05/06/2025
মনোবিজ্ঞান #
মানুষ তার জীবনের সবচেয়ে সুন্দর কথাগুলো কখনোই মুখে প্রকাশ করতে পারে না। কারণ ভাষা সবসময় আবেগকে বহন করতে পারে না।"
মানুষের মনের গভীরতম অনুভূতিগুলো, যেগুলো হৃদয়ের গোপন কোণে বাস করে তা কখনো কখনো এতটাই বিশুদ্ধ, এতটাই গভীর হয় যে, তা প্রকাশের জন্য কোনো ভাষা যথেষ্ট হয় না। আমরা অনেক সময় কাউকে ভালোবেসে ফেলি, কাউকে খুব বেশি মিস করি, কোনো ব্যথা আমাদের কুঁড়ে কুঁড়ে খায় কিন্তু সেসব অনুভূতিকে বোঝানোর জন্য উপযুক্ত শব্দ খুঁজে পাই না। কারণ, শব্দের একটা সীমা আছে, যেটা আবেগের নেই।
হ্যাঁ, ভাষা আমাদের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু হৃদয়ের গভীরতা প্রকাশের জন্য তা প্রায়শই অপারগ। কিছু অনুভব কেবল অনুভবই থেকে যায় বলা আর যায় না, লেখা আর যায় না, শুধু অনুভব করা যায়। যেমন একটা মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, প্রেমিকের ভেতরের দ্বন্দ্ব, বা প্রিয় কারো হঠাৎ বিদায়ে শূন্য হয়ে যাওয়া মন। এসব অনুভূতির কোনো নিখুঁত অনুবাদ নেই ভাষায়।
এজন্যই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো আমরা হয়তো শুধু চোখের জল দিয়ে প্রকাশ করি, নিঃশব্দে কারও দিকে তাকিয়ে থাকি, অথবা নির্জনে বসে থাকি। কারণ সেখানে কোনো শব্দ নেই, কিন্তু অনুভব আছে, সেগুলো হৃদয়ের ভাষায় লেখা, যা কেবল হৃদয়ই পড়ে বুঝতে পারে।
বিষয়টা আপনি নিজে খেয়াল করলেও দেখতে পাবেন, অনেক সময় আপনি অনেক কিছু ভেবে রাখেন, আপনার ভিতরে অনেক কিছুই চলে কিন্তু তা আর মুখে প্রকাশ করতে পারেন না। যদি কেউ আপনাকে ভালোবাসে তবে হয়তো সে আপনার প্রকাশ না করা কথাগুলো বুঝতে পারে।
কথা:সংগৃহীত