Should be perfect

Should be perfect For reading & group study

21/07/2025

(১) একটি সংখ্যা ৭৫৯৯ থেকে ১ বেশি

৭৫৯৯ থেকে ১ বেশি ৭৫৯৯ এর পরের সংখ্যা অর্থাৎ ৭৫৯৯+১=৭৬০০

(২) একটি সংখ্যা ৩০০০ থেকে ১ কম

৩০০০ থেকে এক কম বা ৩০০০ এর আগের সংখ্যা=৩০০০-১=২৯৯৯

(৩) একটি সংখ্যা ৪৯৯০ থেকে ১০ বেশি

৪৯৯০ থেকে ১০ বেশি=৪৯৯০+১০=৫০০০

(৪) একটি সংখ্যা ১০০০০ থেকে ১০ কম

১০০০০ থেকে ১০ কম=১০০০০-১০=৯৯৯০

(৫) ১০০০ থেকে ৮০০ এর পার্থক্য কত

১০০০ থেকে ৮০০ এর পার্থক্য=১০০০-৮০০=২০০

21/07/2025

তৃতীয় শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ১
সংখ্যাঃ
১.১ঃ সংখ্যা গননা (১০১ থেকে ১০০০)

৪. পড়ি এবং কথায় লিখি

(১) ২৩৮-দুইশত আটত্রিশ

(২) ৮১৫-আটশত পনের

(৩) ১১১-একশত এগার

(৪) ৯৫৭-নয়শত সাতান্ন

(৫) ১৫৩-একশত তিপান্ন

(৬) ৬৯৯-ছয়শত নিরানব্বই

৫. অঙ্কে লিখি

(১) একশত পঁয়ত্রিশ-১৩৫

(২) দুইশত বাইশ-২২২

(৩) দুইশত বারো-২১২

(৪) চারশত ছিয়াত্তর-৪৭৬

(৫) আটশত এক-৮০১

(৬) ছয়শত পঞ্চাশ-৬৫০

১.২-সংখ্যা গননাঃ

৪. অঙ্কে লিখি

১. দুই হাজার একশত উনষাট-২১৫৯

২. আট হাজার দুইশত দশ-৮২১০

৩. তিন হাজার এক-৩০০১

৪. চার হাজার চারশত-৪৪০০

৫. এক হাজার একশত এগারো-১১১১

৬. নয় হাজার ছয়শত সাতচল্লিশ-৯৬৪৭

৭. সাত হাজার ষাট-৭০৬০

৮. দুই হাজার দুইশত বাইশ-২২২২

৫. কথায় লিখি-

১. ৭৫৬২-সাত হাজার পাঁচশত বাষাট্টি

২. ৫০০২-পাঁচ হাজার দুই

৩. ৮৩০০-আট হাজার তিন শত

৪. ৭৭৭৭-সাত হাজার সাত শত সাত

৫. ২০২০-দুই হাজার বিষ

৬. ৬৮৯৯-ছয় হাজার আট শত নিরানব্বই

১.৩ঃ স্থানীয় মানঃ

১. খালিঘর পূরণ করি

১ নং এর সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।

২. খালিঘর পূরণ করি

২ নং এর সমাধান এই অধ্যায়ের নিচে নিঙ্কে দেয়া হয়েছে।

৩. ২৪ টি শত আছে, সংখ্যাটি কত?

২৪টি শত

= ১০টি শত + ১০টি শত + ৪টি শত

= ১০০০ + ১০০০ + ৪০০

= ২৪০০

৪. সংখ্যাগুলো লিখি
(১) ৮৫ দশের একটি সংখ্যা তৈরি করি

৮৫ দশ

= ৮০দশ + ৫ দশ

= ৮০০ + ৫০

= ৮৫০

(২) ৪৯ শতের একটি সংখ্যা তৈরি করি

৪৯ শতক

= ৪০ শতক + ৯ শতক

= ৪০০০ + ৯০০

= ৪৯০০

৫. নিচের প্রশ্নগুলোর উত্তর দিই

(১) ৩৫০ এ ১০ এর কয়টি দল আছে?

৩৫০ = ৩৫ দশ

অর্থাৎ, ৩৫টি দশ আছে।

(২) ৬২০০ তে ১০০ এর কয়টি দল আছে?

৬২০০ = ৬২ শতক

অর্থাৎ, ৬২টি শতক আছে।

(৩) ৯৯ থেকে ১০০ এর জন্য কত প্রয়োজন?

৯৯+১=১০০;অর্থাৎ ১ প্রয়োজন।

(৪) ৮০০০ কে ১০০০০ বানাতে কত প্রয়োজন?

১০০০০ = ১০ হাজার

৮০০০ = ৮ হাজার

১০ - ৮ = ২

অর্থাৎ, ২ হাজার = ২০০০ প্রয়োজন।

(৫) ৯৯৯ থেকে ১ বেশি কোন সংখ্যা?

৯৯৯ + ১ = ১০০০

21/07/2025

নিচের প্রশ্নগুলোর উত্তর দিই

১. ৬২ দশকে কত হয়?

৬২ দশক=৬২✕১০=৬২০

২. ৩৯ শতক সংখ্যাটি কত?

৩৯ শতক=৩৯✕১০০=৩৯০০

৩. ৭৪ শতক সংখ্যাটি কত?

৭৪ শতক=৭৪✕১০০=৭৪০০

৪. ৪২০ এ কয়টি দশক আছে?

৪২০=৪২ দশক; অর্থাৎ ৪২ টি দশক আছে।

৫. ২৬০০ এ কয়টি শতক আছে?

২৬০০=২৬ শতক; অর্থাৎ ২৬ টি শতক আছে।

৬. ৯১০০ এ কয়টি শতক আছে?

৯১০০=৯১ শতক; অর্থাৎ ৯১ টি শতক আছে।

১.৬ নিজে করি৩. পড়ি ও কথায় লিখি৭৫৬২-সাত হাজার পাঁচশত বাষাট্টি৫০০২-পাঁচ হাজার দুই৮৩০০-আট হাজার তিন শত৭৭৭৭-সাত হাজার সাত শত...
21/07/2025

১.৬ নিজে করি

৩. পড়ি ও কথায় লিখি

৭৫৬২-সাত হাজার পাঁচশত বাষাট্টি

৫০০২-পাঁচ হাজার দুই

৮৩০০-আট হাজার তিন শত

৭৭৭৭-সাত হাজার সাত শত সাতাত্তর

২০২০-দুই হাজার বিষ

৬৮৯৯-ছয় হাজার আটশত নিরানব্বই

৪. অঙ্কে লিখি

নয়শত বাহাত্তর-৯৭২

আট হাজার দুইশত তিয়াত্তর-৮২৭৩

পাঁচ হাজার এহার-৫০১১

ছয় হাজার এক-৬০০১

এক হাজার দুইশত চৌত্রিশ-১২৩৪

#৩য়শ্রেণিরগণিত

21/07/2025

তৃতীয় শ্রেণির গণিত সমাধানঃ
অধ্যায়ঃ ১০
জ্যামিতিঃ

১০.১ বিন্দু, রেখা ও তল

বিন্দুঃ আমরা যদি কোন ফোঁটা আঁকি তবে তা হল বিন্দু।

রেখাঃ দুইটি বিন্দু দিয়ে অঙ্কিত সোজা রশ্মি হল রেখা বা সরলরেখা।

তলঃ একটি ঘনের বাইরের অংশকে তল বলে।

১০.২ কোণ
দুইটি রেখার মিলিত বিন্দু (শীর্ষ বিন্দু) থেকে যে আকৃতি তৈরি হয়, তাকে কোণ বলে।
∟∠

#কোনের প্রকার:
(১) সমকোনঃ


(২) সূক্ষকোনঃ


(৩) স্থুলকোনঃ


১০.৩ঃ চতুর্ভুজঃ চারটি ভুজ বা বাহু দ্বারা আবদ্ধ আকৃতিই হল চতুর্ভুজ।

আয়তঃ যে চতুর্ভুজের চারটি কোনই সমকোন তা আয়ত।

বর্গঃ যে চতুর্ভুজের ৪ কোন সমকোন ও ৪ বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গ বলে।

১০.৪ঃ বৃত্ত
বৃত্তঃ একটি কাগজের মাঝখানে একটি বিন্দু A নেই এবং A থেকে একই দূরে চারপাশে অনেকগুলি বিন্দু চিহ্নিত করি । উক্ত বিন্দুগুলো মিলে বৃত্ত তৈরি করে।

নিজে করিঃ
১। বিভিন্ন ধরনের গোলাকার বস্তু ব্যবহার করে বৃত্ত আঁকি।

২। সুতা ও পেন্সিল দিয়ে বৃত্ত আঁকি?

৩। তুমি একটি বৃত্ত আঁকার পর, বৃত্তটি কাট এবং কীভাবে বৃত্তটির কেন্দ্র বের করা যায় তা চিন্তা কর।

সমাধানঃ প্রথমে একটি কাগজে বৃত্ত এঁকে সেই দাগ বরাবর কাগজটি কেটে নেই।
তারপর, বৃত্তটি ভাজ করে অর্ধেক করি। অর্ধেক করার পর তাকে আবার ভাজ করে চার ভাগের এক ভাগ করে ফেলি। এবার কাগজ মেলে দেখি দুটি কাগজের ভাজ (রেখার ন্যায়) মাঝখানে একটা ছেদ বিন্দু তৈরি করেছে। এটাই বৃত্তটির কেন্দ্র।

21/07/2025

তৃতীয় শ্রেণির নতুন বই এর সূচি

অধ্যায়ঃ ১ সংখ্যা

বিষয়সমূহঃ

১.১ সংখ্যা গননা(১০১ থেকে ১০০০)
১.২ সংখ্যা গননা
১.৩ স্থানীয় মান
১.৪ সংখ্যা তুলনা
১.৫ ক্রমবাচক সংখ্যা
১.৬ নিজে করি

অধ্যায়ঃ ২ যোগ

বিষয়সমূহঃ

২.১ দুই অঙ্কের যোগ
২.২ হাতে না রেখে যোগ
২.৩ তিন অঙ্কের সংখ্যার যোগ হাতে রেখে
২.৪ নিজে করি

অধ্যায়ঃ ৩ বিয়োগ

বিষয়সমূহঃ

৩.১ পুনরালোচনা
৩.২ বিয়োগ হাতে না রেখে
৩.৩ বিয়োগ হাতে রেখে
৩.৪ নিজে করি
৩.৫ যোগ ও বিয়োগের সম্পর্ক
৩.৬ নিজে করি

অধ্যায়ঃ ৪ গুন

বিষয়সমূহঃ

৪.১ ২০ পর্যন্ত গুণ
৪.২ দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ
৪.৩ তিন অঙ্কের সংখ্যাকে ১ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ
৪.৪ দুই বা তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুণ
৪.৫ নিজে করি

অধ্যায়ঃ ৫ ভাগ

বিষয়সমূহঃ

৫.১ পুনরালোচনা
৫.২ দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ
৫.৩ তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ
৫.৪ নিজে করি

অধ্যায়ঃ ৬ যোগ, বিয়োগ, গুন ও ভাগ সংক্রান্ত সমস্যা

বিষয়সমূহঃ

৬.১ নিজে করি

অধ্যায়ঃ ৭ বাংলাদেশি মুদ্রা ও নোট

বিষয়সমূহঃ

৭.১ নিজে করি

অধ্যায়ঃ ৮ ভগ্নাংশ

বিষয়সমূহঃ

৮.১ ভগ্নাংশ
৮.২ ভগ্নাংশের যোগ
৮.৩ ভগ্নাংশের বিয়োগ
৮.৪ নিজে করি

অধ্যায়ঃ ৯ পরিমাপ

বিষয়সমূহঃ

৯.১ দৈর্ঘ্য
৯.২ ওজন
৯.৩ সময়

অধ্যায়ঃ ১০ জ্যামিতি

বিষয়সমূহঃ

১০.১ বিন্দু, রেখা ও তল
১০.২ কোণ
১০.৩ চতুর্ভুজ
১০.৪ বৃত্ত

Did you know? ➡️ 105=2x+×➡️ 105=3x ➡️ X=35
18/07/2025

Did you know?

➡️ 105=2x+×
➡️ 105=3x
➡️ X=35

18/07/2025

Energy is the
ability
to do work

Address

Mymensingh Baghara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Should be perfect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share