History efforts

History efforts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from History efforts, Digital creator, Mymensingh Baghara.
(1)

History collection
অনেক অজানা বিষয় জানতে পারবেন
ইনশাআল্লাহ 🥰
পাসে থাকোন💥
ㅤㅤㅤㅤ
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ( ﷺ )

কাকা 😓
22/06/2025

কাকা 😓

রবীন্দ্রনাথ ঠাকুর কল্যাণীকে অনুপমের সাথে বিয়ে দেওয়ার উদ্দেশ্যেই "অপরিচিতা" গল্পটি লিখছিল। পর্যায়ক্রমে গল্পটি যখন এগিয়...
12/11/2024

রবীন্দ্রনাথ ঠাকুর কল্যাণীকে অনুপমের সাথে বিয়ে দেওয়ার উদ্দেশ্যেই "অপরিচিতা" গল্পটি লিখছিল। পর্যায়ক্রমে গল্পটি যখন এগিয়ে যাচ্ছিলো, রবীন্দ্রনাথ ঠাকুর হুট করেই কল্যাণীর প্রেমে পরে যায়।

তাই সে কল্যাণীকে অনুপমের সাথে বিয়ে দেয়নি।

সত্যি ঘটনা আমি বলে দিলাম। 😅

কবি কাজি নজরুল ইসলামের এক অজানা প্রেমের কাহিনী বলব, যার জন্য সৃষ্টি হয়েছিল কালজয়ী দুটি গান। সেই দুটি গান রচনা করার ইতিহা...
01/11/2024

কবি কাজি নজরুল ইসলামের এক অজানা প্রেমের কাহিনী বলব, যার জন্য সৃষ্টি হয়েছিল কালজয়ী দুটি গান। সেই দুটি গান রচনা করার ইতিহাস।

কবি কাজি নজরুল ইসলাম রাজশাহী জেলায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন, এই খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে এক নজরুল ভক্ত ব্যাকুল হয়ে গেলেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কারণ প্রাণের চেয়ে প্রিয়তম কবি নজরুলকে নিজ চোখে দেখে নিজের জীবনের সবচেয়ে বড় চাওয়াকে সার্থক করবেন। ভক্তটি ছিলেন একজন তরুণী। শুধু তরুণী বললে কম বলা হয় তিনি ছিলেন যেমন সুন্দরী তেমন ব্যক্তিত্ববান, ও শিক্ষিত।
তরুণী নির্দিষ্ট দিনে পদ্মার ঘাটে দাঁড়িয়ে থাকা স্টিমারে উঠলেন রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। তরুণী স্টিমারের রেলিং ঘেঁষে দাঁড়িযে আছেন, দুই হাতে অবাধ্য চুল গুলোকে বাঁধছেন আর ভাবছেন কিভাবে তাঁর প্রিয় কবির সাথে দেখা করবেন। দেখা হলে তিনি কি বলে কবিকে সম্ভাষণ করবেন। মধুর ভাবনায় ছন্দ-পতন হল। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখতে পেলেন এক তরুণ ভাবালু দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে আছেন। সুঠাম দেহ তাঁর। তরুণী নিজেকে সামলে নিলেন। যুবকটির অসভ্যতায় বিরক্ত বোধ করতে লাগলেন। তরুণী ঐ জায়গা থেকে সরে অন্য দিকে চলে গেলেন। সেখানে বসে আবার তাঁর প্রিয় কবির ভাবনায় বিভোর হয়ে গেলেন। এই সময় আবার যুবকটিকে দেখলেন। এবারও তিনি তাঁর দিকেই তাকিয়ে আছেন। তরুণী এবার আর সরে গেলেন না। সাহস করে সোজা যুবকের দিকে এগিয়ে গেলেন। সরাসরি যুবকের সামনে এসে দাঁড়ালেন। তারপর যুবকের দিকে সরাসরি তাকিয়ে বললেনঃ 'আপনি এমন করছেন কেন ? মেয়ে মানুষ কখনও দেখেননি ? লজ্জা করে না এভাবে পথে ঘাটে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে?' যুবক কিছুই বললেন না। ধীর পায়ে তরুণীর কাছ থেকে দূরে সরে গেলেন। তরুণীও স্বচ্ছন্দ বোধ করলেন।
তরুণী যথা সময়ে অনুষ্ঠানে পৌছলেন। প্রিয় কবিকে দেখার জন্য সেই সভার একেবারে সামনের দিকে বসলেন। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হল। দর্শকরা দেখতে পেল তাদের প্রিয় কবি কাজি নজরুল ইসলাম বন্ধু পরিবেষ্টিত হয়ে মঞ্চে উঠে তাঁর নির্দিষ্ট আসনে বসলেন। আর তরুণী দেখতে পেলেন তাঁর কবি কাজি নজরুল ইসলাম আর কেউ নয়, পদ্মা নদীতে ঢেউ কেটে চলা স্টিমারের সেই অসভ্য সহযাত্রী। যাঁকে তিনি অপমান করেছিলেন তাঁর দিকে তাকিয়ে ছিলেন বলে।
নজরুল মঞ্চে বসে সরাসরি তরুণীর দিকে তাকালেন। চোখাচোখি হল দুজনের। তরুণী লজ্জায় মাথা নিচু করে ফেললেন। হায় হায় একি করেছেন তিনি। যাঁকে সারা জীবন পূজা করেছেন প্রিয় কবির বেদিতে রেখে, তাঁর সাথে তিনি না জেনে, না বুঝে একি আচরণ করলেন। এই সময় মঞ্চ থেকে ভেসে এল উপাস্থপকের ঘোষণা - এখন সংগীত পরিবেশন করবেন আমাদের প্রিয় কবি কাজি নজরুল ইসলাম। বেজে উঠল হারমোনিয়াম আর তবলার সম্মিলিত আওয়াজ। তার কিছু পরেই যোগ হল কবির ভরাট কন্ঠের গান। সম্পূর্ণ নতুন গান। কবির সব গান তরুণীর কন্ঠস্থ, কিন্তু এই গান সম্পূর্ন নতুন যা আগে কখনও তিনি শোনেননি । তার মানে কবি এখনই এই গান খানা রচনা করেছেন। যা কবি কাজি নজরুল ইসলামের কাছে স্বাভাবিক ব্যাপার। কবি গাইলেন -
*তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ*।
তরুণী বুঝতে পারলেন গান খানা তাঁকে নিয়েই কবি রচনা করেছেন। অবাক হয়ে মাথা তুলে তাকাতেই দেখতে পেলেন, কবি তাঁর দিকে তাকিয়েই গান গেয়ে যাচ্ছেন। কবির আশে পাশে তার বন্ধুরাও তাকিয়ে আছেন আর মিটিমিটি হাসছেন। এত সুন্দর গান শুনেও তরুণীর মনে হল ধরণী দ্বিধা হলে ভাল হত।
তরুণী এরপর ওভাবেই মাথা নিচু করে পুরো অনুষ্ঠানটা শেষ করলেন। অনুষ্ঠান শেষে, আর কিসের কবির সাথে দেখা করা আর কথা বলা , এখন পালাতে পারলেই তিনি যেন বেঁচে যান।

স্টিমারে ফিরতি পথে রওয়ানা দিলেন তরুণী। মনের মাঝে চলছে উথাল পাথাল আত্মসমালোচনার ঢেউ। যাঁর জন্য এত কিছু, তাঁর সাথে প্রথম দেখায় তিনি একি আচরণ করলেন। তিনি তো পত্রিকায় কবির ছবিও দেখেছিলেন, তারপরও কেন চিনতে পারলেন না? কবির সাথে নিজকৃত আচরণের জন্য তরুণী কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছেন না। এই ঘটনায় তরুণী তাঁর নিজের স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেললেন। এক পর্যায়ে তিনি নিজের জীবন নিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তাকালেন পদ্মা নদীর পাক খাওয়া ঘোলা জলের দিকে। পদ্মা নদীর বুকেই যেন সব শান্তি। নদীর অশান্ত জল যেন তাঁর সকল গ্লানি মুছে দিতে তাঁকে ডাকছে।
কবি কাজি নজরুল রাজশাহীতে থাকা অবস্থায় শুনতে পেলেন তাঁর অচেনা সেই তরুণী ভক্তের পদ্মা নদীতে আত্মহত্যা করার করুণ কাহিনী । সেই তরুণী ভক্তের মৃত্যুতে তাঁর কবি হৃদয় হাহাকার করে উঠল।
জন্ম নিল আরেকটি কালজয়ী গান।
*পদ্মার ঢেউরে, মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে,*

৮৮ বছর বয়সের  চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদ...
01/11/2024

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।

১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদের সমস্যাও না।
২) আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়।
৩) যেদিন হাসলাম না, সে দিনটি নষ্ট করলাম। দেহের য"ন্ত্র'ণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি।
৪) জগতে সবচেয়ে ভালো ছয় জন ডাক্তার হলোঃ
👉 সূর্য,
👉 বিশ্রাম,
👉 শরীর চর্চা,
👉 পরিমিত খাবার,
👉 আত্ম মর্যাদা এবং
👉 বিশ্বস্ত বন্ধু।

এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার, সুন্দর শরীর আর দেহ মন তার।তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো, তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে।যদি তুমি সূর্য দেখো, তবে মহাপরাক্রমশালী বিধাতার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে।
আর তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।

আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী ভাই। আজ আছি কাল নাই। তাই, ঘৃ^নায় সময় নষ্ট না করে, এই যাত্রাপথটুকু ভালোবাসা দিয়েই উপভোগ করি।
📍সবার জন্য রইল শুভকামনা এবং অকৃত্রিম ভালোবাসা।
Share->Like->Comments




23/10/2024

আমি গত 90 দিনে মাসের মধ্যে539 জন ফলোয়ার পেয়েছি, 63টি পোস্ট তৈরি করেছি এবং 1,399টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

সন্ধ্যায় খেতেন রাতের খাবারঘণ্টাখানেক কোনো পত্রিকা বা বইয়ের পাতা উল্টে আবার লিখতে বসতেন। বিকেল ৪টায় চা, সঙ্গে কিছু নোনতা ...
20/10/2024

সন্ধ্যায় খেতেন রাতের খাবার

ঘণ্টাখানেক কোনো পত্রিকা বা বইয়ের পাতা উল্টে আবার লিখতে বসতেন। বিকেল ৪টায় চা, সঙ্গে কিছু নোনতা বিস্কুট। রবীন্দ্রনাথ রাতের খাবারটা সন্ধ্যা ৭টার মধ্যে সেরে ফেলতেন। রাতে তিনি বিদেশি খাবার খেতেই পছন্দ করতেন। আর দুপুরে সাধারণত বাঙালি খাবার খেতেন। রাতে খেয়েদেয়ে আবার একটানা রাত ১২টা পর্যন্ত চলতো লেখা বা পড়া।

♦️কুস্তিগির রবীন্দ্রনাথ

বালক রবীন্দ্রনাথ বাড়িতে পড়াশোনার পাশাপাশি গান ও আঁকা শেখা ছাড়াও প্রায় প্রতিদিন ভোরে বিখ্যাত কুস্তিগির হিরা সিংয়ের কাছে কুস্তি শিখতেন। নিয়ম মেনে চলা রবীন্দ্রনাথ শরীর চর্চাকে খুবই গুরুত্ব দিতেন। প্রতিদিনের নিয়ম ও খাদ্যাভাস দিয়েই রোগবালাই নিয়ন্ত্রণ করতেন তিনি।

খুব কম ঘুমাতেনরবীন্দ্রনাথের ঘুম ছিল খুব কম। তিনি খুব গভীর রাতে শুতেন আবার উঠে যেতেন প্রায় শেষ রাতে। সাধারণত তাঁর দিন শুর...
19/10/2024

খুব কম ঘুমাতেন

রবীন্দ্রনাথের ঘুম ছিল খুব কম। তিনি খুব গভীর রাতে শুতেন আবার উঠে যেতেন প্রায় শেষ রাতে। সাধারণত তাঁর দিন শুরু হতো প্রভাত স্নান দিয়ে। ঠিক ভোর ৪টায় এক কাপ চা পান করতেন। ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত একটানা লিখতেন। তারপর সকাল ৭টায় প্রাতরাশ সেরে আবার লেখা। লেখার ফাঁকে ফাঁকে চা বা কফি খেতে পছন্দ করতেন তিনি। বেলা ১১টা পর্যন্ত টানা লিখে আবার স্নানে যেতেন। এরপরই খেতে বসতেন। রবীন্দ্রনাথ দুপুরে খাওয়ার পর ঘুমাতে বা বিশ্রাম নিতে তেমন পছন্দ করতেন না।

 #রবীন্দ্রনাথ_ঠাকুরের_জীবনধারা,,,,"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই।" কবিগুরু রবীন্দ্রনাথ ঠা...
16/10/2024

#রবীন্দ্রনাথ_ঠাকুরের_জীবনধারা,,,,

"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই।"

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক হিমালয়প্রতিম ব্যক্তিত্ব। বাংলা সাহিত্য জগতের এক অমূল্য ধন। তিনি বাংলা সাহিত্যে এনে দিয়েছেন এক যুগান্তকারী পরিবর্তন। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। কিন্তু আজ আমরা গুরুদেবের সাহিত্য নিয়ে আলোচনা না করে জানবো তাঁর জীবন ধারার বিষয়ে।

15/10/2024
একলা আকাশ আর আমি🙂
19/09/2024

একলা আকাশ আর আমি🙂

Shout out to my newest followers! Excited to have you onboard! Happy Hasna, Moksed Khandaker, Md Kayum Hosen, Suna Rama ...
18/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Happy Hasna, Moksed Khandaker, Md Kayum Hosen, Suna Rama Dani, Milee Choudhury, Joynal Shekh, প্র্যাকটিকাল খাতা করি, Ahasan Habib Ahasanhabib

Address

Mymensingh Baghara

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when History efforts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share