
12/11/2024
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আপাদমস্তক একজন প্রেমিক পুরুষ। তার সাহিত্যজীবনের প্রেম ও প্রেম দর্শন আমরা প্রায় সবাই জানি। কিন্তু ব্যক্তিগত জীবনের প্রেম সম্পর্কে অনেকেরই অজানা। বলা হয়ে থাকে, রবিঠাকুর প্রেমের জন্য মরিয়া ছিলেন। জীবনে অনেকবারই প্রেমের স্রোতে গা ভাসিয়েছেন। দিয়েছেন নিজেকে উজাড় করে। বিশ্বকবির প্রেম নিয়ে কথা বললে যাদের নাম উঠে আসে, তারা হলেন- স্ত্রী মৃণালিনী, মারাঠি কন্যা আন্না তড়খড়, কাদম্বরী বৌঠান, আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পো, রবীন্দ্ররচনার গুণমুগ্ধ পাঠিকা হেমন্তবালা, ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা ও রবীন্দ্রভক্ত রাণু অধিকারী। তাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কাহিনিগুলো এখানে তুলে ধরা হলো।