18/10/2025
🚨🇧🇷 ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি 🎙️:
🟢“আগেই বলেছিলাম, এই আন্তর্জাতিক বিরতিটা পরীক্ষার সময় হিসেবে আমরা নিচ্ছি। নভেম্বরে বিরতিতেও আমরা এই পরীক্ষা চালিয়ে যাব। আমাদের পরিকল্পনা বদলায়নি। আজকের ম্যাচটা ছিল একটা ভালো শিক্ষা — বিশেষ করে দ্বিতীয়ার্ধে কিছু বিষয় আছে, যেগুলো থেকে শেখার দরকার।” 🖤
🟢আরও বলেছেন-
“একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ভুল তার দলে থাকা না থাকা নির্ধারণ করে না। বরং আমাদের দেখতে হবে, প্রথম ভুলের পর পুরো দলের রিয়েকশন টা কেমন ছিল। সেটা ভালো ছিল না। আমরা ম্যাচে কিছুটা ভারসাম্য হারিয়েছিলাম, আর মানসিকভাবে ইতিবাচক ভাবনাটাও ঠিকমতো বজায় রাখতে পারিনি।”❤️