03/12/2025
কুকুরের ভাষা বুঝিনা বলে শুনি ঘেউঘেউ
আটটি বাচ্চা তার হ/ত্যা করলো বাধা দিলো না কেউ।
মায়ের চিৎকারে আকাশ কাঁপলো কাঁপলো না আরেক মায়ের মন 😭
পাষাণী সেজে হত্যা করল কুকুরের হৃদয় ছেঁড়া ধন।
বস্তায় বেধে সাহেবের বৌ আট ছানা দিলো পুকুরে ফেলে
সকাল থেকে বিকাল অবধি খুঁজলো সারা পাড়া খুঁজলো নালা মলে।
কে করবে পাষাণীর বিচার তাই করে ঘেউঘেউ
সন্তান হারা মায়ের ব্যথা সহজে বুঝে না কেউ।
👇
আট ছানাকে ডুবিয়ে হত্যা || মা কুকুরের আর্তনাদ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
নিষ্ঠুরভাবে সদ্যপ্রসূত ৮টি কুকুরছানাকে বস্তায় বেঁধে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। পুকুরের ধারে মা কুকুরের চিৎকার দেখে উপস্থিত হন এলাকাবাসী। নির্মম এবং হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে।
কুকুরছানাগুলোর অপরাধ, তারা বাসার দরজার সামনে বারবার ডাকাডাকি করেছে। আর এতেই বিরক্ত হয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত নারী নিশি রহমান। তিনি উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।