02/08/2025
🌾 কবিতা: ধুলোর শহর 🌾
বাহিরে কত চলা চলি,
পথের ধুলো উড়ে চলে ঢলি ঢলি।
হাওয়ার ছোঁয়ায় চোখে লাগে বালি,
মরিচের মতো জ্বলে ওঠে জলে ভরা খালি।
চোখের পানিতে ধুয়ে যায় ধুলো,
তবু মন খোঁজে স্বপ্নের ফুলো।
ক্লান্ত এ পথের ধোঁয়া ধূসর আকাশ,
তোমার স্মৃতিতে পাই শান্তির বাতাস।
পথের ধুলো, চোখের জল,
মিশে যায় দিনের ক্লান্তি-তল।
তবু চলতে হয় এই ধুলোর পথে,
কারণ আশা থাকে তোমার সাথে। 🌸