
01/08/2025
ভালো থাকতে চাওয়া মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। ভালো থাকতে চেয়ে মানুষ এটা ভুলে যায়😊যে সুখ খুজতে গেলেই সে সুখ অসুখ এ পরিনত হয়।
তাই ভালো থাকতে নয় ভালো রাখতে শেখো।
আর সুখ কে ভুলে অসুখ কে আপনাি।আহাজারি ভুলে সত্যকে গ্রহন করে।
সুখ এমনিতেই ধরা দিবে।