07/09/2025
একজন আর্জেন্টাইন ভক্তের লিখা 💔
তুমি মাঠে দৌড়ানো বন্ধ করে দিলে.. আমার লেখার গতিও কমে যাবে...
তুমি জুতোর ফিতা বাধার অভ্যাস ছেড়ে দিলে তো আমার আবেগে আপ্লুত হওয়া হৃদয় ধুলো পরে যাবে।
তুমি আর্জেন্টিনার জার্সি নিজের শরীর থেকে একটা সুন্দর ফ্রেম করতে চাইলে আমাদের দেওয়ালে টাঙানো ঐতিহাসিক ছবি গুলো সরিয়ে নিয়ে নিজেকে শক্ত করতে হবে।
তুমি গোল, এ্যাসিস্ট, ড্রিবলিং ছেড়ে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছো.. আমি যে এগুলো নিয়ে বন্ধুদের সাথে লড়াই করি সেটাও থেমে যাবে।
আর্জেন্টিনার ফুটবল স্টেডিয়াম গুলোতে তুমি অবতরণ করা বন্ধ করলে , সেখানে দর্শক তবুও তোমার নাম চিৎকার করে বলবে শুধু আগে আনন্দে চিৎকার করতো আর এখন চোখের জলে সেটা আরো স্পষ্ট করবে।
তুমি কত সহজেই একটা হাসি দিয়ে মাঠ থেকে চলে যাবে..
অথচ আমাদের হৃদয় রক্তক্ষরণ হবে....তুমি জানো না তুমি একা একটা মানুষ কোটি কোটি হৃদয়কে কিভাবে আনন্দ দিয়ে বাঁচিয়ে রেখেছ।
অথচ কিছুই রিটার্ন করতে পারি নি।
জীবনে লড়াই করা, নিয়ম মাফিক চলা, খাওয়ার অভ্যাস সঠিক করা, পরিবারের পাশে থাকা, নম্র হওয়া, মাটিতে পা রেখেই সেলিব্রেট করা, দুঃখের সময় নিজেকে আরো ভালো কন্ট্রোল করা, আরো কত কিছু ছোট থেকে শিখে এসেছি..
যাবেই তো.।। স্বাভাবিক..
তুমি তো আর মেশিন না... কিন্তু এটা কিভাবে বোঝাই তোমায়.. আমিও তো মানুষ.. যে তোমায় নিয়ে সকাল শুরু করি.. তোমায় নিয়ে শেষ করি রাত.।। এবার আমার কি হবে? 🙏
Messi’s final International match on Argentina soil.
Thank you idolo . 😀