29/10/2025
আমি তো ওদের কাছে থাকতেই চাইছি তাও কেন সরিয়ে দিলি কি ছিল আমার অপরাধ
!: কেউ বুঝতে পারে না, হারিয়ে যাওয়া মানুষের অভাব কতটা ভয়ংকর হতে পারে!
আমি প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ি, অথচ বাইরের দুনিয়া আমাকে দেখে ভাবে আমি আগের মতোই আছি,
আসলে আমি নেই, আমি শুধু একটা দেহ হয়ে বেঁচে আছি, আমার ভেতরের মানুষটা অনেক আগেই মরে গেছে!
কত কথা ছিল বলার, কত স্বপ্ন ছিল পূরণ করার, অথচ সেই স্বপ্নগুলো এখন শুধু ভাঙা কাঁচের টুকরো হয়ে ছড়িয়ে আছে চারপাশে, যতই আমি পা বাড়াই সামনে, ততই সেই টুকরোগুলো আমাকে আঘাত করে, রক্তাক্ত করে!
জানো, ভালোবাসা হারানোটা যতটা কষ্টের, তার চেয়েও বেশি কষ্টের হলো সেই মানুষটাকে আজও নিঃশব্দে ভালোবেসে যাওয়া!