Dr. Sadequel Islam Talukder

Dr. Sadequel Islam Talukder ডা. সাদেকুল ইসলাম তালুকদার-এর ক্রিয়েটিভ ওয়ার্কস
(1)

আমাদের ছাদবাগানের অন্যরকম স্বাদের তিনটি ফলের একটি নমুনা ছবি দিলাম। উপরেরটি সৈয়দ পেয়ারা, মাঝেরটি থাই আমড়া এবং নিচের দুইটি...
08/07/2025

আমাদের ছাদবাগানের অন্যরকম স্বাদের তিনটি ফলের একটি নমুনা ছবি দিলাম।
উপরেরটি সৈয়দ পেয়ারা, মাঝেরটি থাই আমড়া এবং নিচের দুইটি স্ট্রবেরি পেয়ারা।

ছাদবাগানে বারমাসি আমড়া, স্ট্রবেরি পেয়ারা ও সৈয়দ পেয়ারা চাষের গুরুত্ব (এক নজরে)

বিষয় বারমাসি আমড়া স্ট্রবেরি পেয়ারা সৈয়দ পেয়ারা

স্বাদ ও পুষ্টিগুণ ভিটামিন C সমৃদ্ধ, রুচিকর ফল মিষ্টি ও হালকা খাস্তা, ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি ও জুসি, মিনারেল ও ফাইবার সমৃদ্ধ
বছরজুড়ে ফলন সারা বছর ফল দেয় মৌসুমভিত্তিক (ফেব্রুয়ারি-মার্চে বেশি ফলন), ছাদে কন্ট্রোলে বাড়ানো যায় বর্ষা ও শীত শেষে ফলন, পরিচর্যায় বারবার ফল
ছোট জায়গায় চাষযোগ্য টব/ড্রামে সহজে বেড়ে উঠে ছোট গাছে বেশি ফল, ছাদে সহজেই মানিয়ে নেয় কম উচ্চতার গাছ, ছাদে সহজে রোপণযোগ্য
অর্থনৈতিক সম্ভাবনা বাড়তি ফল বিক্রি করে আয় সম্ভব শহুরে বাজারে চাহিদা বেশি স্থানীয় বাজারে উচ্চমূল্যে বিক্রয়যোগ্য
পরিবেশ উপকারিতা অক্সিজেন সরবরাহ করে, ছাদ ঠাণ্ডা রাখে মৌমাছি ও পরাগায়নকারী পোকা আকৃষ্ট করে সবুজায়নে ভূমিকা রাখে, বায়ু বিশুদ্ধ রাখে
নগর কৃষির জন্য উপযুক্ত সহজে পরিচর্যা করা যায় ছাদবাগানে সৌন্দর্য ও পুষ্টি একসাথে রোগ প্রতিরোধী, কম পরিচর্যায়ও টিকে থাকে

সারসংক্ষেপ:
এই তিন প্রজাতির ফল গাছ ছাদবাগানে চাষ করলে স্বাস্থ্য, অর্থ ও পরিবেশ—তিনটি ক্ষেত্রেই উপকার মেলে। নগরজীবনে নিজের খাদ্য নিজে উৎপাদনের একটি কার্যকরী ও টেকসই পদ্ধতি এটি।

ফ-এস লেক, ১৩ ফেব্রুয়ারি, ১৯৮৪। ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হিসাবে শিক্ষা সফরে গিয়েছিলাম কমিউনিটি মেডি...
08/07/2025

ফ-এস লেক, ১৩ ফেব্রুয়ারি, ১৯৮৪।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হিসাবে শিক্ষা সফরে গিয়েছিলাম কমিউনিটি মেডিসিন বিষয়ের পার্ট হিসাবে। ডা: নজরুল ইসলাম (চক্ষু রোগ বিশেষজ্ঞ) এবং আমার মাঝে যে শিশুকে দেখা যাচ্ছে, ও হচ্ছে আমার ভাতিজা ডা: শহীদুল্লাহ্ হুমায়ুন কবির তালুকদার (অজ্ঞান বিশেষজ্ঞ)। ও তখন প্রাইমারী স্কুলে পড়তো।
(পুরনো হার্ড এলবাম থেকে)

চট্টগ্রামের ফ-এস লেক: এক নজরে

চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল জিইসি মোড় থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক লেক হলো ফ-এস লেক (Foy’s Lake)। ১৯২৪ সালে ব্রিটিশ আমলে এটি খনন করা হয় শহরের পানির চাহিদা মেটানোর জন্য। পরে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। চারপাশে সবুজ পাহাড় আর হ্রদের নীল পানি মিলে তৈরি করেছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।

এখানে রয়েছে বোট রাইড, এমিউজমেন্ট পার্ক, রিসোর্ট, কেবল কার ও নানা বিনোদনের ব্যবস্থা। ফ্যামিলি পিকনিক, বন্ধুবান্ধবের আড্ডা বা কাপলদের জন্য এটি একটি আদর্শ স্থান।

প্রবেশের জন্য টিকিট লাগলেও এটি সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

ফ-এস লেকে একদিন মানেই শহরের কোলাহল ভুলে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া!

ফল কাটার প্রয়োজনীয় পদ্ধতি
07/07/2025

ফল কাটার প্রয়োজনীয় পদ্ধতি

কীর্তনখোলা নদীতে বোটিং, ১৯৯৯ সন।পুরনো হার্ড এলবাম থেকে। ১৯৯৯ সনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কল...
07/07/2025

কীর্তনখোলা নদীতে বোটিং, ১৯৯৯ সন।
পুরনো হার্ড এলবাম থেকে।
১৯৯৯ সনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে এক্সটার্নাল এক্সামিনার হিসাবে পরীক্ষা নিতে গিয়ে এই নদীতে বোটিং করি।

বরিশালের কীর্তনখোলা নদী:

কীর্তনখোলা নদী বাংলাদেশের বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এটি বরিশাল শহরের পাশ দিয়ে বয়ে গেছে এবং স্থানীয় অর্থনীতি, পরিবহন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। নদীটি আড়িয়াল খাঁ নদীর একটি শাখা এবং দক্ষিণে পায়রা নদীর সঙ্গে মিলিত হয়েছে।

এই নদী বরিশালের প্রধান নৌপথ হিসেবে ব্যবহৃত হয়, যার উপর দিয়ে প্রতিদিন শতাধিক লঞ্চ, ট্রলার ও কার্গো চলাচল করে। বর্ষাকালে নদীর প্রাকৃতিক সৌন্দর্য অনন্য হয়ে ওঠে। নদী তীরবর্তী এলাকা শহরের বাসিন্দাদের কাছে বিনোদনের জায়গা হিসেবেও জনপ্রিয়।

সংক্ষিপ্ত তথ্য:

অবস্থান: বরিশাল শহর

দৈর্ঘ্য: প্রায় ২০ কিলোমিটার

ব্যবহার: নৌপরিবহন, মাছ ধরা, পর্যটন

প্রাকৃতিক সৌন্দর্য: তীরবর্তী সবুজ বন, সূর্যাস্ত দৃশ্য

06/07/2025

গরীব-দুঃখীদের সাহায্যে ইউটিউব ভিডিও: সতর্কতা ও সঠিক নিয়ম | Avoid Scam & Build Trust
এই ভিডিওতে আলোচনা করেছি, কীভাবে ইউটিউবে গরীব-অসহায় মানুষদের সাহায্যের জন্য ভিডিও বানানো উচিত এবং কী কী সতর্কতা মেনে চলা জরুরি। ভুলভাবে ফান্ড সংগ্রহ করলে শুধু ইউটিউব চ্যানেল ক্ষতিগ্রস্ত হয় না, বরং মানুষের আস্থাও হারিয়ে যায়। তাই আসুন জানি —
✅ কোন কোন নিয়ম মেনে চলতে হবে
✅ ইউটিউবের পলিসি কী বলে
✅ কিভাবে সাহায্যপ্রার্থীদের সম্মান বজায় রেখে কনটেন্ট বানানো যায়
✅ এবং কীভাবে মানুষকে আস্থা এনে ফান্ড সংগ্রহ করা যায়
📌 ভিডিওটি বানিয়েছেন: ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার
📌 যোগাযোগঃ [email protected]




#গরীবদেরসহযোগিতা


#সতর্কতা_ইউটিউবে

ভালো বুদ্ধি
05/07/2025

ভালো বুদ্ধি

কোথায় কোন কাজ করতে হবে তা ঠিক করলাম(স্মৃতি কথায় কামাল স্যার - পর্ব ১১)ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার রিসার্চের কাজ কোন অংশ ক...
05/07/2025

কোথায় কোন কাজ করতে হবে তা ঠিক করলাম
(স্মৃতি কথায় কামাল স্যার - পর্ব ১১)
ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার

রিসার্চের কাজ কোন অংশ কোথায় করতে হবে তা নিয়ে কামাল স্যারের সাথে পরামর্শ করলাম। স্যার সব কিছুর নির্দেশনা দিয়ে দিলেন সুন্দর করে। স্যার বললেন, "আপনি স্পেসিমেন হিসাবে এন্ডোস্কোপিক বায়োপসি এবং রিসেকশন বায়োপসি দুটোই কালেকশন করবেন। সার্জনরা গ্যাস্ট্রিক ক্যান্সার রোগীর অপারেশন করে হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষা করার জন্য আমাদের ডিপার্টমেন্টের ল্যাব এবং বাইরের বিভিন্ন ল্যাবে পাঠান। বাইরের ল্যাবের মধ্যে ধানমন্ডির দি ল্যাবরেটরিতে এবং ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারে বেশী বেশী পাঠায়। আপনি এসব ল্যাব থেকে স্পেসিমেন কালেকশন করবেন। এখানকার ল্যাবে এগুলো প্রসেস করবেন। ইউরিয়েজ টেস্ট আপনি সাথে সাথেই করে ফেলতে পারবেন। ইম্প্রিন্ট থেকে স্মিয়ার জিয়েমসা স্টেইনও সাথে সাথে করে ফেলতে পারবেন। হিস্টোপ্যাথলজিকেল সেকশন রুহি দাসই করে দিতে পারবে। হেমাটক্সিলিন এন্ড ইউসিন রুটিন স্লাইডের সাথেই রুহি দাস করে দিতে পারবে। শুধু হেলিকোব্যাক্টার পাইলোরি কালচার করার জন্য আপনাকে মিক্রোবায়োলজি ল্যাবে যেতে হবে। আমাদের ইন্সটিটিউটে কালচার করা সম্ভব না হলে মহাখালীর আইসিডিডিআরবির মাইক্রোবালজি ল্যাব থেকে করাতে পারেন।
আমি আইপিজিএমআর মাইক্রোবায়োলজির ল্যাবে খোজ নিয়ে জানলাম সেখানে হেলিকোব্যাক্টার পাইলোরি আইসোলেশন করা সম্ভব না। চলে গেলাম আইসিডিডিআরবির ল্যাবে। সেখানকার টেকনোলজিস্টরা আমাকে কথা বলতে বললেন ওখানকার চিপ কনসালট্যান্টের সাথে। আমি আমার কথা তার কাছে পেস করলেন। জীবাণু কালচারের জটিল জটিল বিষয়ের উপর তিনি আমাকে কয়েকটি প্রশ্ন করলেন। আমি একটা প্রশের উত্তর দিতে পারলাম না। তাতে তিনি বলে ফেললেন, "আপনি এটাই জানেন না, আবার আমার সাথে পরামর্শ নিতে আসছেন!" আমি লজ্জিত হয়ে ফিরে এলাম। কথাটা কামাল স্যারকে জানালাম না। এরপর কয়েকদিন একটানা মাইক্রোবায়োলজি বই পড়লাম লাইব্রেরিতে বসে বসে। জীবাণু কালচার বিষয়ে বিস্তারিত পড়লাম। মোটামুটি এ বিষয়ে জ্ঞান অর্জন করলাম। এবার বার্ডেম এর মাইক্রোবায়োলজির টেকনোলজিস্টের সাথে বিস্তারিত আলাপ করলাম। তিনি হেলিকোব্যাক্টার পাইলোরি কালচার করতে পারবেন বলে সম্মতি দিলেন। ঘটনাটা এবার কামাল স্যারকে জানালাম। স্যার বললেন, "হবে, এবার শুরু করেন।"

হেলিকোব্যাক্টার পাইলোরি কালচার করতে যে যে মিডিয়ার প্রোয়জন তা বিএমএ ভবনের নিচতলার রিএজেনট মার্কেট থেকে কিনে এনে টেকনোলজিস্ট দিলাম। টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে টেকনোলজিস্ট আমার দেয়া লিটারেচারগুলো ভালো করে পড়ে নিলেন।

এমন সময় দেখা হলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের একজন শিক্ষকের সাথে জিনি জাপানে হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে রিসার্চ করছেন। তিনি আমার সাথে কথা বলে খুশি হলেন। তিনি বললেন, "আমি অল্প দিনের জন্য দেশে এসেছি। ফেরার সময় কয়েকজন নতুন রিসার্চার সাথে নিয়ে যাবো। তাদেরকে নিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরির উপর রিসার্চ করবো। আপনি যদি এখানে এই জীবাণু আইসোলেট করতে পারেন তাহলে আমি এটার সেম্পল জাপানে নিয়ে গিয়ে জাপানি জীবাণুর স্ট্রেইনের সাথে বাংলাদেশী জীবাণুর পার্থক্য আছে কিনা তা নিয়ে রিসার্চ করবো নতুন রিসার্চারদের সাথে নিয়ে। এবার বেস কিছু নতুন রিসার্চার আমার সাথে জাপানে যাবে পিএইচডি কোর্সে।

কথাটা কামাল স্যারকে জানালাম। স্যার বললেন, " ভালোই হলো। যেহেতু প্রফেসর সাবের হেলিকোব্যাক্টার পাইলোরির উপর দক্ষতা আছে সেহেতু আপনি যে নতুন জীবাণু আইসোলেট করবেন তা তিনি দেখে সাপোর্ট দিলে সেটা পাকাপোক্ত হবে। আপনি আমার সালাম দিয়ে আমাদের আইপিজিএমআর-এর গ্যাস্ট্রোএন্টারোলজির প্রফেসর এন্ড হেড, ডাঃ মাহমুদ হাসান স্যারের সাথে দেখা করেন। তিনি আপনাকে অনেক বায়োপসি সেম্পল দিতে পারবেন এবং ভালো গাইড করতে পারবেন।" আমি মাহমুদ হাসান স্যারের রুমে গেলাম। সালাম দিয়ে বললাম, "স্যার, আমি ডা: সাদেকুল ইসলাম তালুকদার। আমি এসোসিয়েশন অব হেলিকোব্যাক্টার পাইলোরি উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার" নিয়ে থিসিস শুরু করেছি। কামাল স্যার আমাকে পাঠিয়েছেন।" স্যার বললেন, "গুড, আপনি এখানে বসুন, আমি একটা আর্টিকেল লিখছি। একটু পরই কথা বলবো। " আমি স্যারের টেবিলের ডান পাশে বসলাম। কিছুক্ষণ পর পর একেকবার একেক জন বড় বড় স্যার আসেন মাহমুদ হাসান স্যারের কাছে। স্যার বলেন, "বসুন, ইনি ডা: সাদেকুল ইসলাম তালুকদার। ইনি হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে রিসার্চ করনেন।" এতটুকু বলে আগুন্তুকের সাথে কথা বলে বিদায় করে দেন। এভাবে প্রায় ২৫/৩০ মিনিট কেটে গেলো। আমি নিখুঁত ভাবে স্যারের কথা বলার ধরন এবং অঙ্গ ভঙ্গি খেয়াল করছি। লেখাটি শেষ করে স্যার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, "এখন বলুন।" আমি বিস্তারিত বললাম। স্যার বললেন, "খুব ভালো রিসার্চ হবে। আমি আপনাকে সহযোগিতা করবো। আমি যতগুলো বায়োপসি সেম্পল লাগে দিবো। কামাল সাবকে আমার সালাম দিয়েন।"
আমি এসে কামাল স্যারকে খুলে বললাম সব কিছু। স্যার খুশি হলেন।
(চলবে)
৫ জুলাই ২০২৫ খ্রি.
#কামাল #স্মৃতি
--------
প্রফেসর ডাঃ মুহাম্মদ কামাল
জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৫৪ খ্রি.
মৃত্যু : ৯ মে ২০২৫ খ্রি.
ভিজিটিং প্রফেসর ও সাবেক চেয়ারম্যান
প্যাথলজি বিভাগ।
সাবেক ডীন, বেসিক সাইন্স এন্ড প্যারামেডিক্যাল সাইন্স অনুষদ,
সাবেক উপ-উপাচার্য (প্রশাসন),
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
শাহবাগ, ঢাকা।

উন্নয়নের জোয়ার সখিপুরে
05/07/2025

উন্নয়নের জোয়ার সখিপুরে

Address

23/4/3, Maskanda Road
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00

Telephone

+8801711683046

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sadequel Islam Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Sadequel Islam Talukder:

Share