আমরা ভীষণ শোকাহত। কারণ, আমাদের সেই ৩০ জনের একজন, আমার বন্ধু, আমার সহপাঠী,আমার রক্তের লালরক্ত কণিকা, আজ আর আমাদের মাঝে নেই। মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সে পাড়ি জমিয়েছে অনন্তকালের পথে। তার এ অকালপ্রয়াণ আমাদের হৃদয়ে তৈরি করেছে এক অপূরণীয় শূন্যতা।

বন্ধুত্ব, ভালোবাসা আর স্মৃতির বন্ধনে আমরা ছিলাম এক, আছি এক, এবং থাকবোও এক। প্রিয় বন্ধু আনারুল , তোমার শূন্যতা আমরা চিরকাল অনুভব করবো। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই আমাদের দোয়া।

উৎসর্গ করিলাম আমরা রক্তের লালরক্ত কণিকা মো:আনারুল ইসলাম

Md Anarul Islam

#বন্ধুত্ব #ভালোবাসা #শ্রদ্ধাঞ্জলি #চিরস্মরণীয়
্ধু #বিদাযবন্ধু

SSC Batch 2000          🥰 Shomvugons U.C High school এসএসসি বেইজ ২০০০ শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়  (পুনোর মিলন…৩০সেপ্টে...
30/09/2022

SSC Batch 2000
🥰 Shomvugons U.C High school
এসএসসি বেইজ ২০০০
শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়

(পুনোর মিলন…৩০সেপ্টেম্বর ২০২২)

28/08/2022

😔😔ধৈর্য হলো সাফলের একটি প্রধান শর্ত😔😔

Address

Mymensingh Baghara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud's Munshiana মাহমুদের মুনশিয়ানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share