27/08/2025
ত্রিশাল আসনে 'খেজুর গাছ' নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফেজ মুজাম্মেল হক (The News Light) :
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে 'জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ' মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ মুজাম্মেল হক এবার নির্বাচনী মাঠে নেমেছেন তার প্রতীক 'খেজুর গাছ' নিয়ে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এ সময় দেশের আরও ৫৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
আলহাজ্ব হাফেজ মুজাম্মেল হক শুধু একজন রাজনীতিবিদই নন, বরং একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি ত্রিশালের স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান **'দারে আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসা'**র প্রতিষ্ঠাতা পরিচালক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সহ-সভাপতি।
আদর্শিক লড়াই এবং অঙ্গীকার:
হাফেজ মুজাম্মেল হক বিশ্বাস করেন, মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত একটি সত্যিকারের সোনার বাংলা গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি তার নির্বাচনী প্রতীক 'খেজুর গাছ' নিয়ে ত্রিশালের প্রতিটি ঘরে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন।
তার এই প্রচারণা শুধু ভোট চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আদর্শিক লড়াই, যার মূল লক্ষ্য একটি সুস্থ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা।
তিনি দৃঢ়তার সাথে বলেন,
"আমি সারাজীবন নিজেকে সমাজসেবামূলক কাজে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।"
তার এই অঙ্গীকার ত্রিশালের জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছে।
জনগণের ভালোবাসা ও সমর্থন:
হাফেজ মুজাম্মেল হকের প্রতি জনগণের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। জনগণের এই আস্থা ও ভালোবাসা তার দলের প্রতি মানুষের গভীর আস্থার প্রতিফলন। তার ইতিবাচক মনোভাব এবং জনগণের প্রতি গভীর প্রতিশ্রুতি ত্রিশালের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে জনগণের দোয়া ও সমর্থনে তিনি তার অঙ্গীকার পূরণে সফল হবেন।
কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী প্রমুখ।
#রাজনীতি